ঘরে নতুন রঙ মানেই নতুন আনন্দ । আপনার পুরনো বাড়ির রূপ পুরো পাল্টে ফেলতে পারে নতুন রঙ। তবে ঘরকে শুধু মনের মাধুরী মিশিয়েই রঙ করলে কিন্তু হবে না, আপনাকে জানতেও হবে কোন রঙের কি প্রভাব পড়বে আপনার ঘর জুড়ে । তাই চলুন জেনে নেই কি কি রঙে কেমনভাবে আপনি রাঙাতে পারেন আপনার ঘর –

 

হলুদ

হলুদ হচ্ছে প্রকৃতির আনন্দের রঙ। যদি আপনার ঘরকে প্রকৃতির কাছাকাছি নিতে চান তাহলে ব্যবহার করুন এই রঙটি। বারান্দার দেয়ালেও বেশ মানাবে উজ্জ্বল হলুদ রঙ।

 

কমলা

মূল রঙ কমলা হলে তা চোখে লাগতে পারে, তাই পার্শ্ববর্তী রঙ হিসেবে এই রঙ বেছে নিন। ডাইনিং রুম, রান্নাঘর বা বাচ্চাদের রুমের জন্য কমলা বেছে নিতে পারেন।

 

সবুজ

সবুজ মানেই প্রশান্তির রঙ। হলঘর বা বাড়ির প্রবেশমুখে লাগাতে পারেন এই রঙটি।

 

লাল

লাল রঙ হচ্ছে  শক্তি ও ক্ষমতার প্রতীক । কোনো জায়গাকে উষ্ণতা দিতে ব্যবহার করতে পারেন এই রঙ। বাসার ডাইনিং-এ বেশ মানিয়ে যায় এই রঙটি।

 

নীল

শীতল শান্তির অনুভূতির রঙ হচ্ছে নীল । শোবার ঘরে বেশ মানিয়ে যায় নীল। এছাড়া বাথরুমেও  শীতল অনুভূতি আনতে নীল বেছে নিতে পারেন।

 

বেগুনি

বেগুনি হচ্ছে আভিজাত্য ও বিলাসিতার রঙ । লিভিং রুম বা মাস্টার বেডরুমের জন্য দারুণ একটি রঙ এটি।

 

সাদা

কোন জায়গাকে বড় দেখাতে হলে সাদা রঙ ব্যবহার করবেন । আপনার বাসায় যে ঘরটা একটু ছোট মনে হয়, সে দেয়ালে দিতে পারেন সাদা রঙ।

 

ঘর রাঙানোর সবচেয়ে সুন্দর ফর্মুলা হচ্ছে যে কোন একটি রঙ বেছে নেওয়ার বদলে তিনটি রঙ বেছে নিবেন। দেয়াল বা ফ্লোরের জন্য বেছে নিন প্রকৃতির কাছাকাছি কোন রঙ। আর আসবাবগুলোকে দিন শীতল রঙ। ঘর সাজানোর বাকি জিনিসগুলোর জন্য ব্যবহার করতে পারেন উজ্জ্বল রঙ। এতে ঘরে আসবে থাকবে চমৎকার এক ধরণের বিচিত্রতা। আর ঘরের রঙ পাল্টানোর ছুটোছুটি করার কথা ভেবে যদি খুব ঝামেলা মনে হয়, তাহলে ঘরে থেকেই অর্ডার করুন Sheba.xyz-এর হোম রেনভেশনের সার্ভিস।  আপনার দেয়া সময়মত রংমিস্ত্রি পৌঁছে যাবে আপনার ঘরে। চোখ বন্ধ করে নিশ্চিন্তে আপনি বদলে ফেলতে পারবেন আপনার ঘরের রঙ, কোন ঝামেলা ছাড়াই।

ঘরের রূপ ঘরে বসেই পাল্টাতে Sheba.xyz অ্যাপ ডাউনলোড করুন : http://bit.ly/ShebaApp

যে কোন তথ্যের প্রয়োজনে যে কোন সময় কল করুন ১৬৫১৬ ।

 

 

 

Leave a comment