৪ মার্চ, ২০১৯ 

ক্ষুদ্র উদ্দোক্তাগণকে ব্যবসায় উৎসাহিত করার প্রয়াসে সম্প্রতি দেশের বৃহত্তম অনলাইন সার্ভিস মার্কেট Sheba.xyz এবং দেশের অন্যতম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন IPDC ফাইন্যান্স এর মাঝে একটি ক্ষুদ্রঋণ প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের অনেক মানুষই ইচ্ছাশক্তি এবং আত্নবিশ্বাস থাকা সত্ত্বেও নিজেকে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননা শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষুদ্রঋণের ব্যবস্থা না থাকায়।

তাছাড়াও ক্ষুদ্র উদ্দোক্তাগণ যেকোনো ধরণের ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক কিংবা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ঋণের আবেদন করলেও তা অনেক সময়ই পাওয়া হয়ে ওঠেনা, কেননা একটি ঋণ নিতে বিভিন্ন ধরণের তথ্য উপাত্ত প্রদান করতে হয়, যা সময়স্বাপেক্ষ এবং ব্যয়বহুল।। তাই যেসকল ক্ষুদ্র উদ্যোক্তাগণ এই সুযোগ সুবিধার অভাবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না, তাদেরকে যথাযথ সাহায্য দিয়ে তাদের ব্যবসায়িক পথকে আরও সহজ করাই Sheba.xyz এবং IPDC এর মধ্যকার এই চুক্তিটির মুখ্য উদ্দেশ্য।

Sheba.xyz, IPDC Finance, Press Release

প্রকল্পটি অনুযায়ী Sheba.xyz প্লাটফর্মে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাগণ IPDC থেকে ক্ষুদ্রঋণ সহায়তা পেয়ে থাকবে এবং এই সহায়তায় ক্ষুদ্র উদ্দোক্তাগণের প্রয়োজনীয় যাবতীয় সব তথ্য-উপাত্তের অর্থাৎ Digital KYC (ডিজিটাল কে ওয়াই সি) – এর ব্যবস্থা করবে Sheba.xyz।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন এই প্রকল্পের প্রয়োজনীয়তা এবং কিভাবে তা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাগণকে একই সাথে উৎসাহিত এবং সহায়তা করবে। ক্ষুদ্র উদ্যোক্তাগণ যদি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে এর সুফল পাবে দেশ, সমাজ এবং দেশের মার্কেট, লাভবান হবে দেশের মানুষ। আর তাই দেশের উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করার ইচ্ছাশক্তি নিয়েই Sheba.xyz এবং IPDC-এর এই প্রকল্প।

আরো পড়ুনঃ Sheba.xyz এবং ব্র্যাক ব্যাংক এর মধ্যকার ক্ষুদ্রঋণ প্রকল্প স্বাক্ষর

Sheba.xyz এবং IPDC ফাইন্যান্স এর মধ্যকার এই চুক্তিটি স্বাক্ষরিত হয় গুলশান এভিনিউ এ অবস্থিত IPDC ফাইন্যান্স এর প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানে আইপিডিসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ শামস, বিজনেস ইন্টেলিজেন্স ম্যানেজার খাদিজা মারিয়াম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জুমারাতুল বন্যা, হেড অফ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস এম সোলায়মান সারওয়ার। Sheba.xyz এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার আদনান ইমতিয়াজ হালিম, চিফ অপারেশন্স অফিসার ইলমুল হক সজীব, হেড অফ ফিন্যান্স এন্ড এইচ আর মোহাম্মদ জহির উদ্দিন। এছাড়াও উপস্থিতদের মাঝে আরও ছিলেন আইপিডিসি এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এন্ড ইন-চার্জ-মাইক্রো মিডিয়াম এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট মোহাম্মদ মাহমুদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন মুহাম্মদ সামি উল হক, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নাহাজ ইরতিজা হাশেম এবং Sheba.xyz থেকে প্রজেক্ট ম্যানেজার তানহা তামান্না এবং সিনিয়র ম্যানেজার হুমায়ুন কবির।

Sheba.xyz একটি অনলাইন সার্ভিস মার্কেট, যেখানে ৮৬ এর অধিক সার্ভিস পাওয়া যায়, যার মধ্যে রয়েছে প্লাম্বারইলেক্ট্রিশিয়ানহোম এপ্লায়েন্স রিপেয়ার এবং সার্ভিসিংঅন ডিমান্ড ক্লিনারপেস্ট কন্ট্রোলহোম শিফটিংহোম রেনোভেশনবিউটিশিয়ান ইত্যাদি। বর্তমানে Sheba.xyz এর সাথে যুক্ত রয়েছেন চার হাজারেরও উপর দক্ষ এবং ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার যারা তিন ধাপে অনুমোদন পাওয়ার পর Sheba.xyz প্লাটফর্মে নির্বাচিত হয়েছেন । Sheba.xyz এর প্রতিটি সার্ভিসে রয়েছে সাত দিনের সার্ভিস ওয়ারেন্টি যার সাথে আরও রয়েছে ২৪/৭ কাস্টমার সাপোর্ট

Leave a comment