ছুটির দিনে সপরিবারে ঘুরে আসুন ঢাকার অদূরে

ঘুরতে কে না ভালোবাসে! ঢাকা শহরের মানুষ, আমরা সবাই খুব ব্যস্ত থাকি। সময় পেলেই পরিবার নিয়ে ঘুরে আসতে সবাই চাই। কিন্তু একদিনের মধ্যে ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়, তা আমরা অনেকেই জানিনা। তাই ঘুরতে যাওয়া হয়ে উঠে না । আসুন জেনে নেই ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার কিছু জায়গার নাম।

জিন্দা পার্ক

কম সময়ে ও কম খরচে ঘুরে আসার জন্য যেতে পারেন পূর্বাচল হাইওয়ের কাছেই নারায়নগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক। ঢাকা থেকে দুরত্ব মাত্র ৩৭ কিলোমিটার । খাওয়া দাওয়ার জন্য পার্কের ভিতরেই রেস্টুরেন্ট আছে । এছাড়া, রাতে থাকার জন্যেও আছে গেস্ট হাউজ ।

মৈনট ঘাট

মৈনট ঘাটকে ডাকা হয় মিনি কক্সবাজার নামে। ঢাকা জেলার দোহারে অবস্থিত পদ্মা নদীর এ ঘাটের একপাড়ে দোহার অন্যপাড়ে ফরিদপুর জেলা। মৈনট ঘাটের পূর্ব পাশে পদ্মার বুকে একটি বিশাল চর আছে। যা দেখলে সমদ্রের বেলাভূমির কথা মনে হয়। এ জন্যই এই জায়গাটির নাম হয়ে গেছে মিনি কক্সবাজার। মৈনট ঘাট থেকে নৌকায় করে ঘোরা যায়। দরদাম করে ৪০০-৬০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন ভালো একটি ট্রলার। যাতে করে ঘুরতে পারবেন ইচ্ছে মতন। ঢাকার খুব কাছে হওয়ায় দিনে দিনেই ফিরে আসা যায় আবার। আর এজন্যই শহুরে বিষাক্ত বাতাস থেকে একটু নির্মল নিঃশ্বাস নিতে এখানে ঘুরতে যেতে পারেন সপরিবারে। সেই সাথে পদ্মার বুকে গড়ে উঠা পদ্মা সেতু ও দেখে আসতে পারেন পরিবার নিয়ে। অবশ্য মৈনট ঘাটের আরেকটি সুখ্যাতি রয়েছে। এখান থেকে সূর্যাস্ত দেখা যায় বেশ সুন্দর। 

*সেরা দামে বুক করুন প্রফেশনাল কার রেন্টাল সার্ভিস

সারিঘাট

ঢাকা শহরের যান্ত্রিকতা থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য জায়গাটি মন্দ নয়। সবুজে ঘেরা পরিবেশ আর সাথে নৌকা ভ্রমণ। এখানকার সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ যে কারো ভালো লাগবে। হারিয়ে যাবেন গ্রামবাংলার চিরচেনা প্রকৃতির মাঝে। যে কেউ সময় করে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। সারিঘাট সারা বছর ই ঘুরা যায় এমন একটি জায়গা। ঘুরতে যাওয়ার জন্য বিকাল বেলা ভালো, কিন্তু শুত্রুবার বিকেলে ভিড় বেশি থাকে, ভিড় ভালো না লাগলে শুত্রুবার না যাওয়া ভালো। সবুজ প্রকৃতিতে কিছুটা সময় কাটালে ভালো লাগবে। কেউ চাইলে কায়াকিং এবং নৌকা ভ্রমণও করতে পারেন। চাইলে গোসলও করতে পারেন, পানি খুবই পরিষ্কার। কায়াকিং ৭৫ টাকা জনপ্রতি ৩০ মিনিটের জন্য। নৌকা ভ্রমণ ১০০-১৫০ টাকা। তবে ওঠার আগে দরদাম করে নেয়াই ভালো। 

বঙ্গবন্ধু সাফারি পার্ক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত। পার্কের ভিতরের অংশকে আবার ৫টি অংশে ভাগ করা হয়েছে – কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভার্সিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়ান ডাইভার্সিটি পার্ক ও বঙ্গবন্ধু স্কয়ার। 

 

ঘরে থাকতে থাকতে অনেকেই আমরা হাঁপিয়ে উঠি। যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে তাই শহর থেকে একটু দুরে ঘুরে আসার শখ আমাদের সবার মনের ভেতর ঘোরাফেরা করে। তবে ভ্রমণ মানেই দুই- তিনদিন বা আরো বেশিদিনের ঝামেলা ভেবে অনেকেই বুকের ভেতরের শখটাকে ডানা মেলতে দেন না। কিন্তু সামনের বৃহস্পতিবার একদিন ছুটি নিলেই ৪ দিনের একটা লম্বা ছুটি মিলে যায়। এই ছুটিতে ঢাকার কাছে কিংবা দূরে ঘুরে আসুন আর যদি পরিবার, বন্ধুবান্ধব বা বাচ্চাকাচ্চা নিয়ে যারা ‍দুরে যেতে দ্বিধায় ভোগেন, ঝামেলার কথা ভেবে পা বাড়ান না, তাদের কথা ভেবেই আমাদের ‘বুক এ ট্রিপ’ সার্ভিসটি চালু করা। Sheba.xyz এর প্রিমিয়াম রোড ট্রিপ সার্ভিসে থাকছে ১৩% ছাড়, সাথে নির্দিষ্ট অনলাইন পেমেন্টে থাকছে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আর যেহেতু আমাদের ড্রাইভাররা এইসব টার্গেটেড ট্রিপে এক্সপার্ট, ফলে ট্যুর নিয়ে আপনাকে একদমই দুঃশ্চিন্তা করতে হবে না। 

*কার রেন্টাল সার্ভিস এর যাবতীয় তথ্য জানতে ভিজিট করুন

Sheba.xyz এর যে সার্ভিসগুলোর ডিমান্ড গ্রাহকদের মাঝে সবসময় বেশি থাকে, তাদের ভেতর রেন্ট এ কার সার্ভিসটি অন্যতম। তাই নিরাপদ, ঝামেলাহীন ও সাশ্রয়ী কার রেন্টাল সার্ভিসের জন্য ভিজিট করুন অ্যাপ বা কল করুন ১৬৫১৬  

 

Leave a comment