পুরোনো দিনের পোড়ামাটির ফলক কিংবা আজকের দিনের টাইলস যে নামেই ডাকেন না কেন, একটি ঘরের সৌন্দর্য বাড়াতে এই ধরণের টাইলসের জুড়ি মেলা ভার।  টাইলসের এই ব্যবহারকে আজকালকার ট্রেন্ডি ইস্যুও বলা চলে! আপনি যদি ঘরের সৌন্দর্যে নিজের রুচিকে গুরুত্ব দিতে চান সেক্ষেত্রে ঘরে পছন্দসই ক্যাটাগরির টাইলস ব্যবহার করতে পারেন।  এক্ষেত্রে টাইলস কেনার পূর্বে বেশ কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকা চাই। সাধারণত টাইলস কেনার আগে যে বিষয়গুলো জানা উচিত সে বিষয়গুলি নিয়ে আজকের সেবা ব্লগ। চলুন শুরু করি। 

১. সাইজ বুঝে টাইলস কিনুন 

টাইলস কেনার সময় এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সাধারণত মেঝেতে ব্যবহারের জন্য যে টাইলসগুলো ব্যবহৃত হয় সেগুলির সাইজ হয়ে থাকে ১০০/২০০ সেমি, ১২০/১২০ সেমি, ১২০/১৮০ সেমি কিংবা ৮০/১২০ সেমি।  আপনার বাড়ির মেঝের জন্য ঠিক কোন সাইজের টাইলসের প্রয়োজন পড়বে তা নির্ধারণ করতে যেকোনো লোকাল মিস্ত্রি বা কারিগরের সাহায্য নিতে পারেন।বিশেষ করে যাকে দিয়ে এই কাজ করিয়ে নিবেন ভাবছেন তার সাথে টাইলস কেনার পূর্বে এই সাইজের বিষয়ে আলোচনা করে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। পাশাপাশি যিনি টাইলস সেল করছেন তার সাথে রুমের মেঝের আয়তনের ব্যাপারে আলোচনা করে নিতে পারেন। ফলে এ-ব্যাপারে তার কাছ থেকেও আইডিয়া পাবেন। আর হ্যাঁ! ইতিমধ্যেই আমরা যেসব সাইজ উল্লেখ করেছি সেসব সাইজ আপনি মাঝারি কিংবা বড় উভয় টাইপের রুমেই ব্যবহার করতে পারবেন। 

২. ধরণ বুঝে টাইলস কিনুন

টাইলস কিন্তু কখনোই এক ধরণের হয় না। আপনি আপনার বাজেট, ডিজাইন এবং সাইজের উপর ভিত্তি করে অনেক অপশন পাবেন। চলুন তবে এক নজরে বিভিন্ন ধরণের টাইলস সম্পর্কে সংক্ষিপ্ত-আকারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই:

