যুগের ফ্যাশনের সাথে তাল মিলিয়ে হেয়ার কালারে ও এসেছে অনেক বৈচিত্র্য । বিভিন্ন ধরনের হেয়ার কালার তরুণীদের ফ্যাশনে নি:সন্দেহে নতুন মাত্রা যোগ করে । তবে, মহিলাদের অনেকেই পাকা চুল থেকে মুক্তি পাওয়ার জন্য ও হেয়ার কালার ব্যবহার করে থাকেন । সেজন্য, অনেকে আবার চুলে মেহেদী ও ব্যবহার করে থাকেন ।

সঠিক হেয়ার কালার নির্বাচন নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকে । বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ও দামের কালার কিনতে পাওয়া যায় । জনপ্রিয় ব্র্যান্ডসমূহের মধ্যে Garnier, Loreal Paris, Wella, Revlon অন্যতম । আপনার ত্বকের ও চুলের শেডের সাথে মিল রেখে বেছে নিতে পারেন হালকা অথবা গাঢ় রঙের যে কোন হেয়ার কালার ।

পার্লারে যেয়ে হেয়ার কালারের খরচ বেশি মনে হলে বাসাতেই করে ফেলুন হেয়ার কালার । তবে হেয়ার কালার চুলে লাগানোর সময় কিছু সতর্কতা বিষয়ক টিপস নিয়ে নিলে, ঘরে বসেই পেতে পারেন আপনার কাঙ্খিত হেয়ার কালারটি।

  • পরিষ্কার চুুলে হেয়ার কালার অ্যাপ্লাই করতে হবে, সেজন্য আগে থেকেই চুল শ্যাম্পু করে পরিষ্কার রাখতে পারেন ।
  • বার বার হেয়ার কালার করলে চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাই হেয়ার কালার কিছুদিন অন্তর অন্তর করা উচিত ।
  • হেয়ার কালারের কারনে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তাই নিয়মিত হেয়ার ট্রিটমেন্ট প্রয়োজন ।
  • বাজারে হেয়ার কালার প্রটেক্টেড শ্যাম্পু ও কন্ডিশনার কিনতে পাওয়া যায়, সেগুলোও ট্রাই করতে পারেন ।
  • সুস্থ চুলে হেয়ার কালার করলে হেয়ার ড্যামেজ কম হওয়ার সম্ভাবনা থাকে, রুক্ষ ও শুষ্ক চুলে হেয়ার কালার করলে ড্যামেজের আশঙ্কা বেড়ে যায় ।
  • প্রাকৃতিক উপায়ে হেয়ার কালার করলে চুলের ক্ষতি অনেকাংশেই কমে যায় এবং চুল ও ভালো থাকে ।
  • ঘরে বসে হেয়ার কালার করতে চাইলে কালার করার ‍পূর্বে সাথে দেয়া নির্দেশনাটি পড়ে নিন ভালো করে ।

সঠিক হেয়ার কালারটি বেছে নিন, চেহায়ার নিয়ে আসুন নতুন লুক আর চুলকে রাখুন সুন্দর । হেয়ার কালার, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট বা সৌন্দর্য বিষয়ক যে কোন সেবা অনলাইনে বুক করতে চাইলে sheba.xyz থেকে দেখে নিতে পারেন আপনার পছন্দের বিউটি সার্ভিসটি ।

Service app in Bangladesh- Sheba.xyz

Leave a comment