নভেম্বর মানেই এই উৎসব সেই দাওয়াত আর হৈহৈ রৈরৈ ব্যাপার! এরমাঝে সব কিছু বাগে আসলেও আসে না ঐ একটা জিনিষই! যার অভিমান মানুষের উপর সবচেয়ে বেশি!

চুল!

অভিমান বললাম একারণেই, সে যায়- আর আসে না । কিছুতেই না! দস্যি হলে সাজে না- কিছুতেই না। এলোমেলো হবার ইচ্ছে হলে সোজা হয়ে বসেও না। সবচেয়ে ভালোবাসার আর সবচেয়ে অবাধ্য যে বিষয়টি – সেটি হলো চুল! ছেলেরা তাও কেটে ছেটে বশ মানিয়ে রাখে। কিন্তু যে মেয়েরা বড় চুল ভালোবাসে তার কি উপায়! উপায় হলো বারান্দায় বা ছাদে একটু নিজের মত করে বাগান বিলাসে মনোযোগী হওয়া! আর সেখানে এমন কিছুর চাষ করা যা আপনার রথ দেখা এবং কলা বেচার কাজ দুটোই করে দেবে!

চুলের যত্নে বাগানবিলাস

বোঝেননি?

ধরুন আপনার বাগানের শখ তো – এমন কোনও গাছ বা ভেষজ কিছুর বাগান করা যাক যা চট করে তুলে এনে চুলেও ব্যবহার করা যাবে! কেমন হয় ব্যাপারটা? তেমনই কিছু ভেষজ হোক আজকের আলাপের বিষয়!

জবাফুল:

অনেক আগে নারিকেল দেল পাওয়া যেত একটা- স্টিলের কৌটাতে জবা ফুলের ছবি! জবাকুসুম তেল ছিল নাম। নামটা কিন্তু এমনি এমনি হয়নি। চুলের জন্য জবা ফুল খুবই উপকারি। জবা ফুল বেটে নারিকেলে তেলের সাথে মিশিয়ে সপ্তাহে অন্তত দুইদিন যদি চুলোর গোড়াতে ম্যাসাজ করা যায়- যে দুর্দান্ত ব্যাপার ঘটে চিন্তার বাইরে। শ্যাম্পুর পরেও চুল থাকে ঝলমলে! সুন্দর! আর ভাবছেন জবা ফুল চাড়া কোথায় পাবেন! যেকোনও নার্সারিতে জবাফুলের চাড়া সহজেই পাওয়া যায়। নগরায়নে বাসার পাশে আগের মত পাওয়া না গেলেও আপনার ছাদে এবং চুলে ঠিকই শোভা পেতে পারে জবার সৌন্দর্য!

অ্যালোভেরা:

শুনেছি বিভিন্ন দোকানে নাকী অ্যালোভেরার মেলা দাম! কি দরকার দাম দিয়ে কেনার! একটা টবে অ্যালোভেরা লাগিয়ে নিলে দেখবেন পরে তা ছাটাছাটিতেই জীবন শেষ! যে দ্রুতগতিতে বাড়ে! যেমন দ্রুতগতিতে বাড়বে আপনার চুল! অ্যালোভেরা তুলে এনে খোসা ছাড়িয়ে সংরক্ষণ করতে হবে কাঁচের জারে! এরপর মাঝে মাঝে পরিষ্কার চুলে আলতে করে ম্যাসেজ করবেন। চুল তো সিল্কি হবেই! পাশাপাশি স্ট্রেইট করার জন্য কোনও মেশিনেরও দরকার হবে না! এখন বাপু আপনার চুল এক্সট্রিম মাইকেল জ্যাকসনের মত হলে কবির এখানে কিছুই বলার নেই!

আমলকী:

ঝলমল কালো চুল আহা ঝলমল কালো চুল- নব্বইয়ের দশকের এই নাচেগানে ভরপুর বিজ্ঞাপনটা মনে আছে এখনও অনেকের! আর এই লাইনটা একেবারে চট করে মানিয়ে যায় আমলকীর সাথে! ধরেন আপনার বাসায় কোনও একটা কোণায় আছে একটা আমলকীর গাছ। আমলকী তুলে এনে কেটে কেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে জ্বাল দিন আচ্ছা মত! তেল থেকে একটা সুবাস তো আসবেই- সেই সুবাস ছড়াবে আপনার চুলের মাঝেও।

বলা হয়ে থাকে- চুল কালো করার মোক্ষম অস্ত্রও আমলকীর রস! তাহলে আর ভাবনা কী! যদি এখনও বাসায় আমলকীর গাছ না থাকে আজকেই কিনে ফেলুন! গাছের অন্যান্য উপকারিতা তো আছেই- কিন্তু নিজের গাছের ফল-ফুল নিজের জন্য ব্যবহার করার  আনন্দ- তার সাথে তুলনা হয় না কোনও কিছুরই!

আর যদি ছাদে এমন চাষের সুযোগ না থাকে তাহলে আপনার সাথে আছে sheba.xyz অ্যাপ! ঘরে এসে আপনাকে দিয়ে যাবে পছন্দের বিউটি সার্ভিস!

এখন অ্যাপের পাশাপাশি অপরাজিতা সার্ভিসের মাধ্যমে নারীদের দেওয়া হচ্ছে এমন চমৎকার রূপচর্চার প্রশিক্ষণ! প্রশিক্ষণ শেষে আছে sheba.xyz এই সার্ভিস প্রোভাইডার হবার সুযোগ!

আর অবশ্যই Sheba.xyz -এর স্পেশাল বিউটি অ্যান্ড ওয়েডিং প্যাকেজ সার্ভিসটা তো আছেই। যার যা পছন্দ তা নিয়েই আলোচনা করে ঠিক সার্ভিসটা নেওয়া যাবে  Sheba.xyz –নানা ধরনের প্যাকেজ থেকে।

এজন্য আজই ইনস্টল করতে হবে sheba.xyz অ্যাপ বা ছোট্টা একটি কল করতে হবে 16516 এই নম্বরে।

লেখিকা – রুম্পা সৈয়দা ফারজানা জামান

Leave a comment