কাপড়ে হুটহাট নানা ধরনের দাগ পরে যায় আমাদের। দ্রুত ব্যবস্থা নিলে এইসব দাগ বসে যাওয়ার সুযোগ পায়না। কাপড়টা বাচে নষ্ট হওয়া থেকে। কাপড়ের এরকমই কয়েকটি অবাঞ্ছিত দাগ দূর করার টিপস নিয়ে এই আয়োজন।

Kapoer obanchito dagখাবারের দাগ

বেশ সেজেগুজে সুন্দর পোশাক পরে দাওয়াতে গেলেন। যাওয়ার পর অনেক সময় অসাবধানতার কারণে কাপড়ে সুপ বা খাবার পড়ে দাগ লেগে যেতেই পারে। দুশ্চিন্তার কিছু নেই। হাতের কাছে ক্লাব সোডা বা সোডাপানীয় থাকলে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে দাগের উপর ঘষে নিলে দাগ অনেকটাই উঠে যাবে।

ঘাসের দাগ

সাদা বা হালকা রঙের কাপড়ে ঘাসের দাগ বসে গেলে সাহায্য নিন পুরানো টুথব্রাশ এবং সাদা টুথপেস্ট এর। প্রথমে দাগের উপর কিছুটা টুথপেস্ট নিয়ে নিন। এরপর ভেজা টুথব্রাশ দিয়ে দাগের উপর ঘষতে থাকুন। যতক্ষণ না পুরোপুরি দাগ উঠে যাচ্ছে ততক্ষণ। সবশেষে সাধারণ ডিটারজেন্ট দিয়ে কাপড়টি ধুয়ে ফেললেই দাগ চলে যাবে।

রক্তের দাগ

কোনো ক্ষত থেকে বা হঠাৎ কেটে গেলে কাপড়ে রক্ত লাগতেই পারে। যা শুকিয়ে গেলে ওঠাতে বেশ বেগ পেতে হয়। দাগ লাগা কাপড়টি পানিতে ভিজিয়ে দাগের উপর লবণ ছড়িয়ে দিন। ভালোভাবে ঘষে নিলে লবণ দাগ দূর করতে সাহায্য করবে। এরপর সাধারণ সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলতে হবে।

কলারে দাগ

ঘামের সঙ্গে ধূলা ময়লা মিলে শার্ট বা টি-শার্টের কলারে গাড় দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে দারুণ কার্যকর শ্যাম্পু। যেকোনো শ্যাম্পু নিয়ে কলারে লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। এরপর ভালোভাবে কাপড় ধুয়ে ফেলতে হবে।

আর এতো কষ্ট করতে না চাইলে লন্ড্রির দ্রুত ও সহজ সমাধানের জন্য বেছে নিন sheba.xyz অ্যাপ। সেবা অ্যাপের সাহায্য নিয়ে বেছে নিন সেরা সার্ভিস প্রোভাইডারকে। ২৪ ঘন্টা কাস্টমার কেয়ারের সাহায্য নিতে ফোন করুন ১৬৫১৬ নম্বরে।

Leave a comment