বিশ্বব্যাপী করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পরায় এর প্রভাব পরতে শুরু করেছে বাংলাদেশেও। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি মাঝারী ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এক সমীক্ষায় দেখা গেছে দেশে মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়ের সংখ্যা প্রায় ৮০ লক্ষ। করোনাভাইরাস সংকটে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কম-বেশি সব গুলো প্রতিষ্ঠানই।

দেশের অর্থনৈতিক ভারসাম্য আনয়নকারী এসব মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে দেশের সব থেকে বড় অনলাইন মার্কেটপ্লেস Sheba.xyz, দ্য ডেইলি স্টার ও দৈনিক সমকাল একটি সোশ্যাল ইনিশিয়েটিভ নিয়েছে Mission Save Bangladesh

Mission Save Bangladesh দুঃস্থ অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিনামূল্যে বিতরণের পাশাপাশি মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্নভাবে সহায়তা করছে। সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর অফিস প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট sBusiness এই ইনিশিয়েটিভ-এ সম্পৃক্ত হয়ে মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট দিচ্ছে বিভিন্নভাবে। এমপ্লোয়িরা যাতে বাসা থেকে কাজ করতে পারে এমন এমপ্লোয়ি ইফিসিয়েন্সি ম্যানেজমেন্ট টুল বিনামূল্যে সরবরাহ করেছে sBusiness, সেই ধারাবাহিকতায় এইবার মাঝারী ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য sBusiness নিয়ে এসেছে চার্জ ছাড়াই ১ মাসের বান্ডেল SMS OBD (On Bound Dialers) সার্ভিস (পাওয়ার্ড বাই কার্নিভাল ইন্টারনেট)।

বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠানের মত মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও তাদের গ্রাহকদের প্রতি কেয়ারফুল ও রিলেশনশিপ তৈরি করতে চায়। তারা চায়, করোনাভাইরাস সম্পর্কে তাদের গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করতে, কিন্তু অর্থনৈতিক মন্দা ও সংকটকালীন ভবিষ্যতের কথা ভেবে হয়ত অনেকেই তা বাস্তবায়ন করতে পারে না। ব্যবসায়ীদের এই মন্দা পরিস্থিতির কথা চিন্তা করে sBusiness, Mission Save Bangladesh-এর মাধ্যমে দিচ্ছে চার্জ ছাড়া বান্ডেল SMS OBD। যেকোনো মাঝারী বা ক্ষুদ্র ব্যবসায়ী করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো ম্যাসেজ তার সব গ্রাহককে পাঠাতে পারবে বিনামূল্যে এপ্রিল ১ থেকে ৩০ তারিখ এর মধ্যে, এক মাসের জন্য। কোনো প্রতিষ্ঠান যদি ১ মাস পরেও বান্ডেল SMS OBD নিতে চায় সেক্ষেত্রে থাকছে ৫০% ডিসকাউন্ট।

যেহেতু, ৩০ এপ্রিল এর পরেও এই সার্ভিসটির প্রয়োজন থাকতে পারে, তাই পরের মাসে এই সার্ভিসগুলোতে থাকছে ৫০% ডিসকাউন্ট।

তাই, দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন

bit.ly/sBusinessCarnival  

বিস্তারিত জানতে কল করুন ০১৮৪৭ ২৭১৬৫৭-এ।

ভিজিট: www.sBusiness.xyz

Leave a comment