ছেলেরা নিজেদের সুদর্শন হিসেবে উপস্থাপন করতে যেসব ব্যাপারে গুরুত্ব দেয় তার মধ্যে অন্যতম হলো হেয়ার কাট। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে ফ্যাশনেবল জামাকাপড়, হাতঘড়ি, জুতা, চশমা ইত্যাদি অনেক কিছুরই গুরুত্ব থাকলে হেয়ার কাটের উপরেই নির্ভর করে আপনাকে কেমন দেখাবে। পা থেকে মাথা পর্যন্ত দামি জামা ও ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে মুড়িয়ে নিলে লাভ নেই যদি না হেয়ারকাটটা মানানসই না হয়। আর মানানসই হেয়ার কাটের জন্য যেসকল বিষয় গুরুত্বপূর্ণ-

হেয়ার স্টাইলিস্ট

অনেকেরই পছন্দের হেয়ার স্টাইলিস্ট থাকে যার কাছে চুল কাটা যায় নিশ্চিন্তে। যার কাছে আমরা নিয়মিত চুল কাটাই সে জানে আমরা ঠিক কোন হেয়ার কাট চাই। তাই চুল কাটার সময় এলে সেই কারিগরের হাতেই চুল কাটানো উচিত যে নিয়মিত আপনার চুল কাটে। এছাড়া এক্সপিরিমেন্ট করতে অন্য কোন হেয়ার স্টাইলিস্ট দিয়ে চুল কাটালে হিতে বিপরীত হতে পারে।

সেলুন বা পার্লার

মন মতো সার্ভিস পেতে হলে আপনি কোন সেলুনে চুল কাটছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। কাস্টমাররা ভালো রিভিউ দেয় এবং বহু বছরের সুনাম আছে এমন অনেক সেলুন আছে আমাদের আশেপাশে। বলা বাহুল্য সেলুনের হেয়ার স্টাইলিস্ট, পরিবেশ, চার্জ ইত্যাদি বিভিন্ন বিষয় নিশ্চিত করেই একটা সেলুন জনপ্রিয় হয়। হুট হাট যেকোন সেলুনে চুল কাটালে হিতে বিপরীত হতে পারে। তাই সুনাম আছে এমন সেলুন থেকে চুল কাটানি উচিত।

সেলুনের কারিগর

সেলুন বা পার্লার যেমনি হোক, সেখানকার কারিগর হওয়া চাই এক্সপার্ট। পাতলা চুল কিভাবে কাটতে হয়, ঘন চুল কিভাবে লাইনিং করতে হয় ইত্যাদি নিখুঁত কিছু ব্যাপার আছে যা সব কারিগর দক্ষতার সাথে করতে পারে না। তাই চুল কাটার আগে যাচাই করে নিন কার হাতে চুল কাটাচ্ছেন।

হেয়ার কাট

নিজের চুলের স্টাইল নিয়ে অনেক ছেলেই দোটানায় ভোগেন। কেউ গরমে আরামের জন্য চুল ছোট রাখতেই ভালোবাসেন। কেউ আবার বড় চুলটা কেটে ছোট করতে নারাজ। সময়ের সঙ্গে চুলের কাটে ভিন্নতা এনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করেন অনেকে। তবে, চুলের স্টাইল অনেকটা নির্ভর করে নিজের চেহারার গড়নের উপর।

হেয়ার স্টাইলিং টুলস

চুল কে কাটছে তা যেমন গুরুত্বপূর্ণ, কি ধরনের সরঞ্জাম দিয়ে চুল কাটা হচ্ছে তাও সমান গুরুত্বপূর্ণ। খালি চোখে দেখলে মনে হয় চুল কাটতে চিরুনি আর কেঁচি হলেই চলে। কিন্তু সেই কেঁচি এবং চিরুনিরওই যে অনেক ধরন এবং রকম আছে তা আমরা অনেকেই জানি না। আপনি যেই সেলুনে চুল কাটাতে যাচ্ছেন, যাচাই করে দেখুন সেই সেলুনের ব্যবহৃত সরঞ্জাম উপযুক্ত নাকি না।

 হাইজিন

চুল কাটানোর সময় হাইজিন অনেক বড় একটি কনসার্ন। দেখা যায় কিছু সেলুনে একি কাপড় গলায় দিয়ে একের পর এক কাস্টমারের চুল কাটছে, একই কাপড় দিয়ে অনেক কাস্টমারের চুল-দাড়ি পরিষ্কার করছে। আনহাইজেনিক পরিবেশে চুল কেটে ছড়াতে পারে ভাইরাস, হতে পারে বিভিন্ন ধরনের রোগ জীবাণু। তাই চুল কাটার সময় সেলুন বা পার্লারের পরিবেশ বিবেচনা করা আবশ্যক।

