এসম্যানেজার সাবস্ক্রিপশন প্যাকেজ এবং অ্যাক্টিভেশন প্রসেস-এ পরিবর্তন সমূহ:

৩০ সেপ্টেম্বর ২০১৯ থেকে এসম্যানেজার-এর নীচের ৪টি সাবস্ক্রিপশন প্যাকেজ ডিসকন্টিনিউ করা হয়েছে-

১.  লাইট (মার্কেট প্লেসএ বিক্রির সুবিধা নেই)
২.   এলএসপি (২০% কমিশন)
৩.  পিএসপি (১০% কমিশন)
৪.   ইএসপি (৫% কমিশন)

sManager০১ অক্টোবর, ২০১৯ থেকে নীচের ৩টি সাবস্ক্রিপশন প্যাকেজ চালু হয়েছে-

১.  আলো (মার্কেট প্লেসএ বিক্রির সুবিধা নেই)
২.   গতি (২০% কমিশন)
৩.  জয় (১০% কমিশন)

অ্যাক্টিভেশন, রিনিউয়াল এবং বিলিং প্রসেস:

  • এসম্যানেজার সাবস্ক্রাইবার-রা পজিটিভ ওয়ালেট-এর মাধ্যমে যেকোন সাবস্ক্রিপশন প্যাকেজ অ্যাক্টিভেট/রিনিউ করতে পারবেন। যদিও এসম্যানেজার সাবস্ক্রাইবার সেবা থেকে ক্রেডিট লিমিট আছে তাঁরা নেগেটিভ ওয়ালেট ব্যালেন্স থেকেও সাবস্ক্রিপশন প্যাকেজ অ্যাক্টিভেট/রিনিউ করতে পারবেন। সেক্ষেত্রে ক্রেডিট লিমিট-টি অবশ্যই সাবস্ক্রিপশন ফি কভার করার মতো অবস্থায় থাকতে হবে।
  • সাবস্ক্রিপশন বিলিং পিরিয়ড হিসেবে সাবস্ক্রিপশন-এর ‘সাবস্ক্রিপশন অ্যাক্টিভেশন’ থেকে ‘এক্সপায়ারি ডেট’ পর্যন্ত ধরা হবে। সাবস্ক্রিপশন এক্সপায়ারি এবং রিঅ্যাক্টিভেশন-এর মধবর্তী কোন পিরিয়ড ‘বিলিং পিরিয়ড’ হিসেবে গণ্য হবে না।
  • যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে, তবে পিরিয়ড শেষে সাবস্ক্রিপশন অটোমেটিক্যালি রিনিউড হয়ে যাবে।
  • বর্তমানে যাঁরা ‘লাইট সাবস্ক্রাইবার’, তাঁদের সাবস্ক্রিপশন উল্লিখিত ৩টি নতুন প্যাকেজ-এর সাবস্ক্রিপশন না নেয়া পর্যন্ত ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।

 

এপিআই-এর মাধ্যমে নতুন এনআইডি ভেরিফিকেশন প্রসেস:

  • নতুন সাবস্ক্রাইবার-রা পেমেন্ট সংক্রান্ত ফিচার-গুলোর অ্যাকসেস এনআইডি ভ্যারিফিকেশন সফলভাবে সম্পন্ন করার পরই পাবেন।

শর্তাবলী:

বর্তমান সাবস্ক্রাইবার-রা তাঁদের পেইড সাবস্ক্রিপশন শেষ হবার পর এবং পরবর্তীতে রিনিউ করার পর আগের প্যাকেজ থেকে নতুন প্যাকেজ-এ নিম্নলিখিতভাবে মাইগ্রেটেড হবেন:

 

  ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ডিসকন্টিনিউড ০১ অক্টোবর ২০১৯ থেকে কার্যকর
সিরিয়াল প্যাকেজ মাসিক সাবস্ক্রিপশন ফি (টাকায়) মার্কেটপ্লেস কমিশন প্যাকেজ মাসিক সাবস্ক্রিপশন ফি (টাকায়) মার্কেটপ্লেস কমিশন
লাইট অ্যাকসেস নেই ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেবল নয় অ্যাপ্লিকেবল নয়
এলএসপি ৮০ ২০% আলো ৮০ অ্যাকসেস নেই
পিএসপি ১,৫০০ ১০% গতি ১,৫০০ ২০%
ইএসপি ১০,০০০ ৫% জয় ১০,০০০ ১০%

 

  • Sheba.xyz মার্কেটপ্লেস-এ অবিচ্ছিন্ন সার্ভিস চালু রাখার জন্য বর্তমান এলএসপি সাবস্ক্রাইবার-দের (যাঁরা সেবা মার্কেটপ্লেস-এ অ্যাক্টিভ) সেবা প্ল্যাটফর্ম ৩ মাসের সৌজন্যমূলক গতি প্যাকেজ দিচ্ছে (বোনাস ওয়ালেট ক্রেডিট হিসেবে), যেন তাঁরা গতি প্যাকেজ-এ আপডেট করার সিদ্ধান্তে পর্যাপ্ত সময় পান।

Leave a comment