Tender submission by sBusiness

পৃথিবীর সকল ব্যবসা প্রতিষ্ঠানেরই  নিজেদের প্রয়োজনে অন্যদের সহযোগিতার প্রয়োজন হয়। যারা এসব সহযোগিতা করে থাকে তাদেরকে সার্ভিস প্রোভাইডার বলা হয়ে থাকে।

একটা উদাহরণ দিয়ে বোঝা যাক।

ধরুণ, একটা ইলেক্ট্রনিক্স কোম্পানি তাদের নিজেদের অফিসের জন্য ১০০০ পিস মগ এবং ৫০০ পিস কলম প্রয়োজন, যেখানে তাদের কোম্পানির লোগো থাকতে হবে। এখন ইলেক্ট্রনিক্স কোম্পানি যেহেতু মগ কিংবা কলম তৈরি করে না, তাই এই প্রয়োজন মেটাতে প্রতিষ্ঠানকে সাহায্য নিতে হবে সার্ভিস প্রোভাইডারের, যারা তাকে এসব সাপ্লাই দেবে।

ব্যবসা প্রতিষ্ঠানের এসব দুশ্চিন্তা দূর করার জন্যই sBusiness তাদের অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে টেন্ডার সার্ভিস সুবিধা।

টেন্ডার কি?

sBusiness-এর মাধ্যমে যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসায়ের নিজস্ব প্রয়োজনের কথা জানাতে পারবে।

কোন ব্যবসা প্রতিষ্ঠানের যদি ১০০০ পিস টি-শার্ট প্রয়োজন হয়, তখন সেটা এখানে বিস্তারিত জানালেই হবে। যেমন, টি-শার্ট কোন কাপড়ের হবে, কালার, সাইজ, ফেব্রিক কি হবে, কলার থাকবে কি না, লোগো কয়টা বসবে, লোগোর কালার কয়টা ইত্যাদি।

এই লিস্ট দেখে ১০০০ পিস টি-শার্ট সাপ্লাই দেবার জন্য সার্ভিস প্রোভাইডাররা তাদের কোটেশন সাবমিট করবে।

সার্ভিস প্রোভাইডারদের এই কোটেশন দেখে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১০০০ পিস টি-শার্ট এর বর্তমান বাজারদর সম্পর্কে ধারণা পাবে। তারপর সে তার পছন্দমতো যেকোন এক সার্ভিস প্রোভাইডারকে দুশ্চিন্তা ছাড়াই তার কাজ প্রদান করতে পারবে।

sBusiness এর মূল লক্ষ্যই ব্যবসা প্রতিষ্ঠানের দুশ্চিন্তা ও পরিশ্রম লাঘব করা। তাই এই টেন্ডার ওয়েবপেজ ব্যবসা প্রতিষ্ঠান এবং সার্ভিস প্রোভাইডারদের মাঝে সরাসরি সম্পর্ক স্থাপনের একটা প্ল্যাটফর্ম।

টেন্ডার পেইজ

ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের যেসকল প্রয়োজনের কথা sBusiness এর মাধ্যমে জানাবেন, সেসব চাহিদা সার্ভিস প্রোভাইডাররা টেন্ডার পেইজে দেখতে পারবেন। আর তার ভিত্তিতেই সার্ভিস প্রোভাইডাররা তাদের কোটেশন এখানে সাবমিট করবেন।

টেন্ডার পেইজ শুধুমাত্র সার্ভিস প্রোভাইডারদের প্ল্যাটফর্ম।

টেন্ডারের লিস্ট দেখতে ক্লিক করুন এখানে: https://business.sheba.xyz/tender/list

সার্ভিস প্রোভাইডারদের ধরণ

টেন্ডারের ধরণ অনুযায়ী সকল সার্ভিস প্রোভাইডার তাদের কোটেশন সাবমিট করতে পারবেন। মূলত, এখানে সার্ভিস প্রোভাইডারদের দুইভাগে ভাগ করা হয়েছে।

