ওয়ার্ক ফ্রম কিংবা অফিস যেখানেই হোক না কেন এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স অথবা অফিসের এক্সপেন্স, ডেটাবেজ ইত্যাদির ভীড়ে যেমন অফিসের ব্যস্ত সময়ের একটি সিংহভাগ ব্যয় হয় তেমনি স্তুপের পর স্তুপ জমা হতে থাকে ফাইল; সঙ্গে থাকে হারানোর সম্ভাবনাও।

এসব ঝামেলা দূর করতে এলো, sBusiness.xyz এর ডিজিগো অ্যাপ।

এমপ্লয়ী অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে এমপ্লয়ী ডেটাবেজ, লিভ অ্যাপ্লিকেশন, এক্সপেন্স কিংবা অফিস নোটিসও দেয়া যাবে এই অ্যাপে, খুব সহজে এবং দ্রুত। অফিসের নির্দিষ্ট নেটওয়ার্ক রেঞ্জের মধ্যে আসামাত্রই কিংবা “ওয়ার্ক ফ্রম হোম”-এর ক্ষেত্রে লোকেশন শেয়ারিং-এর মাধ্যমে মাত্র এক ক্লিকেই এমপ্লয়ীরা করতে পারবেন চেক-ইন। চেক-আউট ও হবে একইভাবে কোন ঝামেলা ছাড়াই। পাশাপাশি, এমপ্লয়ী এবং এইচ আর ম্যানেজার উভয়েই অ্যাটেন্ডেস দেখতে পাবেন দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিতে। শুধু তাই নয়, লিভ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও খুব সহজে অ্যাপ্লাই এবং লেয়ারভিত্তিক অ্যাপ্রুভালের ফলে যেমন সময় সাশ্রয় হবে তেমনি কমে যাবে বাড়তি ঝামেলাও, শুধুমাত্র এই ডিজিগো অ্যাপে।

আর তাই, এখন এই অ্যাপের মাধ্যমেই এইচ আর ম্যানেজমেন্ট কোম্পানী ওয়ার্কারদের ইনভাইট ও অ্যাড করতে পারবেন খুব সহজেই।

যেভাবে কো-ওয়ার্কার  অ্যাড করবেন-

☞ প্রথমে sBusiness.xyz ওয়েবসাইটে লগইন/রেজিস্ট্রেশন করুন

☞ এরপর HRM Solution-এর ক্লিক করে সাইড ন্যাভিগেশন থেকে “কো-ওয়ার্কার” মডিউল সিলেক্ট করুন

☞ অ্যাড “কো-ওয়ার্কার” বাটনে ক্লিক করুন এবং বেসিক তথ্য দিন

☞ প্রোফাইল সম্পূর্ণ করুন

☞ প্রয়োজনে, কো-ওয়ার্কারের অফিসিয়াল, পার্সোনাল, ফিন্যান্সিয়াল এবং ইমার্জেন্সী তথ্যও দিতে পারেন (ঐচ্ছিক)

☞ অ্যাডকৃত কো-ওয়ার্কার, লগইন ক্রেডেনশিয়াল এবং অ্যাপ ডাউনলোড লিংকসহ একটি ই-মেইল পেয়ে যাবেন

☞ প্লে-স্টোর কিংবা অ্যাপ-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে, প্রাপ্ত তথ্য দিয়ে কো-ওয়ার্কাররা লগইন করতে পারবেন।

অ্যাডমিন অথবা এইচআর ম্যানেজার যদি চান কো-ওয়ার্কার নিজের ইনফোরমেশন নিজেই আপডেট করবেন তাহলে তিনি কো-ওয়ার্কার অ্যাডের বদলে ইনভাইট করতে পারেন।

যেভাবে কো-ওয়ার্কার ইনভাইট করবেন-

☞ প্রথমে sBusiness.xyz ওয়েবসাইটে লগইন/রেজিস্ট্রেশন করুন

☞ এরপর HRM Solution-এর ক্লিক করে সাইড ন্যাভিগেশন থেকে “কো-ওয়ার্কার” মডিউল সিলেক্ট করুন

☞ “ইনভাইট কো-ওয়ার্কার” বাটনে ক্লিক করুন

☞ কো-ওয়ার্কারদের ই-মেইল অ্যাড্রেস কপি-পেস্ট কিংবা টাইপ করে এন্ট্রি করুন

☞ “সেন্ড ইনভিটেশন” বাটনে ক্লিক করুন

☞ ইনভাইটকৃত কো-ওয়ার্কাররা লগইন ক্রেডেনশিয়াল এবং অ্যাপ ডাউনলোড লিংকসহ একটি ই-মেইল পেয়ে যাবেন

☞ প্লে-স্টোর কিংবা অ্যাপ-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে, প্রাপ্ত তথ্য দিয়ে কো-ওয়ার্কাররা লগইন করতে পারবেন।

☞ লগইন করে ডিজিগো অ্যাপ থেকেই তারা নিজেদের প্রোফাইল সম্পূর্ণ করতে পারবেন।

 

তাই আর দেরি না করে, এখনই একবার ট্রাই করেই দেখুন!

বিস্তারিত জানতে ভিজিট করুন sBusiness.xyz অথবা ডায়াল করুন ১৬৫১৬ অথবা ০৯৬৭৮০১৬৫১৬ নাম্বারে।

Leave a comment