বাসা-বাড়ি, অফিস-আদালত অথবা বহুতল ভবন বা মার্কেটে প্রায়ই দেখা যায় আগুন লেগে ভয়াবহ ক্ষয়ক্ষতির দৃশ্য । একটু সচেতন থাকলে অনেক ক্ষেত্রেই নিজেকে ও নিজের পরিবারকে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচানো সম্ভব । জেনে রাখুন আগুন নির্বাপনের জন্য কিছু প্রয়োজনীয় সতর্কতামূলক টিপস যা আপনার ও আপনার আশে-পাশের সবার নিরাপত্তায় কাজে আসতে পারে ।

  • নিজ বাসার জন্য অগ্নি নির্বাপক যন্ত্র কিনে রাখতে পারেন, যে কোন হার্ডওয়্যারের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন । আগুন কম থাকতেই যথাসময়ে হাতের কাছে অগ্নি নিরোধক যন্ত্র থাকলে অল্পতেই বেঁচে যেতে পারেন ।
  • জরুরী মুহুর্তে দ্রুত সহায়তা পেতে আপনার ও আপনার আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় নাম্বার সংরক্ষন করে হাতের কাছেই রাখুন ।
  • মার্কেট বা বহুতল অফিসগুলোতে এখন ইমার্জেন্সী এক্সিট এর ব্যবস্থা থাকে, হঠাৎ আগুন লেগে গেলে ভয়ে দৌড়াদৌড়ি না করে ঠান্ডা মাথায় এক্সিট পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করুন ।
  • গায়ে আগুন লেগে গেলে দৌড়াদৌড়ি না করে মাটিতে শুয়ে গড়াগড়ি করুন ।
  • আগুন লেগে গেলে দ্রুত বের হওয়ার জন্য লিফট ব্যবহার করবেন না ।
  • অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে গ্যাসের চুলা অযথা জ্বালিয়ে না রেখে কাজ শেষ হলে গ্যাসের চুলা বন্ধ করে রাখুন ।
  • আগুন জ্বালানের সময় যে কোন ধরনের দাহ্য বস্তু রান্নাঘর বা আগুন থেকে দূরে রাখুন ।

অগ্নি প্রতিরোধে সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই । একটু অসতর্ক হলেই বাসা-বাড়িতে আগুন লেগে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা । আপনার বাসা কিংবা আশেপাশের বাসা-বাড়িতে হঠাৎ আগুন লেগে গেলে তাৎক্ষণিক ভাবে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে অবহিত করুন। আপনার অগ্নি নির্বাপক যন্ত্রটি সার্ভিসিং এর প্রয়োজন হলে নিয়ে ‍নিন Sheba.xyz থেকে ফায়ার এক্সটিঙ্গুইশার সার্ভিস

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment