বিয়ের দিনটি প্রতিটি মানুষের জন্য স্পেশাল একটা দিন, এই দিনকে ঘিরেই চলে নানান জল্পনা কল্পনা, কিভাবে নিজেকে আরো আকর্ষণীয় করে রাখা যায় তা নিয়ে থাকে কত চিন্তা ভাবনা। যেহেতু নববধূ থাকে সকলের মধ্যমণি তাকে ঘিরেই সকল আকর্ষণ, তাই শুধু রূপচর্চা নয় থাকতে হবে প্রাণবন্ত। তাই সুষম খাবারের পাশাপাশি পরিমান মত পানি এবং ঘুমাতে হবে সময়মতন। এ সময় অনেক স্ট্রেস যায় তার জন্য স্পা খুব ভালো কাজে দেয়। মনে রাখবেন বিয়ের দিন আপনি যত স্ট্রেস ফ্রি থাকবেন আপনাকে তত সুন্দর দেখাবে। তাই বিয়েতে নিজের যত্ন নেয়ার প্রস্তুতি শুরু করে দিতে হয় এক মাস আগে থেকেই। একটা পরিকল্পিত প্রস্তুতিই পারে বিয়ের দিনটায় আপনাকে আপনি শারীরিক ও মানসিক- দুইদিক থেকেই চাঙ্গা রাখতে। আবার এই পরামর্শ পড়েও ঘাবড়ে যেতে পারেন। এক মাসের যে প্রস্তুতির কথা বলছি, সেটাই কিভাবে শুরু করবেন, সেটা ভেবে হয়তো অনেকেই ঘাবড়ে যাচ্ছেন, ঘাবড়ানোর একদমই কারণ নেই। হবু কনেদের বিয়ের আগের প্রস্তুতি জানতে আর্টিকেলটি পড়ুন শুরু থেকে শেষ পর্যন্ত।

ত্বকের ধরন অনুযায়ী যত্ন
শুষ্ক ত্বক : শীতকালে ত্বকের শুষ্কতার জন্য বেশি যত্নের প্রয়োজন। কারণ এই ধরণের ত্বকের ময়েশ্চারাইজার বজায় রাখার জন্য যত্ন নেয়ার বিকল্প নেই। শুষ্ক ত্বকের ক্লিনজার আমরা বাসায় বসেই তৈরি করতে পারি। এজন্য ফুটন্ত দুধে পাঁচ-ছয়টি কাঁচা চিনাবাদাম ভিজিয়ে রাখতে হবে। পরে এই ভেজা বাদাম ভালো করে ব্লেন্ড করে এর সঙ্গে এক চা চামচ শঙ্খের গুঁড়া মিশিয়ে পুরো মুখে দশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এটাই শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করবে, আলাদাভাবে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে না। এই প্যাকটি ব্যবহার করলে শুষ্ক ত্বক অনেক প্রাণবন্ত হয়ে ওঠে।

তৈলাক্ত ত্বক: তৈলাক্ত ত্বক নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরূরী। এই ক্লিনিংয়ের জন্য এক চা চামচ গ্রিন টি গুঁড়ার সাথে এক চা চামচ টকদই মিশিয়ে পুরো মুখে দুই-তিন মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। টকদই না থাকলেও সমস্যা নেই। দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে আপেল সিডার ভিনেগার দুই-তিন ফোঁটা অথবা লেবুর রস মিশিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের প্যাক তৈরি করার জন্য মুলতানি মাটি এক চা চামচ, দারুচিনি গুঁড়া এক চা চামচ এবং ডিমের সাদা অংশ (একটা) ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এ প্যাকটি ব্যবহারের ফলে ময়েশ্চারাইজার ব্যালেন্স বজায় থাকবে। তাছাড়া অনেকেই বাসায় বসে চাইলে বুক করে নিতে পারেন একটা স্কিন ব্রাইটনিং অরেঞ্জ ফেসিয়াল

অরেঞ্জ ফেসিয়ালের উপকারিতাঃ
–আপনার ত্বকের মরা কোষ দূর করে ত্বকে আনে উজ্জ্বলতা।
– ত্বককে হেলদি এবং নমনীয় করে তোলে।
– এই ট্রিটমেন্ট ব্লাড এবং লসিকানালীর সার্কুলেশন বাড়িয়ে দেয়।
– ত্বকের টেক্সচার, রঙের অনেকখানি পরিবর্তন ঘটে।

স্বাভাবিক ত্বক : স্বাভাবিক ত্বকের উজ্বলতা ফিরিয়ে আনতে বিশেষ যত্নের প্রয়োজন। এই জন্য প্রথমে ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিতে হবে। এক চা চামচ ময়দা, এক চা চামচ চালের গুঁড়া, এক চা চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে পুরো মুখে দুই-তিন মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেললে দেখবেন ত্বক বেশ উজ্জ্বল হবে। এরপর ময়েশ্চারাইজিং প্যাক ব্যবহার করতে পারেন। এই প্যাকটি বানানোর জন্য মসুরের ডালের বেসন এক চা চামচ, আপেল পেস্ট এক চা চামচ ও হাফ ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটি ত্বকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন এটি দারুণ ময়েশ্চারাইজিংয়েল কাজ করছে। Sheba.xyz থেকে চাইলে স্বাভাবিক ত্বকের জন্য হারবাল ফেসিয়ালগুলো বেছে নেওয়া যায় অনায়াসে, এছাড়াও Deep Moisturizing (Honey) Hydra Facial ও বেশ কার্যকর।  

