গুলশান সোসাইটি তার সদস্যদের প্রাত্যহিক জীবন আরও সহজ এবং আরামদায়ক করতে শীঘ্রই শুরু করতে যাচ্ছে বিশেষ কিয়স্ক সুবিধা। সেবা ডট এক্সওয়াইজেড (sheba.xyz) এর সহযোগীতায় গুলশান ২ এর লেক পার্কে বসতে যাচ্ছে এই বিশেষ কিয়স্ক। এখান থেকে খুব সহজেই গুলশান সোসাইটির সদস্যরা খুঁজে নিতে পারবেন অন ডিমান্ড ক্লিনার, রিপেয়ার ম্যান, প্লাম্বার, বিউটিশিয়ান, অন ডিমান্ড ড্রাইভার, বাসা বদল, পেস্ট কন্ট্রোলসহ সব ধরনের প্রয়োজনীয় গৃহস্থালী সার্ভিস সুবিধা । 

গুলশান লেক পার্কে এ সেবা ডট এক্সওয়াইজেড এর বিশেষ কিয়স্ক
গুলশান লেক পার্কে এ সেবা ডট এক্সওয়াইজেড এর বিশেষ কিয়স্ক

আজ ৩ নভেম্বর শনিবার সেবা ডট এক্সওয়াইজেড (sheba.xyz) এবং গুলশান হাউজিং সোসাইটির মধ্যে এই ব্যাপারে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। গুলশান ২ নম্বর লেক এর পাশের স্থায়ী এই কিয়স্ক থেকে গুলশান হাউজিং সোসাইটির সদস্যরা খুব সহজেই জরুরী গৃহস্থালী সেবা পাবে। এসময় গুলশান সোসাইটির সভাপতি জনাব সাখাওয়াত আবুল খায়ের মোহাম্মদ সহ-সভাপতিবৃন্দ ডঃ এম.এ.হাশেম ও মিসেস মাহিন খান, মহাসচিব ব্যরিস্টার সারওয়াত সিরাজ, কোষাধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আল জহুর সপন, যুগ্ম সচিব  অ্যাডভোকেট হোসনে আরা হাসেম, ও যুগ্ম কোষাধ্যক্ষ জনাব মোজিবুর রহমান মৃধা উপস্থিত ছিলেন। সেবা ডট এক্সওয়াইজে এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রায়হান সামসি, সিইও আদনান ইমতিয়াজ হালিম, ‍সিওও ইলমুল হক সজীব প্রমুখ।

আজ ৩ নভেম্বর শনিবার সকাল ৮টায় গুলশান লেক পার্কে সেবা ডট এক্সওয়াইজেড ও গুলশান  সোসাইটির মধ্যে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। দৈনন্দিন জীবনের কাজকে সহজ করতে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সেবা ডট এক্সওয়াইজেড।

সেবা টিমের যাত্রা শুরু ২০১৬ সালের ২৯ জুলাই। বর্তমানে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন চার হাজারের বেশি পেশাজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তা,  যারা প্লাটফর্মের মাধ্যমে সেবা পৌঁছে দিচ্ছেন গ্রাহকের বাসায়। তাদের জীবনমান উন্নয়নে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে সেবা ডট এক্সওয়াইজেড।

সেবা ডট এক্সওয়াইজেড এর প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশের সব স্তরের মানুষের কাছে সেবা পৌঁছে দেয়া। এজন্যই আমরা নতুন পরিকল্পনা নিয়ে নতুনভাবে ব্র্যান্ডিং শুরু করেছি। বর্তমানে সমগ্র ঢাকা জুড়ে আমরা সেবাদান করছি। আশা করছি ২০১৯ এর মধ্যে আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়বে সারা দেশে। গুলশান সোসাইটির সঙ্গে চুক্তি সেই পরিকল্পনার একটি অংশ।’

 

Leave a comment