শীতে খুশকির সমস্যা!

শীতকালে খুশকির সমস্যা একটু বেশিই হয়ে থাকে । খুশকির সমস্যা দূর করতে সপ্তাহে কমপক্ষে ২ থেকে ৩ দিন চুলের নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন । জেনে নিন প্রাকৃতিক উপায়ে খুশকি বা ড্যানড্রাফ থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ উপায় সম্পর্কে:

  • নারকেল তেল ও লেবুর রস: লেবুর রস খুশকি দূর করতে সাহায্য করে আর নারকেল তেল চুলের জন্য উপকারী । নারকেল তেল ও লেবুর রস একসাথে মিশিয়ে চুলের গোড়ায় মাসাজ করে ২০ মিনিট রেখে দিন । আপনার চুলের উপোযোগী শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন ।

  • মেথি দানা: মেথি সারারাত পানিতে ভিজিয়ে সকালে ব্লেন্ডারে বা পাটায় বেটে পেস্ট করে নিন । এরপর চুলে দিয়ে লাগিয়ে রাখুন প্রায় ১ ঘন্টা । এরপর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন ।

  • টক দই: ১ কাপ টক দই নিয়ে ভালো করে মাথার স্কাল্প ও চুলে লাগিয়ে নিন । তারপর ১ ঘন্টা পর ভালোভাবে শুকালে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন, চুল থেকে খুশকি দূর হবে ।

  • বেকিং সোডা: বেকিং সোডাও খুশকি দূর করতে অনেক উপকারী।বেকিং সোডা পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে ভেজা চুলে লাগিয়ে নিন । এরপর ২/৩ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন ।

  • টি ট্রি অয়েল: খুশকি দূর করতে আরো ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল । এটি কয়েক ফোঁটা স্কাল্পে দিয়ে ৫ মিনিটের মতো রেখে দিন । তারপর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন ।

  • অ্যাপল সিডার ভিনেগার: পানি ও অ্যাপল সিডার ভিনেগার একত্রে মিশিয়ে রেখে দিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে চুল পরিষ্কার করে নিন ।

  • মেহেদীর প্যাক: মেহেদী গুঁড়ার সাথে চায়ের লিকার, দই ও লেবুর রস একসাথে মিশিয়ে পেস্ট তৈরী করে নিন । এই পেস্টটি পুরো চুলে লাগিয়ে রেখে দিন প্রায় ২ ঘন্টার মতো । এরপর শুকালে পানি দিয়ে পরিষ্কার করে নিন ।

 

পার্লারে যেয়ে ড্যানড্রাফ ট্রিটমেন্ট করা ব্যয়বহুল মনে হচ্ছে! Sheba.xyz আপনাকে দিচ্ছে ঘরে বসেই বিউটি সার্ভিস উপভোগ করার দারুন সুযোগ যা আপনার সাধ্যের মধ্যেই । তাহলে আর দেরী কেন, Sheba.xyz থেকে আজই অর্ডার করুন হেয়ার ট্রিটমেন্ট!

Leave a comment