  • ভ্যারিফাইড সার্ভিস প্রোভাইডার
  • ইনভাইটেড সার্ভিস প্রোভাইডার

ভ্যারিফাইড সার্ভিস প্রোভাইডার

ভ্যারিফাইড সার্ভিস প্রোভাইডার হতে হলে sManager অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা sManager ওয়েবসাইটে (https://www.smanager.xyz/register) গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেখানে সার্ভিস প্রোভাইডারকে ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা শেষ হলে sBusiness-এর হটলাইন নম্বর ১৬৫১৬ থেকে একটা কল করা হবে। সার্ভিস প্রোভাইডারকে কনফার্ম করতে হবে যে তিনি sBusiness-এর ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার হতে চান।

সুবিধা

সাধারণত, ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন।

  • বিজনেস সল্যুশন টিমের সাথে কাজ করার সুযোগ।
  • কাজ খোঁজার কোন চিন্তা নেই। টেন্ডারের এই পেইজ বিভিন্ন কাজের সন্ধান এনে দিবে।
  • সার্ভিসের মূল্য ফিক্সড। তাই মূল্য নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।
  • ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে দুশ্চিন্তার সুযোগ নেই।
  • ব্যাংক লোনের সুবিধা রয়েছে।
  • সার্ভিস প্রোভাইডারের ড্যাশবোর্ডে নিজেদের কাজের সকল তথ্য দেখতে পাবেন।

ইনভাইটেড সার্ভিস প্রোভাইডার

sBusiness মাধ্যমে ক্লায়েন্ট তার পছন্দের কোন সার্ভিস প্রোভাইডারকে ইনভাইট করলে, সেই সার্ভিস প্রোভাইডারের মোবাইলে ম্যাসেজ চলে যাবে। সেখান থেকে থেকে সার্ভিস প্রোভাইডার টেন্ডার ওয়েবপেজে তার কোটেশন সাবমিট করতে পারবে।

যেহেতু, এই সার্ভিস প্রোভাইডারটি sManager অথবা পার্টনার পোর্টালে কোন অ্যকাউন্ট খুলেননি, তাই তাকে ইনভাইটেড সার্ভিস প্রোভাইডার হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে তিনি ড্যাশবোর্ডের কোন তথ্য কিংবা sManager এর ভ্যারিফাইড সার্ভিস প্রোভাইডারদের মতো বিশেষ সুবিধা পাবেন না।

সুবিধা

  • কাজ শেষে যথাসময়ে তার পারিশ্রমিকের নিশ্চয়তা
  • যেহেতু নির্দিষ্ট কাজের জন্য ইনভাইট করা হবে, তাই শুধুমাত্র ঐ কাজের পারিশ্রমিকই পাবেন।

এছাড়া, টেন্ডারের ধরণ যদি ওপেন টেন্ডার হয়, অর্থাৎ যদি ক্লায়েন্ট শুধুমাত্র ভেরিফাইড ভেন্ডর দিয়ে কাজ না করিয়ে যেকোনো ভেন্ডরকে দিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যেকোনো ভেন্ডর ঐ নির্দিষ্ট কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কোটেশন সাবমিট করতে পারবেন।

sBusiness-এর এই টেন্ডার সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সার্ভিস প্রোভাইডারদের খুঁজে পাওয়া এবং তাদের কোটেশন নিয়ে তুলনা করতে পারার কাজকে আরও বেশি সহজ করে তুলেছে।

ঠিক একইসাথে টেন্ডার সকল সার্ভিস প্রোভাইডারদের কাজ খুঁজে পাওয়া থেকে শুরু করে ন্যায্য প্রাপ্য যথাসময়য়ে বুঝে পাবার আস্থার জায়গা তৈরি করেছে।

টেন্ডারের লিস্ট দেখতে ক্লিক করুন এখানে: https://business.sheba.xyz/tender/list

Leave a comment