  • সেমি পলিশড টাইলস: যারা বিভিন্ন শপ সেন্টারে কিংবা অফিসে বাড়তি সৌন্দর্য বর্ধনের জন্যে টাইলস খুঁজছেন তারা এই ধরণের টাইলস ব্যবহার করতে পারেন। অনেকেই এটিকে লাপাটো টাইলসও বলে থাকে। বিভিন্ন সাইজের কিনতে পাওয়া এই টাইলসগুলো অনেক বেশি দীর্ঘস্থায়ি হয় বলে সাধারণত পাবলিক প্লেসগুলোতে এদের ব্যবহার মাত্রাতিরিক্ত পরিমাণে লক্ষ্য করা যায়। 
  • রাস্টিক টাইলস: আপনি কি এমন কোনো টাইলস খুঁজছেন যেসব টাইলস আপনি একইসাথে মেঝে এবং দেওয়ালে ব্যবহার করতে চান? যদি এমনটা চান সেক্ষেত্রে রাস্টিক টাইলস ব্যবহার করতে পারেন। রাস্টিক টাইলস সাধারণত অনেক বেশি ইউনিক এবং আধুনিক ডিজাইনের হয়ে থাকে। 
  • ডেকোরেটিভ টাইলস: রান্নাঘর, বাথরুম কিংবা উপরে সিলিংয়ে ব্যবহার করতে এই ডেকোরেটিভ টাইলস কিনতে পারেন। বিভিন্ন থিমের এবং কালারের ডেকোরেটিভ টাইলস কিনতে নিকটস্থ টাইলসের দোকানে যোগাযোগ করুন। 
  • হোমোজিনাস টাইলস: বাজেট কম? চিন্তা নেই! বাজেট ফ্রেন্ডলি হোমোজিনাস টাইলস তো আছেই! দাম কম হলেও এসব টাইলস অনেকদিন টেকে। তবে সমস্যা হলো এসব টাইলস আকারে বেশ ছোট। যারা বড় বড় টাইলস মেঝেতে ব্যবহার করতে চান না তারা এই ধরণের টাইলসের ব্যাপারে ভাবতে পারেন। 
  • মিরর টাইলস: এই টাইলস ব্যবহারে ঘর অনেক বেশি ঝকঝক করে। তবে দামের দিক দিয়ে এই টাইলস কিছুটা হাতের নাগালের বাইরে মনে হতে পারে! 

সুতরাং! বুঝলেন তো, কোন স্থানের জন্যে কোন ধরণের টাইলস গ্রহণযোগ্য! এজন্য বাজেট, ধরণ এবং কোথায় ব্যবহার করছেন তার উপর নির্ভর করে পছন্দের ক্যাটাগরির টাইলস বাছাই করতে হবে৷ 

৩. ম্যাটেরিয়ালস বুঝে টাইলস কিনুন

টাইলস কেনার আগে যে বিষয়গুলো জানা উচিত সে বিষয়গুলোর মাঝে ম্যাটেরিয়ালস অন্যতম। বর্তমানে ব্যবহারের দিক দিয়ে পালিশ করা ভিট্রিফাইড টাইলস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে যারা বাড়িতে ব্যবহারের জন্য ডিজাইন, রঙ এবং প্যাটার্নকে গুরুত্ব দিতে চান তারা সিরামিক, ভিট্রিফাইড, গ্লাস, সিমেন্ট এবং মোজাইকের টাইলসগুলো ব্যবহার করতে পারেন। অন্যদিকে বাথরুম এবং রান্নাঘরের জন্য ব্যবহার করতে পারেন এন্টি-স্লিপ টাইলস। 

৪. ফিচার বুঝে টাইলস কিনুন 

টাইলসের ফিচার হিসাবে তা সহজে ব্যবহারযোগ্য কিনা এবং সহজে পরিষ্কার করা যায় কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেবেন। ডিজাইন অনুযায়ী এমন অনেক টাইলস আছে যেসব পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না এবং ময়লা-আবর্জনা খুব একটা ক্যাচ করে না।  আবার এমন অনেক টাইলস আছে যেখানে অতিরিক্ত পরিমাণে বালি আটকে থাকার সুযোগ থাকে। সুতরাং রান্নাঘর, বসার ঘর ইত্যাদির মতো জায়গায় ব্যবহারের জন্য বেছে নেওয়া টাইলসকে হতে হবে সহজে পরিষ্কারযোগ্য এবং ভালো ফিনিশিংযুক্ত! 