বডি হোয়াইটিং: মাসখানেক আগে থেকে পুরো বডিতে নিয়মিত যত্ন নিলে বিয়ের দিন পুরো বডিতে হোয়াইটিং লুক বজায় থাকবে। এজন্য পাঁচ রকমের ডালের গুঁড়া পরিমাণমতো নিন। এর সঙ্গে কর্পূর দুই চা চামচ, লেবুর খোসা পেস্ট, টকদই পরিমাণমতো, নারিকেল তেল এক কাপ নিয়ে পুরো বডিতে নিয়মিত ম্যাসাজ করে গোসল করে নিতে হবে। এই প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ত্বকের মরাকোষ উঠে যাবে। সকল ঝুটঝামেলার মাঝে একটু রিলাক্স টাইম বের করে Sheba.xyz থেকে বিয়ের আগে বডি স্ক্র্যাব এন্ড স্পা সার্ভিস টি নিতে পারেন যা আপনাকে রাখবে প্রাণবন্ত এবং  এতে করে ত্বকের মরাকোষ উঠে গিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এ ছাড়া ত্বকের কোমলতা বজায় থাকবে।

সাবধান থাকুন ডার্ক সার্কেল নিয়ে: বিয়ের দিন ফিক্স হওয়ার পর থেকেই কত জল্পনা কল্পনা থাকে এই দিনকে ঘিরে, এতসবের মাঝখানে খুব স্বাভাবিকভাবেই বেশ স্ট্রেস যায়। এছাড়াও আমাদের মাঝে অনেকেরই রাত জেগে ফোনে চালানোর অভ্যাস আছে, যার জন্যে চোখের নিচে ডার্ক সার্কেল পরে যায়। ডার্ক সার্কেল থাকলে চোখের মেকআপ সহজে ফুটে উঠে না। আর তাই বেশি করে পানি পান ও সময় মতো ঘুমের অভ্যাস গড়ে তুলুন।

মেনিকিউর ও পেডিকিউর: নিজের যত্নে মেনিকিউর ও পেডিকিউর খুবই প্রয়োজনীয় একটি সার্ভিস। বাড়ির বাইরে গেলে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। স্কার্ফ ও দস্তানা পরুন। ত্বকে ট্যান পড়তে দেবেন না। টমেটোর রসও কিন্তু ভীষণ কাজে দেয় হাতে ও পায়ের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে! যদি নিজের জন্য সময় বের একদম না করা যায় তাহলে বাসায় বসে এক্সপার্ট বিউটিশিয়ান নিয়ে  করিয়ে নিতে পারেন Sheba.xyz থেকে।

এতো হলো ঘরোয়া উপায়ে নিজের যত্ন কিন্তু বিয়ের আগে অনেক দৌড় ঝাপের মাঝখানে হয়তো নিজের জন্য সময় বের করা একটু কঠিন হয়ে যায়। চিন্তা নেই বাসায় বসে পরিবারের মা, বোন কাজিন আর ব্রাইড মিলে বুক করতে পারেন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ওয়াক্স এন্ড ক্লিন প্যাকেজ Sheba.xyz থেকে। Sheba.xyz থেকে প্রয়োজনীয় বিউটি প্যাকেজ অফারে থাকছে ৫০০ টাকা ছাড় সাথে উইন্টার ধামাকা অফারে প্রয়োজনীয় বিউটি সার্ভিসে থাকছে ৩০% পর্যন্ত ছাড় এবং সার্ভিস শেষে EBL, Standard Chartered, Prime ও BRAC ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করলে থাকছে আরো ১০% ডিসকাউন্ট সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত এবং নববধূদের জন্যে থাকছে Wedding Special অফারে, ব্রাইডাল মেকওভার থেকে শুরু করে নবধূদের যত্নে সকল প্রয়োজনীয় সার্ভিসে Sheba.xyz দিচ্ছে ৩০% ছাড়, ডিসকাউন্ট পেতে প্রমো – BIYERSHAJ ব্যবহার করুন।

যদিও বিয়ে দিন নববধূ কে ঘিরে সব আকর্ষণ থাকলেও অন্যেদের মধ্যে থাকে নিজেকে এই স্পেশাল দিনে সুন্দর দেখানোর ইচ্ছা। শহরের এই জ্যাম ঠেলে পার্লার এর লাইনে না দাঁড়িয়ে, Sheba.xyz থেকে প্রয়োজনীয় বিউটি সেলুন সার্ভিস বুক করুন আপনার বাসার কমফোর্ট জোনে বসেই।

 

 

Leave a comment