শীত আসি আসি করেও আসছেনা। অন্যদিকে শীতের আগমনকে অনেকটা বুড়ো আঙ্গুল দেখিয়েই ঢাকা শহরে বয়ে যাচ্ছে প্রকট তাপদাহ। অসহনীয় গরম, সারাদিনের ঘর্মাক্ত শরীর ও ধুলো – সব মিলিয়ে প্রতিদিন কাজের উদ্দেশ্যে বের হওয়াটাই যেন অসম্ভব। আর মাঝদুপুরে যদি দেখেন অফিসের এসি নষ্ট হয়ে গিয়েছে কিংবা সারাদিনের খাটনি শেষে রাতের শান্তির ঘুমের সময়ও যদি আবিষ্কার করেন এসির কলকব্জা বেঁকে বসেছে – তখন যে আপনি খিলখিল করে খুশিতে হাসবেন না তা আমরা খুব ভালো করেই জানি। হ্যাঁ, জানি আপনি সেই মুহূর্তে এসি ঠিক করাতে বদ্ধ পরিকর। তবে সংসার ও অফিসের হাজারো ব্যস্ততার মাঝে রাস্তার জ্যাম ঠেলে কিভাবে ও কোথায় খুঁজে পাবেন দক্ষ এসি মেকানিক? তাই Sheba.xyz নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে, এক্সপার্ট দ্বারা এসি রিপেয়ারিং সার্ভিস। কয়েকটা ক্লিক ও নিমিষেই এসি ঠিক। কি, বিশ্বাস হচ্ছেনা? চলুন দেখে আসি কিভাবে তা সম্ভব। প্রথমেই Sheba.xyz এর অ্যাপে ঢুকুন। হোম পেইজে গিয়েই দেখবেন অনেকগুলো সার্ভিস ক্যাটাগরি সুন্দর করে উল্লেখ করে দেয়া আছে। সেখান থেকে বেছে নিন “Appliance Repair”। এই “Appliance Repair” অপশনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে TV, Water Purifier, UPSসহ নানা যন্ত্রপাতি সারানোর ক্যাটাগরি দেয়া আছে। সেখান থেকে “AC Service & Repair” অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ঢুকে পেইজের একদম নিজে “See all” নামক অপশনটিতে চাপুন। অতঃপর এই অপশনটিতে ঢোকা মাত্রই “AC Gas Charge”, “AC Master Service”, “AC Basic Service” সহ আরও নানা অপশন খুঁজে পাবেন – যার মধ্যে থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার AC-র ঠিক কোন জিনিশটি ঠিক করতে চান। চাইলে আপনি একের অধিক অপশনও অর্ডার করতে পারবেন। হয়ে গেল সার্ভিস বেছে নেবার পালা। এবার আপনি নিশ্চিত করবেন সার্ভিসটি আপনি নিবেন কবে। আপনার বাছাইকৃত সার্ভিসগুলো বেছে নেবার পরপরই “Schedule Service” নামক একটি অপশন আসবে। সেখানে নিজের সুবিধা অনুযায়ী ঠিক করে নিন সার্ভিস নেয়ার দিন-তারিখ। এবার বেছে নেবার পালা আপনাকে সার্ভিসটি দিবে কে। তাই নীচে ক্লিক করুন “Select Partner” অপশনটিতে। সেখানে গিয়ে দেখতে পাবেন Sheba.xyz এ রেজিস্ট্রারকৃত নানা পার্টনারের নাম। প্রাক্তন কাস্টমারদের দেয়া রেটিঙের উপর বিবেচনা করে বেছে নিন আপনার পছন্দমত পার্টনার। এবার অ্যাপে চট করে আপনার বাসার ঠিকানা দিয়ে “Checkout” অপশনে ক্লিক করুন। সেখানে গিয়ে বেছে নিন আপনি নগদ টাকায় বিল পরিশোধ করবেন নাকি bKashএর মাধ্যমে। এবার বাকি আর মাত্র একটি ক্লিক – “Place Order”. ব্যাস শেষ! দেখলেন তো, সব মিলিয়ে লাগলো ৫ মিনিট! এভাবে এই মৌসুমে নিমিষেই করিয়ে ফেলুন এসি রিপেয়ার ও বাসা কিংবা অফিসে থাকুন স্বর্গীয় শান্তিতে। Sheba.xyz থাকতে আপনার আবার চিন্তা কিসের?

Leave a comment