৫. ডিজাইন বুঝে টাইলস কিনুন

টাইলস কেবল সুবিধার জন্যেই নয়! বরং অনেকেই ঘরের সৌন্দর্য বাড়াতেও এর ব্যবহার করে থাকেন। তাই ডিজাইনের দিক দিয়ে ভালো না হলে সেই টাইলস কেনাটা খুব একটা যৌক্তিক নয়।  এক্ষেত্রে তুলনামূলকভাবে সমসাময়িক এবং প্রিমিয়াম মানের টাইলস ব্যবহার করার চেষ্টা করবেন। বিশেষ করে খানিকটা চকচক টাইপের মসৃণ টাইলসগুলো যেকোনো ঘরের সাথেই মানিয়ে যায়।  পাশাপাশি রুমের ওয়ালের রং এবং আপনার রুচির সাথে সামঞ্জস্য রেখেও এই টাইলস ডিজাইন পছন্দ করতে পারেন। 

৬. প্রয়োজন বুঝে টাইলস কিনুন

টাইলস কিনতে হবে প্রয়োজন বুঝে। সঠিক জায়গায় সঠিক টাইলস ব্যবহার করতে বেশকিছু টিপস ফলো করতে পারেন। যেমন: 

  • বেডরুমে সবসময় সুবিধা এবং সৌন্দর্যের খাতিরে অপেক্ষাকৃত বড় ধরনের টাইলসই মানানসই হয়। 
  • যেকোনো রুমের দেয়ালে যদি টাইলস লাগানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেয়ালে রাস্টিক টাইলস ব্যবহার করতে পারেন। 
  • সাধারণত বসার ঘর কিংবা ডাইনিং রুমে ব্রাইট কালারের টাইলস বিশেষ করে মিরর পলিশড টাইলস বেশ ভালো মানায়। 
  • ট্রেন্ডে ভাসতে চাইলে বড়সড় ডাইনিং রুমে ফার্ণিচার কালারের টাইলস ব্যবহার করা যেতে পারে। 
  • অন্যদিকে রান্নাঘরের জন্য সহজে পরিষ্কার করার তাগিদে পার্ফেক্ট টাইলস হলো সিরামিক টাইলস। 
  • বাথরুমে ব্যবহার করতে টাইলস হিসাবে ছোট সাইজের সিরামিক টাইলস বেছে নিতে পারেন। 
  • বড়সড় লিভিং রুমের সৌন্দর্য বাড়াতে রাস্টিক টাইলস ব্যবহার করা যেতে পারে। 

Tiles cleaning service by Sheba.xyz

৭. সতর্কতা মেনে টাইলস কিনুন 

সবশেষে বলবো টাইলস কেনার সময় সতর্কতা অবলম্বনের কথা। এক্ষেত্রে নিজে ঠকতে না চাইলে এ ব্যাপারে এক্সপার্ট এমন কোনো ব্যাক্তিকে সাথে করে শপে নিয়ে যান। বিশেষ করে টাইলস মিস্ত্রিকে সাথে নিয়ে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর সরাসরি টাইলস কিনতে যাওয়ার পূর্বে এ সম্পর্কিত ডিজাইন, টাইলস কত ভাগ পানি শোষণ করতে পারে, সাইজ, কোয়ালিটি, বাজেট, ডেলিভারি সুবিধা এবং পরিমাণ নিয়ে একটি রাফ আইডিয়া টুকে রাখতে পারেন। 

উপসংহার 

এই ছিলো টাইলস কেনার পূর্বে করণীয় সম্পর্কিত পরিপূর্ণ গাইডলাইন। মনে রাখবেন বাংলাদেশে সাধারণত টাইলসের প্রাইজ নির্ধারণ করা হয় বর্গফুটের উপর ভিত্তি করে। আর বাংলাদেশে এখন ঘর অনুযায়ী টাইলসের প্রমাণ সাইজ হলো ১৬ বাই ১৬ এবং ২৪ বাই ৪৮ ইঞ্চির টাইলসগুলো। 

আশা করি টাইলস সম্পর্কিত টুকিটাকি তথ্য জানা থাকলে চাহিদা এবং পছন্দ অনুযায়ী টাইলস বেছে নিতে খুব একটা অসুবিধা হবে না। ধন্যবাদ সেবার সাথে থাকার জন্য। 

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment