গৃহস্থালির সেবা কেন্দ্রিক কাজগুলো যারা করেন সেই উদ্যোক্তাদের একই ছাতার নিছে আনতে কাজ করছে দেশের সবচে বড় সার্ভিস প্লাটফর্ম সেবা ডট এক্সওয়াইজেড।

আনুষ্ঠানিক যাত্রার দুই বছরের মধ্যে সেবার সাথে যুক্ত হয়েছেন দুই হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তা এবং বর্তমানে নতুন পঞ্চাশ হাজার উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম।

সম্প্রতি সেবা স্বপ্নবুবনে’র  সাথে আলাপচারিতায় দেশের প্রান্তিক পর্যায়ের সার্ভিস সেক্টরের উদ্যোক্তাদের এগিয়ে নেবার স্বপ্নের কথা তুলে ধরেন আদনান ইমতিয়াজ।

টেলিযোগাযোগ খাতে কর্মী হিসেবে ক্যারিয়ার গঠনের সুযোগ পেলেও দেশের জন্য কিছু করার প্রচেষ্টায় উদ্যোক্তা হবার পথে হাটেন আদনান। বিশ্ববিদ্যালয় বন্ধু ইলমুল হাসান সজীবকে সাথে নিয়ে শুরু করেন সার্ভিস সেক্টরের সমাধানে স্টার্ট-আপ করার কাজ।

আদনান ইমতিয়াজ বলেন, “প্রথমে বাসার ছোট একটি কাজ সমাধান করার চিন্তায় স্টার্ট আপ গঠনে উদ্যোগ নেই। কাজ শুরু করার পড়ে অনুভব করলাম সমস্যার পরিধি অনেক। সার্ভিস সেক্টরে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমাদের দেশে অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন যাদের জীবনমানের পরিবর্তন হচ্ছেনা।  আমরা চিন্তা করলাম প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব,”

আদনান মনে করেন বাংলাদেশের সবচে বড় সম্পদ এদেশের জনসংখ্যা। “অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের অবদান জাতীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছে না। আমি মনে করে ক্ষুদ্রে উদ্যোক্তাদের সংগঠিত করা গেলে তাদের অবদান জিডিপিতে প্রতিফলিত হবে। পাশাপাশি আমরা চাই, সেই সব মানুষদেরকে অন-বোর্ড করতে যাদের হাতে সময় আছে, কিন্তু কাজ করার সুযোগ নেই,”

দেশের নারীদের গ্রহস্থলীর কাজকে অর্থনীতির মূলধারায় আনতে নতুন কিছু করার পরিকল্পনা হাতে নিয়েছে সার্ভিস সেক্টরের এই স্টার্ট-আপ, সেবা ডট এক্সওয়াইজেড।

সেবার পরিধি বাড়ানো প্রসঙ্গে আদনান বলেন,” আমাদের দেশের নারীদের কাজের মূল্যয়ন এখনও ঠিকমত হচ্ছে না।  তারা যাতে ঘরে বসে উদ্যোক্তা হতে পারে সেজন্য কিছু বিশেষায়িত সেবা যেমন – বাসায় তৈরি খাবারের অনলাইন কেনা বেচা, ঘরে বসে ওয়াশিং মেশিনে কাপড় ধোলাই, পাশাপাশি আমাদের ম্যানেজার অ্যাপ ব্যবহারের মাধ্যমে যেকোন ক্ষেত্রের উদ্যোক্তা হতে পারবেন তারা, ঘরে বসে রিসোর্সদের সমন্বয় করে।

সেবা আসলে একটি প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের সেবা দানকারীরা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা কে বৃদ্ধি করার সুযোগ পাচ্ছেন।  আমাদের কোম্পানিতে এমন বেশ কয়েকজন রয়েছেন যারা সেবার মাধ্যমে নিজের জীবন পাল্টে ফেলেছেন। এমন একজন হচ্ছে আমাদের কাউসার।

একজন ক্ষুদ্র উদ্যোক্তার উদাহরন উল্লেখ করে আদনান বলেন, “ আমাদের কাওসার। একজন সাধারন প্লাম্বার থেকে এখন কাউসার এন্টারপ্রাইজের মালিক। তার অধীনে আছে ১৬ জন রিসোর্স। স মগ্র ঢাকাজুড়ে তারা সার্ভিস প্রদান করছে এবং আয় করছে বহুগুণ।

“আমাদের দেশের এই কর্মজীবী মানুষদের সুযোগ খুব কম। তারা কোন অংশেই কম শ্রম দেন না কিন্তু তারপরও তারা সেখানেই আটকে যান। সেব চেষ্টা করছে এই মানুষগুলোর জন্য সুযোগ তৈরি করে দিতে,”।

সেবা ডট এক্সওয়াইজেডকে এইটি সামাজিক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর আদনান বলছেন,” আমরা আর্থিক মুনফার চেয়ে সামাজিক জীবন মানউন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখায় গুরুত্বারোপ করছি।  আমরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাত, আট এবং নয় নম্বর টপিক নিয়ে কাজ করছি। সামাজিক ব্যবসার মাধ্যমে নতুন কর্মসুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং কর্মের অবকাঠামো তৈরি করছি আমরা।

সেবা এক্সওয়াইজেড একটি সার্ভিস প্লাটফর্ম।  দৈনন্দিন জীবনের কাজকে সহজ করতে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সেবা ডট এক্সওয়াইজেড। গুগল প্লে থেকে থেকে ডাউনলোড করা যাবে সেবার অ্যাপ।

Leave a comment