সাধারণত, নিয়মিত যে সব কাপড় পড়া হয়, সেগুলো আমরা নিজেরাই সাধারনভাবে পরিষ্কার করে থাকি । তবে, দামী পোশাক যে গুলো ভারী ফেব্রিকের তৈরী বা গরম কাপড়গুলো ড্রাই ওয়াশের প্রয়োজন হয় । সেগুলো  ড্রাই ওয়াশ না করলে কাপড় যেমন উজ্জলতা হারায়, তেমনি সাবান-পানির সংস্পর্শে আপনার শখের জামাটি নষ্টও হয়ে যেতে পারে। অনেকের ভাবনা থাকে কোন ধরনের কাপড় ড্রাই ওয়াশ করা উচিত আর কোনগুলো নয় । আজ জেনে নিন ড্রাই ওয়াশ করার জন্য কোন ধরনের কাপড় উপোযোগী ।

ব্লেজার/ স্যুট:  ব্লেজার, স্যুট সবসময় পড়া হয় না, শীতকালে এগুলো পড়ার চাহিদা থাকে বেশি ।  এগুলো রেগুলার ওয়াশ করলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে তাই এগুলো পরিষ্কারের জন্য প্রয়োজন ড্রাই ক্লিনিং ।

বিয়ের পোশাক:  বিয়ের পোশাক সবচেয়ে কম পড়া হয়, অনেকে আবার জীবনে একবারই পড়ে থাকেন । হাজারো স্মৃতি বিজড়িত বিয়ের পোশাকটিও ড্রাই ক্লিন করে রাখুন, দীর্ঘদিন ভালো থাকবে।

পর্দা/চাদর:  সুতি কাপড়ের পর্দা ও বেডশীট গুলো নরমাল ওয়াশ করা যায়, তবে অপেক্ষাকৃত দামী বেডশীট ও পর্দার কাপড়ে ভারী ফেব্রিক থাকার কারনে সেগুলো ড্রাই ওয়াশের প্রয়োজন হয়।

শীতবস্ত্র: শীতে ঠান্ডা থেকে রক্ষা পেতে যে সব কাপড় ব্যবহার করা হয় যেমন – কম্বল, চাদর, শাল, সোয়েটার ইত্যাদি সারা বছর ব্যবহার করা হয় না । শীত চলে গেলে ড্রাই ওয়াশ করে রাখুন, সারা বছর ভালো থাকবে ।

Sheba.xyz এর সার্ভিসের মাধ্যমে আপনি পাচ্ছেন ঘরে বসেই এক্সপার্টদের দিয়ে সব ধরনের সার্ভিস। যেকোন প্রয়োজনে কল করুন ১৬৫১৬ এই নাম্বারে। 

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment