#home #movingon #movingforward #keepmovingforward #keepmoving #instahome #homesweethome #lifestyle #living
Home Interior design

 

 

 

 

 

 

 

 

 

 

 

ঘর সবারই অনেক আপন। দিন শেষে ব্যস্ততার কাছ থেকে ছুটি নিয়ে আমরা সবাই ঘরে ফিরি একটু স্বস্তির খোঁজে। এই ভালবাসার আবাসটুকুতে একটু পরিবর্তন এনে আপনার ঘরের মানুষগুলোর জীবনে আনতে পারেন ইতিবাচক পরিবর্তন। নতুন ঘরে থাকতে কার না ভালো লাগে। আপনার ঘরটার রূপ পাল্টে নতুন করে ফেলুন, ভাল লাগায় ভাল থাকুন বছর জুড়ে!

চলুন দেখে নেই কিভাবে আমরা ঘরকে রাতারাতি নতুন করে ফেলতে পারি –

দেয়ালের রঙ 

একই রঙের দেয়াল দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই। শুধুমাত্র দেয়ালের রঙপাল্টে আপনার ঘরের রূপ রাতারাতি বদলে দিতে পারেন । ঘরের সব দেয়ালই যে রঙ করতে হবে এমন কোন কথা নেই। ঘরের যে কোন একটি দেয়াল কন্ট্রাস্ট রঙ করে এনে দিতে পারেন ক্লাসিক রূপ অথবা হালকা রঙ করে দিতে পারেন শান্তিময় আভা। ঘরের দেয়ালের রঙ যদি সাদা হয়ে থাকে তবে যে কোন রঙ নিয়েই সহজে খেলতে পারেন। যদি ভিন্ন রঙ হয় তবে একটু খেয়াল রাখা প্রয়োজন। অনলাইনের ঘরের রঙ নিয়ে প্রচুর আর্টিকেল আছে। আর এ ছাড়া রংমিস্ত্রিদের কাছে কালার বুক দেখেও আপনি নির্ধারণ করতে পারেন আপনার পছন্দমতন ঘরের রঙ।

 ঘরের শেলফ

দেয়ালে শেলফ নিয়ে অনেকরকমভাবে ডিজাইনের সুযোগ থাকে। বিভিন্ন আকারের ও ডিজাইনের শেলফ এখন অহরহ পাওয়া যায়। অথবা চাইলে ইন্টারনেট থেকে ডিজাইন দেখে মনমতন শেলফ বানিয়েও নিতে পারেন। একটু ডিজাইন করা শেলফে বই, ফটোফ্রেম, শো পিস সহ অনেক কিছুই রাখতে পারবেন, আবার ঘরের ধরণ ও পাল্টে যাবে। একেবারে প্রচলিত ধারার শেলফ না বানিয়ে নতুন ধারার শেলফগুলি নিলে বেশ আধুনিক লাগবে ঘর। বই পড়ুয়া হয়ে থাকলে তো কথাই নেই। প্রিয় বইগুলোকে যত্নে সাজিয়ে তুলুন পছন্দমতন শেলফে।

ওয়ালপেপার

বিভিন্ন ডিজাইনের ওয়ালপেপার এখন বাজারেই পাওয়া যায়। পুরো ঘর জুড়ে ওয়ালপেপার লাগাতে হবে এমনও না। আপনার ঘরের দেয়াল বুঝে শুধু একটি দেয়ালে ওয়ালপেপার লাগালেও ভালো লাগবে। তব খেয়াল রাখবেন যে,  যেই ডিজাইনের ওয়ালপেপারই আপনি পছন্দ করুন না কেন তা যেন আপনার ঘরের বাকি দেয়াল, সিলিং এবং ঘরের থিমের সাথে যায়।

ওয়াল স্টিকার

খুব কম খরচেই ওয়াল স্টিকার পাওয়া যাচ্ছে এখন। সহজেই আপনার ঘরটাকে পাল্টে ফেলতে পারেন দেয়ালে স্টিকার দিয়ে। চাইলে পছন্দের উক্তির স্টিকার লাগাতে পারেন দেয়াল জুড়ে অথবা নকশাও করতে পারেন।

ঘরের পর্দা

রাতারাতি ঘরের রূপ পাল্টানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে নতুন পর্দা লাগানো। আপনার পুরো ঘরের থিমই পাল্টে ফেলতে পারেন শুধুমাত্র পর্দা বদল করে। চাইলে খুব কড়া রঙ যেমন গাড় নীল, বা মেরুন রঙের পর্দা লাগিয়ে দেখতে পারেন। অথবা চাইলে একদম হালকা রঙেও যেতে পারেন। এ ছাড়াও সুন্দর নকশা করা পর্দা দেখতে পারেন। পুরো ঘরের দেয়াল আর ফার্নিচারের সাথে মিল রেখে পর্দা টাঙালে আপনার ঘর দেখে চমকে যাবে যে কেউ।

মেমোরি ওয়াল

মেমোরি ওয়াল হল একটি দেয়াল জুড়ে আপনার সবচেয়ে পছন্দের ছবিগুলো ফ্রেম করে টাঙানো। আগে থেকেই ছবির ফ্রেম দিয়ে ডিজাইনের আইডিয়া ঠিক করে নিন। এরপর মিস্ত্রী নিয়ে মাপ দিয়ে ফ্রেমগুলো বসাতে পারেন। যদি ইন্টরিওর ডিজাইনারের কাছে যাওয়ার ঝামেলা এড়াতে চান, তবে ইন্টারনেট থেকে খুঁজে নিতে পারেন পছন্দের ডিজাইনের মেমোরি ওয়াল।

 ঘরের পরিবর্তন আপনার ঘরের মানুষগুলোর মনে এনে নিবে এক নতুন আনন্দ।  নতুন ঘরে মনে হবে বুঝি সবকিছুই নতুন । আর দেরী না করে আজই প্ল্যান করে ফেলুন কিভাবে আপনার ঘরকে নতুন রূপ দিবেন। দেয়ালের রঙ , ওয়ালপেপার, ওয়াল স্টিকার, মেমোরি ওয়াল করতে আপনার অবশ্যই মিস্ত্রীর প্রয়োজন হবে। এখন আর পথে ঘাটে নেমে মিস্ত্রী খুঁজতে হবে না আপনার। সব মিস্ত্রীকে সেবা এনে দিচ্ছে এক অ্যাপে। Sheba.xyz অ্যাপে এক ক্লিকেই পছন্দমতন মিস্ত্রী সময়মত চলে আসবে আপনার ঘরে।

আসন্ন ছুটির দিনগুলোতে এবার  তাহলে কাজে লাগিয়ে ফেলুন। ঘর জুড়ে নিয়ে আসুন নতুন পরিবর্তনের আনন্দ।

Leave a comment