ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশের ইনস্যুরেন্স কোম্পানি-গুলোর মাঝে একটি সুপ্রতিষ্ঠিত নাম। বিগত ৩৫ বছর সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে তাঁরা। 

বিগত  ২২ ফেব্রুয়ারি, ২০২০ রাজধানীর তেজগাঁও-এর ‘ফিনিক্স টাওয়ার’-এ আয়োজিত হোলো ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ‘অ্যানুয়াল ব্র্যাঞ্চ কনফারেন্স ২০২০’। কনফারেন্স-এ ফিনিক্স গ্রুপ-এর সাবেক চেয়ারম্যান জনাব দীন মোহাম্মদ-এর উপস্থিতিতে ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ৩১ জন ব্র্যাঞ্চ ম্যানেজার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই কনফারেন্স-এর সার্বিক আয়োজনে ছিলো sheba.xyz/business। 

Finix

sBusiness এই পুরো ইভেন্ট-এর স্টেজ ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন, সাউন্ড ম্যানেজমেন্ট, লাইভ মিউজিক, ক্লিনিং, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট, ক্যাটারিং থেকে শুরু করে সব ধরণের লজিস্টিক সাপোর্ট আয়োজন করে। ফলে, ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর পদস্থ কর্মকর্তাদের ইভেন্ট সংক্রান্ত কোন ঝামেলা পোহাতে হয়নি। 

উল্লেখ্য, ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, sBusiness-কে কাজ দেয়ার পুরো প্রক্রিয়াটি অনলাইনে (sheba.xyz/business) থেকেই সম্পন্ন করে। ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইট-এ সঠিকভাবে তাঁদের প্রতিটি প্রয়োজন অনুযায়ী রিকোয়েস্ট ফর পার্চেস (আর.এফ.কিউ.) বিড করে। sBusiness সেই আর.এফ.কিউ.-এর ভিত্তিতে তাঁদের ১,০০০-এরও বেশি সার্ভিস প্রোভাইডার-দের মাঝে থেকে বেস্ট সার্ভিস প্রোভাইডার-দের বেছে নিয়ে সার্বিক আয়োজন নির্দিষ্ট সময়েই সম্পন্ন করে। 

এই আয়োজন সম্পর্কে ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মোঃ জামিরুল ইসলাম বলেন,

“sBusiness টিম-কে অসংখ্য ধন্যবাদ, সবকিছু চমৎকারভাবে আয়োজন করার জন্য। এটি কেবলমাত্র ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ইভেন্ট ছিলো না, সেবা বিজনেস টিম-ও এই ইভেন্ট-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো এবং আমরা তাঁদের থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করতে পারবো বলে আমার বিশ্বাস।”

সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর ভাইস-প্রেসিডেন্ট ইসা আবরার আহমেদ এ প্রসঙ্গে বলেন,

“একটি ইভেন্ট ভালোভাবে আয়োজনের জন্য প্রফেশনাল সার্ভিস-এর প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি। আর সবকিছু ভালভাবে আয়োজনের ব্যাপারে আমাদের উপর আস্থা রাখার জন্য ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।” 

Leave a comment