সেবা প্রতিবেদক

পাঁচ বছর আগে গাড়ি ভাড়া দেয়ার ব্যাবসা শুরু করেন হোসেন আহমেদ।  আজকে তার নিজের গড়া প্রতিষ্ঠান ‘পৌছাও ডটকমে’র নেটওয়ার্কের আওতায় রয়েছে চারশো গাড়ি, কাজ করছেন ছয়শ চালক।

নোয়াখালী থেকে ২০০১ সালে ঢাকায় এসে কাজ শুরু করেন নাভানা ট্যাক্সির সাথে। ২০১৩ সালে এসে নিজে ব্যবসা শুরু করেন।

সম্প্রতি সেবা স্বপ্নবুননের সাথে আলাপে হোসেন তুলে ধরেন তার জীবনে পরিবর্তন আনা গল্পগুলো।  হোসেন মনে করেন গাড়ি ভাড়া দেয়ার ব্যবসা পাঁচ বছর আগে শুরু করলেও গত দুই বছরে তার প্রতিষ্ঠানের আয় বেড়েছে প্রায় তিনগুন।

হোসেন আহমেদ বলেন, “প্রথমে মেনুয়াললি ব্যবসা করতাম। টুকটাক করে চলে যেতো।  ষোলতে (২০১৬) সেবা চালু হয়।  সতেরোতে আমি যুক্ত হই তাদের সাথে। প্রথমে একটু ভীত ছিলাম ব্যবসা নিয়ে। পরে দেখি পুরোটাই ভিন্ন। গত দুই বছরে আমার প্রতিষ্ঠানের প্রসার বেড়েছে অনেক”।

তিনি দাবি করেন ‘সেবা’ তার উদ্যোগকে মানুষের কাছে পৌছাতে সহযোগিতা করেছেন।  হোসেন স্বপ্ন দেখেন সময়ের সাথে সেবার পরিসর বাড়বে।  সাথে সাথে বাড়বে তার ব্যবসার পরিসর।

হোসেন আহমেদের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও বেশ ভালো হচ্ছে। তিনি বলেন, “মাসের মাঝামাঝি এসেই প্রায় ছিয়াশি হাজার টাকা ঢুকছে সেবার মাধ্যমে। বাকি দিনগুলোতেও ভালো হবে ইনশাআল্লাহ”।

গাড়ি ভাড়া দেয়া বিষয়ক উদ্যোক্তা হোসেন মনে করেন ব্যবসায় সততা আর গ্রাহকের সন্তুষ্টিই তার এগিয়ে চলার পাথেয়।  “সেবার সাথে কাজ করার আনন্দ হলো এখানে সরাসরি কাস্টমারে ফিডব্যাক পাওয়া যায়।  ফলে আমরাও আমাদের ড্রাইভারদের পেশাগত উন্নয়নে নজর দিতে পারি।  ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন ড্রাইভার আমাদের সাথে নাই”।

বর্তমানে মিরপুরের সাগুফতা এলাকায় নিজস্ব অফিস পরিচালনা করছেন হোসেন।  তিনি আশা করেন সেবার সাথে ব্যবসার গতি ধরে রাখতে পারলে ‘খুব শীঘ্রই’ মিরপুর তেরো নম্বর এলাকায় বড় পরিসরে অফিস শুরু করতে পারবেন।

হোসেন মিয়ার মত আরো অনেক পেশাজীবি যুক্ত আছেন ইন্টারনেট ভিত্তিক সার্ভিস প্লাটফর্ম sheba.xyz এর সাথে।  অ্যাপ ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঘরে বসে জীবনযাপন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবিদের খুজে পাওয়া যায়।

বর্তমানে সেবার কার রেন্ট সার্ভিসে চলছে ফ্ল্যাট ডিসকাউন্ট। ঢাকার বাইরে ট্রিপে সেবা থেকে গাড়ি নিলেই পাবেন পাঁচশ টাকা ছাড়।  ছাড় পেতে চেকআউটের সময় TRIP500 প্রমোকোড ব্যবহার করুন।

 

Leave a comment