কর্মব্যস্ত দিনে প্রতিদিন বাজার ও রান্না করার ঝামেলা থেকে মুক্তি দিতে ফ্রিজের জুড়ি নেই । ফ্রিজ বর্তমান সময়ের একটি জনপ্রিয় হোম অ্যাপ্লায়েন্স । প্রায় প্রত্যেক বাড়িতেই এটি ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক । তাই, আপনার এই প্রয়োজনীয় জিনিসটির প্রয়োজন সঠিক যত্নের । নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এই অপরিহার্য জিনিসটি নিশ্চিত করবে আপনার ও আপনার পরিবারকে মানসম্মত খাদ্য গ্রহনের নিশ্চয়তা ।

প্রতিদিন সম্ভব না হলেও কমপক্ষে সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করা উচিত।  নিচের কিছু টিপস অনুসরন করে সহজেই পরিষ্কার করে ফেলুন আপনার দৈনন্দিন ব্যবহারের ফ্রিজটি ।

  • সম্ভব হলে আগের দিন রাতেই ফ্রিজ বন্ধ করে রাখুন বা সকালেও করতে পারেন । এতে পরিষ্কার করতে সহজ হবে।
  • ফ্রিজের ভেতর থেকে সকল খাবার বা মসলা জাতীয় জিনিস নামিয়ে রাখুন।
  • দুর্গন্ধ দূর করার জন্য পানির সাথে ভিনেগার বা লেবুর রস মিশিয়ে পরিষ্কার করতে পারেন।
  • ফ্রিজের ভেতরে যেন বরফ বা পানি জমে না থাকে সেজন্য ভালো করে পরিষ্কার করুন।
  • ফ্রিজের যেসব অংশ খোলা সম্ভব, তা খুলে ভালো করে পরিষ্কার করে আবার ব্যবহার করুন।
  • সবশেষে ফ্রিজের বাইরের অংশ লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করুন।
  • ফ্রিজটি পুনরায় অন করার আগে অবশ্যই ফ্রিজের ভেতরটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিন।

বর্তমানে রেফ্রিজারেটরের পাশাপাশি ডিপ ফ্রিজ ব্যবহারের প্রচলনও অনেক বেশি। তাই এই দুটি হোম অ্যাপ্লায়েন্স ব্যবহারে যথেষ্ট যত্নবান হতে হবে, এতে আপনার পরিবারের ও খাদ্য নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে। রেফ্রিজারেটর পরিষ্কার বা রিপেয়ার সংক্রান্ত আপনার যে কোন সমস্যার সমাধান নিতে ভিজিট করুন www.sheba.xyz অথবা কল করুন ১৬৫১৬ ।

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment