শীতকাল বেড়াতে যাওয়ার উপযুক্ত সময় । বেড়াতে যাওয়ার আগে প্রস্তুতি ২/১ দিন আগে নিলে ভ্রমনের সময়  কোন ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে । দূরে ভ্রমনের জন্য কমপক্ষে ১ সপ্তাহ অথবা দেশের বাইরে হলে এক মাস আগে পরিকল্পনা ও প্রস্তুতি নেয়া প্রয়োজন। জেনে নিন বেড়াতে যাবার আগ প্রস্তুতি নিয়ে কিছু প্রয়োজনীয় পরামর্শ:

  • প্রথমেই ভ্রমনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস যেমন –  পাসপোর্ট, ভিসা, টিকেট ও আপনার ব্যাক্তিগত তথ্যের জন্য পরিচয়পত্র ইত্যাদি গুছিয়ে নিজের কাছে রাখুন।
  • পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে ট্র্যাকিং এর জন্য স্পোর্টস শু, ক্যাপ, গ্লাভস এবং আরামদায়ক পোশাক সঙ্গে নিন ।
  • ছোট ছোট অনেকগুলো ব্যাগ না নিয়ে চেষ্টা করুন একটি বড় ব্যাগে সবকিছু একবারে গুছিয়ে নিতে । এতে জিনিসপত্র হারাবার ঝুঁকি কম থাকে ।
  • অনেক সময় ছোটোখাটে দুর্ঘটনায় হাতের কাছে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না । এজন্য জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য একটি ফার্স্ট এইড বক্স ও প্রয়োজনীয় ওষুধ রাখুন সাথে ।
  • ভ্রমনের সময়টিতে নির্দিষ্ট স্থানে পৌছানো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সাথে রাখুন ।
  • ফোন, ক্যামেরা, চার্জার, লাইট, পাওয়ার ব্যাঙ্ক এগুলো ট্রাভেল ব্যাগে নিতে পারেন ।
  • যেখানে যাবেন সেই জায়গা ও তার আশেপাশের এলাকা  সম্বন্ধে ভালোভাবে জেনে নিন । সম্ভব হলে বন্ধুদের সহায়তা নিন ।
  • বেড়ানোর জন্য প্রয়োজনীয় নগদ অর্থ ছাড়াও অতিরিক্ত ক্যাশ সঙ্গে রাখুন ।
  • ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমন করলে, গাইডের কাছে থেকে আগেই জেনে নিন ভ্রমনের বিস্তারিত তথ্য ।

যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে নিজেকে রিফ্রেশ করার জন্য ভ্রমন প্রয়োজন । সাগর, পাহাড় বা বন যেখানেই যান না কেন আপনার ভ্রমন হোক সুন্দর আর আনন্দময়!  ডাউনেলোড করে নিন Sheba.xyz এর অ্যান্ড্রয়েড অ্যাপ আর নিয়ে নিন যে কোন সমস্যার সহজ সমাধান ।

Service app in Bangladesh- Sheba.xyz

Leave a comment