মুখের গড়নের ওপর। গোলগাল চেহারায় একরকম হেয়ার কাট মানায় তো লম্বা চেহারায় আরেকরকম। তাই সব ধরনের চুলের স্টাইলে যে সবাইকে মানাবে, ব্যাপারটা এমন না। নিজের মুখমণ্ডল, শরীরের গড়ন, পেশা—এগুলোর ওপর নির্ভর করেই চুলের স্টাইল করা উচিত। তবে, গরমের সময় চুল যতটা সম্ভব ছোট করে ছেঁটে নিলেই ভালো। না হলে মাথায় ঘাম বসে যেতে পারে। আর যাঁরা বড় চুল রাখতে চান, তাঁরা নিয়মিত শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে পারেন।

এখন প্রশ্ন আসে ভালো সেলুন/পার্লার, ভালো কারিগর, মানানসই হেয়ারকাট এই সবকিছু একসাথে কিভাবে পাবো? অনেক সময় দেখা যায় চুল কাটানোর সময় বের করা কষ্ট হয়ে যায়, আবার সময় বের করলে দেখা যায় পছন্দের কারিগরের শিড্যুল পাওয়া যায় না, শিড্যুল পাওয়া গেলে কোন হেয়ার কাট দেওয়া যায় তা নিয়ে থাকে কনফিউশন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় শুচিবায়ু হওয়ার কারণে সেলুনে হয়তো স্বস্তি বোধ করে না। কিন্তু সেলুনে না গিয়ে চুল কাটবেই বা কিভাবে? ছেলেদের চুল কাটানোর সেই সেনসিটিভ চ্যালেঞ্জে গুরুত্ব দিয়েছে Sheba.xyz! অন্যান্য সেবার মতো Sheba.xyz-এ ছেলেদের চুল কাটানোর জন্য রেজিস্টার করা হয়েছে এক্সপিরিয়েন্সড এক্সপার্ট হেয়ার স্টাইলিস্ট। যেসকল পুরুষরা চুল কাটানোর বেলায় কোন কিছু কম্প্রোমাইজ করতে চায় না Sheba.xyz– এর এই হেয়ার কাট সার্ভিস তাদের জন্যই। ঘরে বসে শুক্র-বৃহস্পতি যেকোন দিন আপনি এপয়েন্ট করতে পারবেন দক্ষ হেয়ার স্টাইলিস্ট। ইউজার প্রথমে দেখতে পারবে হেয়ার স্টাইলিস্টদের প্রোফাইল। যাকে দিয়ে চুল কাটানো হবে তার কতো বছরের অভিজ্ঞতা আছে, সে কি ধরনের হেয়ার স্টিয়ালিং করে সুনাম কামিয়েছে ইত্যাদি বিষয় বিবেচনা করে সিলেক্ট করুন কে আপনার চুল কাটবে। তারপর আপনার লোকেশন এবং টাইমিং ইনপুট করলেই নির্ধারিত সময়ে হেয়ার স্টাইলিস্ট চলে আসবে আপনার বাসায়। তারপর আপনি আপনার ঘরের কমফোর্ট জোনে বসে হেয়ার কাট সার্ভিস নিতে পারবেন আপনার মন মতো। কোন হেয়ার কাট দিবেন তা নিয়ে যদি আপনি কনফিউজড থাকেন তাহলে Sheba.xyz-এর এক্সপার্ট হেয়ার স্টাইলিস্ট আপনার উচ্চতা, গায়ের রঙ, পেশা, চেহারার গড়ন ইত্যাদি বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত হেয়ার কাট সাজেস্ট করবে।

Service app in Bangladesh- Sheba.xyz
Sheba.xyz তাদের হেয়ার কাটের সেবা এমনভাবে ডিজাইন করেছে যা আপনাকে সর্বোচ্চ সন্তুষ্টি দিবে। তাই চুল কাটার সময় আসলে এখন আর ভাবনার কিছু নেই। ভালো সেলুন খুঁজে নেওয়া, ভালো কারিগরের শিড্যুল নেওয়া, হাইজেন ও কমফোর্ট নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আর মাথা খাটাতে হবে না। চুল বড়ো হোক বা ছোট, কোঁকড়া হোক বা ঢেউ খেলানো কিছু নিয়েই ভাবতে হবে না আপনাকে। আপনি শুধু সেবা থেকে সার্ভিস রিকুয়েস্ট করবেন, তারপর ঘরে বসে সার্ভিস শেষে দেখবেন আপনার মনোমতো হেয়ার কাটে আপনাকে ঠিক তেমন দেখাচ্ছে যেমনটা আপনি চেয়েছেন।

 

Leave a comment