ত্বকের যত্নে ও উজ্জ্বলতা বৃদ্ধিতে ফেসিয়াল খুবই গুরুত্বপূর্ণ । তবে সব ধরনের ত্বকের জন্য সব ধরনের ফেসিয়াল মানানসই নয় । বাসায় বা পার্লারে যেখানেই ফেসিয়াল করুন না কেন, আপনার ত্বকে কী ধরনের ফেসিয়াল মানানসই তা জেনে নেওয়া প্রয়োজন ।

সাধারণত তিন ধরনের ত্বক রয়েছে, যেমন- তৈলাক্ত, শুষ্ক ও মিশ্র ত্বক। আজ জেনে নিন বিভিন্ন ধরনের ত্বকের যত্নে কিছু উপকারী ফেসিয়ালের নাম।

ত্বকের যত্নে ফেসিয়াল

ন্যাচারাল ফেসিয়াল:

ত্বকের যত্নে কেমিক্যালের ব্যবহার এখন অনেকটাই কমে গেছে । ন্যাচারাল ফেসিয়াল সাধারণ হার্বাল উপাদান দিয়ে করা হয়, তাই যে কোন ত্বকের জন্য এটি অনেক কার্যকরী । এটিকে আবার হার্বাল অথবা রেগুলার ফেসিয়াল ও বলা হয় । ত্বক সুস্থ রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।

গোল্ড ফেসিয়াল:

ত্বকে বাড়তি উজ্জ্বলতা ও লাবণ্যতা ফিরিয়ে আনতে গোল্ড ফেসিয়াল খুবই জনপ্রিয় । বাজারে বিভিন্ন ধরনের গোল্ড ফেসিয়াল কিট কিনতে পাওয়া যায় । ৬০০-১৫০০ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ব্র্যান্ডের ফেসিয়াল কিট ।

হোয়াইটেনিং ফেসিয়াল:

কোন বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে চেহারায় দ্রুত উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হোয়াইটেনিং ফেসিয়াল খুবই উপকারী । এটিকে আবার ব্রাইটেনিং ফেসিয়াল ও বলা হয়ে থাকে ।

ফ্রুট  ফেসিয়াল:

এটি সব ধরনের ত্বকের জন্য উপোযোগী ফেসিয়াল । ত্বকের উপোযোগী বিভিন্ন ফ্রুট দিয়ে এই ফেসিয়ালটি করা হয় বলে ন্যাচারাল ফ্রুট ফেসিয়াল ত্বকের যত্নে অনেক উপকারী ।

ফ্লাওয়ার ফেসিয়াল:

ফুল শুধু গন্ধই ছড়ায় না, ফেসিয়ালের জন্য ও এটি অনেক উপকারী । ফ্লাওয়ার ফেসিয়াল মূলত: গোলাপ, জবা ফুলের পাপড়ি বা নির্যাস থেকে করা হয় । ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এটি ও বেশ কার্যকরী ।

সতেজ ও সজীব ত্বক কে না চায়! ত্বকের যত্নে ফেসিয়াল খুবই গুরু্ত্বপূর্ণ । পার্লারে যাওয়ার সময় না থাকলে, ঘরে বসেই ফেসিয়াল করতে পারেন বিউটিশিয়ানদের দিয়ে । আর আপনার যে কোন বিউটি সার্ভিসের জন্য Sheba.xyz থেকে অর্ডার করতে পারেন ।

Beautician at your doorstep by Sheba.xyz

Leave a comment