”নীড় ছোট ক্ষতি নেই”! একটু সাজিয়ে  গুছিয়ে রাখলে আপনার ছোট বা মাঝারি সাইজের ফ্ল্যাটটিও হয়ে উঠতে পারে বন্ধু বান্ধব আর অতিথিদের কাছে আকর্ষনীয় । তাছাড়া, বাসের সুবিধার জন্যও চাকরিজীবী ও নিম্ন মধ্যম আয়ের মানুষদের কাছে ছোট ফ্ল্যাটের চাহিদাই বেশি । কিছু বিষয় মাথায় রেখে আপনার ছোট ফ্ল্যাটটি গুছিয়ে রাখুনে সহজেই ।

  • ছোট ফ্ল্যাটে সাধারণত আলাদা ডাইনিং এর জন্য রুম না ও থাকতে পারে, সেক্ষেত্রে বসার রুমের পাশেই রাখতে পারেন ডাইনিং টেবিল।
  • জমকালো ভারী আসবাবপত্রের ব্যবহারে ঘরে আলো বাতাস সঠিকভাবে প্রবেশ করতে পারে না, তাই ছোট ফ্ল্যাটের জন্য ফার্নিচার বাছাই করুন ফ্ল্যাটের ধরন বুঝে।
  • ফ্ল্যাটে রং করার সময় উজ্জ্বল রং নির্বাচন করতে পারেন যেমন সবুজ বা নীল রং । বিশেষ করে প্রবেশ পথে আপনার ফ্ল্যাটটির জন্য উজ্জ্বল যে কোন শেড ব্যবহার করুন, এতে আপনার ফ্ল্যাটটি সহজেই অতিথিদের নজড় কাড়বে ।
  • ঘরের জন্য হালকা রংয়ের পর্দা নির্বাচন করুন । পর্দায় ভারী ফেব্রিক ব্যবহার না করে সুতি কাপড়ের রং নির্বাচন করতে পারেন।
  • দেয়ালের সাথে  সামঞ্জস্যপূর্ণ পেইন্টিং নির্বাচন করুন । খুব বেশী বড় বা বেশী ভারী পেইন্টিং লাগাবেন না ।
  • ঘরে যাতে প্রচুর আলো বাতাস প্রবেশ করতে পারে, সেদিকে নজর দিন । ঘর নিয়মিত পরিষ্কার করে ধুলোবালি মুক্ত রাখুন ।

যত্ন ও পরিপাটির মাধ্যমে আপনার ফ্ল্যাটটিকে গুছিয়ে নিন মনের মতো করে আর চাইলে নিতে পারেন আমাদের সহযোগিতাও । আপনার প্রতিদিনের সব ধরনের সেবা ও প্রয়োজনে Sheba.xyz সবসময় আছে আপনার পাশেই।

Leave a comment