দেশের বৃহত্তম সার্ভিস মার্কেটপ্লেস Sheba.xyz তাদের গুলশানস্থ হেড কোয়ার্টার – এ আজ (০১ অক্টোবর ২০১৯) প্রথমবারের মতো উদযাপন করলো “সার্ভিস প্রোভাইডারস ডে”। সেবা প্ল্যাটফর্ম লিমিটেড – এর প্রায় ৩০ জন সার্ভিস প্রোভাইডার কোম্পানির উচ্চপদস্থঃ কর্মকর্তাদের সাথে এ আলোচনায় অংশগ্রহণ করেন।

সার্ভিস প্রোভাইডার ডে

অনুষ্ঠানের মূল আকর্ষণ, ‘আড্ডা উইথ আদনান’ – এ সার্ভিস প্রোভাইডাররা সেবা প্ল্যাটফর্ম লিমিটেড – এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আদনান ইমতিয়াজ হালিম – এর সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সার্ভিস প্রোভাইডাররা Sheba.xyz এবং তাঁদের ব্যবসার সার্বিক অগ্রগতি নিয়ে সরাসরি সিইও-র কাছে তাঁদের প্রশ্ন এবং মতামত উপস্থাপন করেন। Sheba.xyz কীভাবে তাঁদের ব্যবসায় সম্ভাবনার দুয়ার খুলে আরও ভালো সেবা প্রদানের মাধ্যম হিসেবে কাজ করেছে, সেটিও সার্ভিস প্রোভাইডাররা তুলে ধরেন। অ্যাপ ডেভেলপমেন্ট, ফিচার ও অফার, এবং কাস্টমার সার্ভিস থেকে সার্ভিস প্রোভাইডাররা ভবিষ্যতে কী আশা করেন, সেগুলোও তাঁরা ব্যক্ত করেন। সর্বোপরি, সার্ভিস প্রোভাইডাররা তাঁদের ব্যবসাটি অনলাইন, তথা ডিজিটালাইজেশন-এর আওতায় নিয়ে আসার মতো একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্ম দেয়ার জন্য Sheba.xyz এর সিইও-এর কাছে কৃতজ্ঞতা জানান।

সার্ভিস প্রোভাইডার ডে

মতবিনিময় সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য ঋণ সুবিধা গ্রহণের ব্যপারেও আলোচনা করা হয়। Sheba.xyz এর সিইও আশ্বস্ত করেন যে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড তাঁদের ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য সহজলভ্য এবং প্রয়োজনমাফিক ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সার্ভিস প্রোভাইডাররাও ক্ষুদ্র ঋণ-এর মাধ্যমে তাঁদের ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং বিস্তারের বিভিন্ন দিক তুলে ধরেন। মতবিনিময় সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সেবা সার্ভিস প্লাটফর্মের ভাইস প্রেসিডেন্ট শেখ তানভীর আহমেদ।

সেবা প্ল্যাটফর্ম লিমিটেড প্রতিমাসেই “সার্ভিস প্রোভাইডারস’ ডে” আয়োজন করতে বদ্ধ পরিকর। কোম্পানি আশা করে, পরবর্তী ‘আড্ডা উইথ আদনান’-এ আরও সার্ভিস প্রোভাইডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে।

Leave a comment