যুগের পরিবর্তনের সাথে সাথে কাপড় পরিষ্কারের পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন এসেছে । নিয়মিত কাপড় পরিষ্কার করলেও অনেক সময় কাপড় তার উজ্জলতা হারাতে পারে । তবে, পরিষ্কারের সময় একটু সতর্ক থাকলেই আপনার কাপড়ে হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারেন । কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জেনে রাখুন এই প্রয়োজনীয় টিপসগুলো।

  • দামি কাপড় পরিষ্কারের সময়, কেনার সময় পরিষ্কারের যে নির্দেশনা থাকে তা মেনে চলার চেষ্টা করুন । এতে কাপড় স্থায়িত্ব বাড়বে ।
  • বেশি ময়লা কাপড় ও তুলনামূলক কম ময়লা কাপড় আলাদা করে ফেলুন ধোয়ার আগেই। এতে কাপড় পরিষ্কার সহজ ও সুবিধাজনক হবে ।
  • যারা ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করেন তারা খেয়াল করবেন ওয়াশিং মেশিনের ফিল্টার পরিষ্কার আছে কি না । সম্ভব হলে, ওয়াশিং মেশিনের ফিল্টার সপ্তাহে ১ বার পরিষ্কার করবেন ।

Washing Machine Cleaning Service by Sheba.xyz

  • ভারী ফেব্রিকের কাপড় যেমন-জিন্স, পরিষ্কারের সময় ব্রাশ ব্যবহার করুন । এতে সহজেই ময়লা উঠে যাবে ।
  • রঙিন জামা কাপড় বেশিক্ষন পানিতে ভিজিয়ে রাখবেন না ।অন্য জামা-কাপড় থেকে আলাদা করে পরিষ্কার করুন, এতে রঙ উঠে অন্য কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না ।
  • অতিরিক্ত গরম পানির ব্যবহার কাপড়ের জন্য ক্ষতিকর । কাজেই যে সব কাপড় পরিষ্কারে গরম পানির প্রয়োজন হয়, সেগুলোর ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করুন ।
    এছাড়া, কাপড় পরিষ্কারের সময় না পেলে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে নিয়ে নিতে পারেন ওয়াশিং সার্ভিস । আপনার ব্যস্ত জীবনে কাপড় পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি দিতে Sheba.xyz  সবসময় আছে আপনার পাশেই ।

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment