বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ অনলাইন সার্ভিস মার্কেটপ্লেস Sheba.xyz এবং Access to Information (a2i) এর মাঝে আজ ২৪ এপ্রিল, ২০১৯ একটি সমোঝতা স্বারক স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই চুক্তির ফলস্বরুপ এখন বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রয়োজনীয় সরকারি সেবাগুলো Sheba.xyz টেকনোলজি প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে।

Press Release Sheba.xyz & A2i signing
Sheba.xyz এবং a2i এর মধ্যে চুক্তি স্বাক্ষর।

প্রায় ১৫০টিরও বেশি সরকারী পরিষেবা যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি বিভিন্ন ধরণের সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে Sheba.xyz এবং Access to Information (a2i) একসাথে কাজ করছে। বর্তমানে ঢাকা শহরের নির্বাচিত এবং প্রশিক্ষিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তাদের নিয়ে  কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

প্রায় ১০,০০০ উদ্যেক্তাদের কর্মক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত করতে এই বছরের জুন মাস নাগাদ সকল বিভাগীয় পর্যায়ে এবং বছরের শেষ নাগাদ পুরো দেশব্যাপি সকল ডিজিটাল সেন্টারগুলোকে Sheba.xyz তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছে। এই ডিজিটাল সেন্টারগুলো দেশের বিভিন্ন ইউনিয়নের জনগণকে সরকারী পরিষেবা প্রদানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে।

এই উদ্দ্যোগের মাধ্যমে সরকারী সেবা সমূহের পাশাপাশি Sheba.xyz এর অন্যান্য সার্ভিস গুলো যেমনঃ অ্যাপ্লায়েন্স মেরামত, ইলেক্ট্রিশিয়ান, রেন্ট এ কার ইত্যাদি সার্ভিসও জাতীয় হেল্পলাইন নম্বর, ৩৩৩ – এ কল করে পাওয়া যাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় a2i এর প্রকল্প পরিচালক, জনাব মুস্তাফিজুর রহমান বলেন,”এটি খুবই চমৎকার একটি উদ্যোগ। সরকারী সেবাসমূহ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার এই অসাধারণ উদ্যোগ শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশের জন্যেই মডেল হিসেবে কাজ করবে।”

Sheba.xyz এর প্রধান পরিচালন কর্মকর্তা, জনাব ইলমুল হক সজীব বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে, দেশের প্রতিটি মানুষ যেন তাদের প্রয়োজনীয় সরকারী সেবাসমূহ নির্ঝঞ্জাটে পেতে পারে তা নিশ্চিত করা।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন a2i এর প্রকল্প পরিচালক, জনাব মুস্তাফিজুর রহমান। সাথে বিশেষ অথিতি হিসেবে আরও ছিলেন  a2i এর ই-সার্ভিস বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, Sheba.xyz এর প্রধান পরিচালন কর্মকর্তা জনাব ইলমুল হক সজীব, মার্কেটিং প্রধান জনাব দেবাশীষ হাওলাদার, মানবসম্পদ বিভাগের প্রধান জনাব জহির উদ্দিন এবং হেড অব বিজনেস জনাব ঈসা আবরার।

Leave a comment