একটু গোছানো আর পরিপাটি ঘর মানেই প্রশান্তি! ঘর সুন্দর করে সাজাতে কতই না চেষ্টা! কেউ বিভিন্ন ধরনের শো-পিস দিয়ে ঘর সাজান আবার কেউবা নতুন আসবাবপত্র কিনে থাকেন। একটু লক্ষ্য করলেই দেখবেন যে, পর্দা পরিবর্তনের উপরও ঘরের অবয়ব অনেকটা নির্ভর করে ।

ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে বিভিন্ন ধরনের পর্দার ব্যবহার করা হয়ে থাকে । নেটের বা কটনের পর্দা, ভার্টিক্যাল ব্লাইন্ড, ক্রিস্টালের পর্দাসহ বিভিন্ন ধরনের পর্দার ব্যবহার লক্ষ্য করা যায় । আবার পর্দার ডিজাইনের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন বৈচিত্র‌্য, যেমন- কুচি বা প্লেইন ডিজাইন প্রভৃতি ।

তবে, সব রুমে ব্যবহারের জন্য সব ধরনের পর্দা মানানসই নয় । আবার পর্দার রঙ ও শেড নির্বাচনে ও খেয়াল রাখা জরুরী। সঠিক রং নির্বাচন না করলে পর্দা আপনার কাছে লাগতে পারে বেমানান । তাই রং নির্বাচনের জন্য নিচের বিষয়গুলোতে গুরুত্ব দিন ।

  • বেডরুমের জন্য হালকা শেডের পর্দা নির্বাচন করতে পারেন । নেটের পর্দা ব্যবহার করলে ঘরে প্রচুর আলো-বাতাস পাবেন ।
  • ড্রয়িং রুম বা বসার রুমের জন্য গাঢ় কালারের পর্দা নির্বাচন করুন । আপনি চাইলে সোফার কাভার ও পর্দার জন্য একই রং পছন্দ করতে পারেন ।
  • স্টাডি বা পড়ার রুমের জন্য ভার্টিকাল ব্লাইন্ড ব্যবহার করতে পারেন ।
  • বাচ্চাদের রুমে ব্যবহারের জন্য পছন্দ করুন ঝলমলে কালার ।
  • ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে থাকলে আলাদা করার জন্য ব্যবহার করতে পারেন বাহারি রঙের ক্রিস্টালের পর্দা ।
  • শীতকালে একটু ভারী কাপড়ের পর্দা ব্যবহার করলেও গরমে হালকা ফেব্রিকের পর্দা ব্যবহার করাই ভালো ।
    পর্দা দিয়ে আপনার ঘরকে করে তুলুন আরো বৈচিত্র‌্যময় ও আনন্দময় । আপনার দৈনন্দিন জীবনের সকল কাজকে সহজ করতে Sheba.xyz সবসময় আছে আপনার পাশেই । সেবায় থাকুন, নিশ্চিন্তে থাকুন ।

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment