শুরু হয়ে গেছে ধূলার মৌসুম। এর মধ্যেই চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। আজ ওয়াসা তো কাল ইন্টারনেট আইএসপি, অলিতে গলিতে চলছে কোন না কোন সরকারী বেসরকারী দপ্তরের মেরামতের কাজ। বাড়ি বানানোর ধূলা ময়লাতো আছেই।  আর আপনার বাসা যদি হয় মিরপুর তাহলেতো কথাই নেই। মেট্রোরেলের কাজ চলবে আরও অনেকদিন। ততদিন বেশ খানিকটা ঝামেলা পোহাতেই হবে। একদিনেই ধূলায় ধূসর রঙ ধারণ করেছে শখের গাড়িটি।

একটি গাড়ি অনেকের জীবনেরই অন্যতম বিনিয়োগ। তাই এই বিনিয়োগ কে নিয়মিত ঝকঝকে রাখতে সবাই কমবেশি চেষ্টা করি। কিন্তু সময়ের অভাবে এই কাজটি নিয়মিত করা অনেকটাই অবাস্তব। অফিস শেষে বাসায় ফিরে কাউকে সময় দিতে হয় পরিবারকে, আবার কাউকে মেইন্টেন করতে হয় করপোরেট পার্টি কিংবা বিয়ের দাওয়াত। এই বিয়ের মৌসুমে ধূলো ময়লা গাড়ি নিয়ে গেলে প্রেস্টিজের কি বাজে অবস্থাটাই না হবে!

কিন্তু কার ওয়াশে যাবার মত সময় পাচ্ছেন না? কিংবা কোথfয় করাবেন ওয়াশ তা ঠিক করতে পারছেন না? কোন চিন্তা নেই। গাড়ী ওয়াশ সহ যে কোন প্রয়োজনে শহরের যেকোনো জায়গা থেকে সহায়তা নিতে পারেন দেশের বৃহত্তম অনলাইন সার্ভিস মার্কেট Sheba.xyz অ্যাপের। সেরা, দক্ষ এবং ভেরিফাইড কার ওয়াশ সার্ভিসম্যান খুঁজে দিতে আমরা রয়েছি ঠিক আপনার পাশেই। এক অ্যাপেই এখন পাচ্ছেন দক্ষ ও ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার এবং ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট।

Leave a comment