পারিবারিক আয়োজনে রেন্টকার সার্ভিসে সন্তুষ্ট নাহয়েনিজেই গাড়ি ভাড়ায় ব্যবসা শুরু করেন আশিকুল আলম।

আশিকের উদ্যোক্তা হয়ে ওঠা অনলাইন সার্ভিস মার্কেট Sheba.xyz এর সাথে।  সম্প্রতি সেবা স্বপ্নবুননের সাথে আলাপচারিতায় তিনি আলোকপাত ছিলো নিজের প্রতিষ্ঠান  এর পথচলা নিয়ে।

আশিক বলেন, পরিবার নিয়ে একবার ঘুরতে বেড়াতে গিয়ে রেন্ট-এ-কারের সার্ভিস ভালো পাইনি। তখন চিন্তা করলাম যারা রেন্ট ব্যবসা করছে তাদের থেকে ভালো সেবা আমি দিতে পারি কিনা। এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিলো,”

ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার ছেলে আশিক ঢাকায় এসে কয়েক বছর চাকুরী করেছেন বেসরকারি প্রতিষ্ঠানে। এক সময়ে যখন উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন, তখন পাশে পেয়েছেন সেবা ডট এক্সওয়াইজেডকে।

আশিক বলেন, আমাদের প্রতিষ্ঠান এক্সপ্রেস সল্যুশন থেকে রেন্ট-এ-কারের পাশাপাশি অন-ডিমান্ড ড্রাইভার সেবা পাওয়া যায়। যে কেউ চাইলে চার ঘণ্টা থেকে শুরু করে পুরো সপ্তাহ জুড়ে ড্রাইভার নিয়োগ করতে পারবেন নিজের সুবিধা মতো ।

অন্যান্য সার্ভিস প্রভাইডারডের মত এক্সপ্রেস সলিউশনেও সেবা ম্যানেজার অ্যাপের মাধ্যমে গ্রাহকের অর্ডার গ্রহন ও ডেলিভারি দেয়া হয় বলে জানান তিনি।  বর্তমানে আশিকের প্রতিষ্ঠানে ১২ জন রিসোর্স (কর্মী) রয়েছে যাদের সবাই ম্যানেজার অ্যাপে সংযুক্ত আছেন।

ব্যবসা কেমন যাচ্ছে, এমন প্রশ্নে আশিক বলেন,  মাসে Sheba.xyz মাধ্যমে গড়ে দুই লাখ টাকার কাজ করছি। অনেক মাসে সাড়ে তিন লাখ পর্যন্ত গেছে।  আমার পরিকল্পনা আছে রিসোর্স বাড়ানোর। আগামী এক বছরের মধ্যে আমাদের রিসোর্স সংখ্যা হবে পঁচিশজন। আয়ও বাড়বে আশা করছি |

রেন্ট-এ-কারের পাশাপাশি বাসাবাড়ির কাজ, বিউটি সার্ভিস, লন্ড্রি সার্ভিস, ক্লিংনিং সার্ভিস, ইলেকট্রিক সার্ভিসিংয়ের মত পরিসেবা পাওয়া যায় অনলাইন সার্ভিস মার্কেট Sheba.xyz । গ্রাহক বাসায় বসেই।খুব সহজেই পাচ্ছেন এসব সেবা ইন্টারনেট অথবা একটি ফোন কলে।

Sheba.xyz কাছ থেকে কোনো সার্ভিস নিতে গেলে অবশ্যই তা মোবাইল অ্যাপ বা সাইটের মাধ্যমে অর্ডার দিতে হবে।  এরপর Sheba.xyz সেই অর্ডারটি কনফার্ম করবে সেবাগ্রহীতাকে। তার বাসা বা অফিসের ঠিকানায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লোক পৌঁছে যাবে সেবার পক্ষ থেকে।

সমস্যা সমাধান হয়ে গেলে হাতে হাতে অথবা বিকাশ, রকেটের মাধ্যমেও বিল পরিশোধ করতে পারবেন সেবা গ্রহীতা। বর্তমানে সেবা ডটএক্সওয়াইজেড এমন নিবন্ধিত কর্মীর সংখ্যা রয়েছে চার হাজারের বেশি।

Leave a comment