বাংলাদেশে এই প্রথমেবারের মতো, প্রয়োজনীয় সরকারি সেবাগুলো পাওয়া যাচ্ছে Sheba.xyz ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রায় ৫০টিরও বেশি পরিষেবা যেমনঃ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি জনসাধারণের দোরগোরায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে Sheba.xyz এবং Access to Information (a2i) একসাথে কাজ করে যাচ্ছে।

বর্তমানে ঢাকা শহরের নির্বাচিত এবং প্রশিক্ষিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তাদের নিয়ে  কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। প্রায় ৮০০০ উদ্যেক্তাদের কর্মক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত করতে এই বছরের জুন মাস নাগাদ সকল বিভাগীয় পর্যায়ে এবং বছরের শেষ নাগাদ পুরো দেশব্যাপি সকল ডিজিটাল সেন্টারগুলোকে Sheba.xyz তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছে। এই ডিজিটাল সেন্টারগুলো দেশের বিভিন্ন ইউনিয়নের জনগণকে সরকারী পরিষেবা প্রদানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে। এই উদ্দ্যোগের মাধ্যমে সরকারী সেবা সমূহের পাশাপাশি Sheba.xyz এর অন্যান্য সার্ভিস গুলো যেমনঃ অ্যাপ্লায়েন্স মেরামত, প্লাম্বিং, রেন্ট এ কার  ইত্যাদিও জাতীয় হেল্পলাইন নম্বর, ৩৩৩ – এ কল করে পাওয়া যাবে।

A2i এবং Sheba.xyz এর এই মেলবন্ধন উপলক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল ২০৯, বিকেল ০৫.০০ ঘটিকায়, আইসিটি টাওয়ার,আগারগাঁওতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন A2i এর প্রকল্প পরিচালক, জনাব মুস্তাফিজুর রহমান, সাথে আরও উপস্থিত থাকবেন, A2i এর ই-সার্ভিস বিশেষজ্ঞ, জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, Sheba.xyz এর প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব আদনান ইমতিয়াজ হালিম এবং প্রধান পরিচালন কর্মকর্তা, জনাব ইলমুল হক সজীব।

একনজরেঃ

অনুষ্ঠান শুরুঃ বিকাল ৪ টা ৩০ মিনিট।
চুক্তি স্বাক্ষরঃ বিকাল ৫ টা।
প্রেস কনফারেন্সঃ বিকাল ৫টা ৩০ মিনিট।
বিকালের নাস্তা এবং সমাপ্তি ঃ  ৫টা ৪০ মিনিট।

Governments Services at Your Doorsteps!

For the first time in Bangladesh, Government Services are to be available through Sheba.xyz Digital Platform for the people across the country. Sheba.xyz is working with Access to Information (a2i) to bring more than 150 accessible government services (i.e. Passport, NID, Birth Certificate)  to people’s doorsteps.

This initiative is live with selected and trained Union Digital Center (UDC) entrepreneurs of Dhaka City. Through this Sheba.xyz will be enabling more than 8000 entrepreneurs to new working scopes by onboarding all the Digital Centers in Divisional Cities by June 2019 and all Digital Centers across the country by the end 2019 involving. These Digital Centers will be the main hub to provide government services even to the people of  several unions of the country. Additionally, all services of Sheba.xyz like Appliance Repair, Plumbing,Car Rental etc. will also be available through the national helpline number – 333 along with the government services.

A2i and Sheba.xyz will host a signing ceremony to inaugurate the initiation of this collaboration on the 24th of April at ICT Tower, Agargaon; from 05.00 PM onwards. Mr. Mustafizur Rahman, Project Director of a2i will be present as the Honorable Chief Guests with guest speakers including  Mohammad Ashraful Amin, a2i’s e-Service Specialist; Adnan Imtiaz Halim, CEO of Sheba.xyz and Ilmul Haque Sajib, COO of Sheba.xyz. You are cordially invited to attend the ceremony.

Arrival: 4.30 PM
MoU Signing: 5:00 PM
Press Conference: 5:30 PM
Closing & Refreshments: 5:40 PM

Leave a comment