Car Maintenance
Hire Private Driver

ড্রাইভার নিয়ে বিপদে আমরা প্রায় হরহামেশাই পড়ি। অনেকদিনের বিশ্বস্ত না থেকে থাকলে, ড্রাইভার ছাটাই করা বা হুট করে ড্রাইভার সংকটে পড়া আমাদের জন্য নতুন কিছু না। বারবার যাতে একই অসুবিধায় না পড়েন, তাই আগে থেকেই এই তথ্যগুলো মাথায় রেখে ড্রাইভার নিয়োগ দিন।

লাইসেন্স এবং এনআইডি

ড্রাইভারের উপর যতই মুগ্ধ হন না কেন, লাইসেন্স এবং এনআইডি চেক না করে কখনো ড্রাইভার নিয়োগ দিবেন না। হতে পারে ড্রাইভার খুব দক্ষ, অথবা আচরণ আপনার খুব ভালো লাগলো, কিন্তু কাগজপত্র ঠিক না থাকলে আপনাকে বিপদে পড়তে হবে ।

 

 

পূর্বের অভিজ্ঞতা

ড্রাইভার আগে কোথায় কাজ করেছেন, কি ধরণের গাড়ি চালিয়েছেন, কোন এলাকা বা শহরে চালিয়েছেন এই ব্যপারে স্পষ্ট ধারণা নিয়ে নিন। যদি আপনি খুব ব্যস্ত হয়ে থাকেন আর আপনার ড্রাইভার পথঘাট না চিনে প্রতি মোড়ে মোড়ে আপনাকে জিজ্ঞেস করবেন, তবে পেরেশানির শেষ থাকবেনা। বরং এর চেয়ে ভালো, আগে থেকেি সব ব্যপারে স্পষ্ট ধারণা নিয়ে নিন।

 

 

সম্ভব হলে এও জেনে নিন যে তিনি আগের চাকরি কেন ছেড়েছেন। ড্রাইভারের ব্যপারে পূর্ব অভিজ্ঞতা জানলে তা আপনাকে অনেক ভাবে সাহায্য করবে ।

 

 

 ব্যক্তিত্ব

কথা বলে, ভাব ভঙ্গি দেখে বুঝে নিন তার ব্যক্তিত্ব কেমন। যদি আপনার পরিবারে ছোট বাচ্চা থেকে থাকে অথবা বৃদ্ধ বাবা মা থেকে থাকেন তবে ড্রাইভার ধৈর্যশীল না হলে বিপদে পড়বেন। তাই আগে থেকেই বুঝে নিন তিনি কিরকম ব্যক্তিত্ব সম্পন্ন ।

আর্থিক লেনদেন

ড্রাইভার কে আপনি কত বেতন দিতে পারবেন, খাওয়াদাওয়া সহ দিবেন, নাকি ছাড়া দিবেন, সপ্তাহে কোনদিন ছুটি দিবেন, কত ঘণ্টা ডিউটি করাবেন, ডিউটির বাইরে কাজ করতে হলে কত দিবেন ইত্যাদি সব বিবরণ নিয়োগ দেয়ার আগেই ড্রাইভারের সাথে বিস্তারিত আলাপ করে নিন, যাতে পরে কোন অসুবিধায় পড়তে না হয়।

 

যদি এরপরও হুটহাট ড্রাইভার সংকটে পড়েন, তবুও চিন্তা নেই। সেবা অ্যাপেই অর্ডার করতে পারবেন অন ডিমান্ড ড্রাইভার। ঘণ্টা ভিত্তিতে ড্রাইভার ভাড়া করে পৌঁছে যেতে পারবেন সময়মত আপনার গন্তব্যে। সেবার ড্রাইভাররা  দক্ষ ও প্রফেশনাল । সেবা অ্যাপেই  যে কোন সময় আপনি অর্ডার দিতে পারবেন হাফ ডে (৪ ঘণ্টা), ফুল ডে (৮ ঘণ্টা) অথবা পুরো সপ্তাহর জন্য ড্রাইভার। আর  এরই সাথে সেবা আপনাকে দিবে  নিশ্চিত নিরাপত্তা এবং সার্ভিস ওয়ারেন্টি।

Sheba.xyz অ্যাপের ডাউনলোড লিঙ্ক : http://bit.ly.ShebaApp

আরও জানতে কল করুন : ১৬৫১৬

ভিজিট করুন সেবার ওয়েবসাইট : https://www.sheba.xyz/

 

2 Comments

  • Arif hossin
    Posted September 19, 2019 10:26 am 0Likes

    আমিঃ করতে চাই

    • Junaina Hoque
      Posted October 6, 2019 4:44 pm 0Likes

      আপনি যদি আমাদের সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে নিচের লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং বিস্তারিত জানাবে।

      https://partners.sheba.xyz/

Leave a comment