কাপড়ে দাগ লেগে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় । দেখা যায়, দাগ উঠাতে না পারলে শখের ড্রেসটিই পড়ার অনুপযোগী হয়ে পড়ে । সাধারন ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে বা নরমাল ওয়াশে কঠিন দাগ দূর করা সম্ভব হয় না!

কোনো কারনে  কাপড়ে দাগ পড়ে গেলে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব দাগ উঠানোর। জেনে রাখুন কাপড় থেকে দাগ দূর করার সহজ কিছু উপায় সম্পর্কে:

  • কাপড় থেকে চায়ের দাগ দূর করতে দাগ পড়া অংশটুকু তরল দুধে ১০ থেকে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন, এতে দাগ হালকা হয়ে আসবে । পরে সাধারণ ডিটারজেন্ট দিয়ে হালকা ঘষা দিলেই দাগ উঠে যাবে ।
  • সসের দাগ উঠাতে প্রথমেই ঠান্ডা পানি দিয়ে দাগের জায়গাটি ভালো করে ধুয়ে নিন । এবার লেবুর রস দিয়ে ঘষে পরিষ্কার করে নিন, দাগ উঠে যাবে ।
  • সাদা কাপড়ে অন্য কাপড়ের দাগ লাগলে প্রথমে শুধু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন । এরপর ভিনেগার দিয়ে ঘষে আবার কিছুক্ষন ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন ।
  • কালির দাগ লেগে গেলে না ঘষে সেখানে কিছু পরিমাণ টুথপেস্ট লাাগিয়ে নিন । ১৫/২০ মিনিট শুকানোর পর ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে নিন ।
  • বৃষ্টি বা কাঁদার দাগ কাপড়ে লাগলে ব্লিচিং পাউডার দিয়ে কাপড় পরিষ্কার করুন । দাগের জায়গায় ব্লিচিং পাউডার লাগিয়ে রাখুন কিছুক্ষন তারপর পানি দিয়ে ধুয়ে নিন ।
  • কাপড় থেকে হলুদের দাগ দূর করতে দাগের উপর কিছুটা গ্লিসারিন দিয়ে ঘষুন । তারপর কিছুক্ষন রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment