ময়লা ও অপরিষ্কার পরিবেশ থেকে রোগ জীবানুর উৎপত্তি! সেজন্য বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও  দূষণমুক্ত রাখা প্রয়োজন। ক্লিনিং বলতে আমরা বুঝি পরিষ্কারের জন্য যা ই করা হয় সেগুলোকে । তবে প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা দু’ভাবে পরিষ্কার করে থাকি – একটি হলো রেগুলার ক্লিনিং যা প্রতিদিনের প্রয়োজনে করা আবশ্যক, আর একটি হলো ডিপ ক্লিনিং, যেটি সাধারণত সপ্তাহে বা মাসে একবার করা হয় ।

Regular Cleaning:

নিত্য প্রয়োজনে যেসব জিনিস ব্যবহার করা হয়, সেগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন । প্রতিদিন  আমরা সাধারনভাবে এবং দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার সম্পন্ন করতে চাই । দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যে কাজগুলো না করলেই নয়, জেনে নেওয়া যাক তেমনই কিছু ক্লিনিং সম্পর্কে।   

Floor/Tiles Cleaning

  • ফ্লোর ক্লিনিং নিয়মিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বেডরুম, ড্রয়িং রুম ও বারান্দার ফ্লোর ঝাড়ু দেয়া, পানি দিয়ে মোছা রেগুলার ফ্লোর ক্লিনিং এর মধ্যে পড়ে । বাজারে বিভিন্ন দামের ও মানের মপিং ব্রাশ পাওয়া যায়, এতে পরিশ্রম কম হয়।Furniture Cleaning
  • ফার্নিচার ক্লিনিং এর মধ্যে পড়ে ডাইনিং টেবিল, টি টেবিল, সাইড টেবিল, সোফা, আলমারি বা কাপবোর্ড পরিষ্কার । শুকনো কাপড় দিয়ে প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করা প্রয়োজন। এর জন্য দিনে যে কোন ফ্রী টাইম বেছে নিতে পারেন।

    Kitchen Cleaning:

  • কিচেনে যেহেতু প্রতিদিন রান্না ও রান্নার অন্যান্য কাজ করা হয়, তাই প্রতিদিন ময়লাও হয় অনেক বেশী । নিয়মিত কিচেন পরিষ্কার করা ও অত্যন্ত জরুরী। কিচেন সিঙ্ক ও বেসিনের আশপাশ, স্টোভ ও তার পাশের জায়গা নিয়মিত পরিষ্কার না করলে হলদেভাব থেকে যাবে ।

Deep Cleaning:

প্রতিদিন ঘর পরিষ্কার করা হলেও ঘর পরিচ্ছন্ন দেখায় না মনের মতো! তাছাড়া, বাসায় মেহমান বা কোন অনুষ্ঠানের আগেও প্রয়োজন হয় ডিপ ক্লিনিং । সেজন্য প্রয়োজন সপ্তাহে ১ বার  ডিপ ক্লিনিং বা ভালোভাবে পরিষ্কার। এজন্য প্রয়োজন বেশি সময়ের, সপ্তাহের যে কোন ছুটির দিন বেছে নিতে পারেন । এতে আপনি পরিবারের সদস্যদের ও সহযোগিতা পেয়ে যাবেন ।

  • ডিপ ক্লিনিং এর মধ্যে পড়ে দরজা, জানালা ও থাই গ্লাস পরিষ্কার, হোম অ্যাপ্লায়েন্স/কিচেন অ্যাপ্লায়েন্স পরিষ্কার, ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পরিষ্কার, ওয়াশরুম ও  পরিষ্কার, সিড়ি বা ছাদের কমন স্পেস পরিষ্কার, কার্পেট পরিষ্কার ইত্যাদি । এক কথায়, ঘরের কোন কোণায় যেন ধুলো যেন জমে না থাকে, তাই ডিপ ক্লিনিং এর প্রয়োজন হয় ।
  • ক্লিনিং সার্ভিসের জন্য বিভিন্ন অনলাইন সার্ভিস কোম্পানি রয়েছে, চাইলে বিভিন্ন প্রফেশনাল ক্লিনারদের ও সহায়তা নিতে পারেন । তবে ডিপ ক্লিনিং করানোর খরচ রেগুলার ক্লিনিং এর চেয়ে একটু বেশী । তাই সেবা নেওয়ার আগেই জেনে নিন আপনি ডিপ ক্লিনিং এ কী কী সার্ভিস পাচ্ছেন বা তারা ক্লিনিং এর জন্য কী কী উপাদান সরবরাহ করছে, আপনার প্রয়োজনীয়তার সাথে মিলিয়ে নিন ।

নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিচ্ছন্নতার বিকল্প নেই! তবে, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সময় না পেলে কাজটি করিয়ে নিতে পারেন পেশাদার ক্লিনারদের দিয়েও । Sheba.xyz তে অন ডিমান্ড ক্লিনার, ডিপ ক্লিনিং ও লাইট ক্লিনিং সার্ভিস থেকে বেছে নিন চাহিদামতো আপনার পছন্দের ক্লিনিং সার্ভিসটি

Service app in Bangladesh- Sheba.xyz

Leave a comment