ঘর সাজাতে কার্পেটের ব্যবহার বহুলভাবে প্রচলিত। কার্পেট ঘরের সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি ধুলো-বালি থেকে মেঝেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। নানা ধরনের অসাবধানতায় অনেক সময় আমাদের শখের কার্পেটে দাগ লেগে যেতে পারে। সাধারণত খাবারের দাগই কার্পেটে সবচেয়ে বেশী লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘর যতই পরিষ্কার থাকুক না কেন খাবারের দাগ কার্পেটে লেগে গেলে কার্পেটকে যেমন নোংরা লাগে তেমনি বাজে গন্ধেরও উদ্ভব ঘটে। তবে এতে ঘাবড়ানো কিছু নেই। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণের মাধ্যমেই কিন্তু এই খাবারের দাগ অপসারণ করা যায়। চলুন জেনে নেয়া যাক, কি কি উপায়ে কার্পেট থেকে খাবারের দাগ তোলা সম্ভব।

প্রয়োজনীয় উপকরণ

আমাদের এখানে খুব বেশি সরঞ্জাম লাগছে না। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমরা দাগ তুলতে পারব। যেমন-

ভিনেগার
টুথপেস্ট
সাদা কাপড়
বেকিং সোডা
ভ্যাকুয়াম ক্লিনার
পানি
সেভিং ক্রিম
বরফ
ইস্ত্রি
হাইড্রোজেন পারঅক্সাইড
ছুরি
চামচ

কার্পেটে খাবারের দাগ দূর করার পদ্ধতি

কার্পেটে দাগ লেগে গেলে সবার প্রথমে যতটা সম্ভব পরিষ্কার সাদা কাপড় বা তোয়ালে বা স্পঞ্জ দিয়ে মুছে নিতে হবে। দাগের জায়গাটা কেন্দ্র করে এমনভাবে আলতোভাবে মুছতে হবে যাতে রঙ না ছড়িয়ে পড়ে।

এরপর খাদ্যকণা যতটা সম্ভব মুছে নিয়ে অবশিষ্ট অংশের জন্য ভ্যাকুয়াম করতে হবে। কার্পেটের সুতাগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।

দাগগুলো এরপরও অপসারিত না হলে একটা চামচ বা ছুরির সাহায্যে চেঁছে নিতে হবে যতক্ষণ পর্যন্ত দাগ না উঠে যাচ্ছে। এরপরও দাগ পুরোপুরি না উঠে গেলে অল্প একটু পানি দিয়ে দাগের উপর দিয়ে মুছে ফেলতে হবে। এছাড়া পরিষ্কার সাদা তোয়ালে পানিতে ভিজিয়ে নিয়ে দাগের উপর ঘষতে হবে। যতক্ষণ পর্যন্ত দাগ না মুছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে।

একগুঁয়ে দাগ তোলার জন্য বেকিং পাউডার ও পানির মিশ্রণ খুবই কার্যকরী। সমপরিমাণ পানি ও বেকিং সোডা নিয়ে একটা পেস্ট তৈরী করতে হবে। এরপর তা দাগের উপর প্রয়োগ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পরিষ্কার কাপড় বা তোয়ালে দিয়ে মুছে নিলেই দাগ অনেকটা হালকা হয়ে যাবে। দাগ পুরোপুরি না যাওয়া পর্যন্ত বেশ কয়েকবার এটা প্রয়োগ করতে হবে।

প্রতিরোধ

নান্দনিক ডিজাইনের কার্পেট কেবল ঘরে রাখলেই হবে না, এর যত্ন-আত্তির প্রতিও একটু সচেতন হবে। কথায় বলে প্রতিরোধ প্রতিষেধকের চেয়েও উত্তম। কথাটা কেবল অসুখের বেলায় নয় অন্য ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কার্পেটে খাওয়া বা পানাহার করার সময় অবশ্যই কোন ম্যাট ব্যবহার করা উচিৎ। এরপরও অসাবধানতাবশত খাবার ছিটকে গেলে যত দ্রুত সম্ভব মুছে নিতে হবে। কেননা অনেকক্ষণ হয়ে গেলে খাবারের দাগ গাঢ়ভাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।

এরপরও দাগ তুলা সম্ভব না হলে অবশ্যই কোন ক্লিনিং সার্ভিসের সাথে যোগাযোগ করা উচিৎ। যেমন, sheba.xyz.

এবার জেনে নেয়া যাক খুবই পরিচিত কিছু খাবার যেগুলো হারহামেশাই কার্পেটে লেগে যায় এবং সেই দাগ তোলার উপায়।

১. চা বা কফির দাগ

কার্পেটে সবচেয়ে বেশি লাগার ভয় থাকে চা বা কফির জেদি দাগ। একটু অসাবধানতাতেই কিন্তু এই ভুল হতে পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই এতে। আমাদের লাগবে অল্প একটু সাদা ভিনেগার আর পানির মিশ্রণ। একটি পরিষ্কার কাপড় বা তোয়ালে বা স্পঞ্জ এর ভেতর মিশ্রণটি লাগিয়ে চা বা কফির দাগের উপর আলতোভাবে চেপে চেপে দাগ উঠিয়ে ফেলতে হবে। তবে খেয়াল রাখতে হবে কার্পেটে যেন দাগ ছড়িয়ে না পরে সেজন্য বেশি ঘষাঘষি করা যাবে না।

২. চুইংগাম

কোনো কারণে কার্পেটে চুইংগাম লেগে গেলে তা পরিষ্কার করা একটু কঠিনই বটে যদি তা হয় আবার পশমের কার্পেট। যদি দ্রুত কার্পেট থেকে চুইংগাম না সরানো হয় তবে তা ঐ স্থানের ফাইবারের মধ্যে লেগে রঙ নষ্ট করে দিতে পারে। এজন্য সবার আগে লাগবে বরফ টুকরো। একটা প্লাস্টিকের ব্যাগে বরফ টুকরো নিয়ে চুইংগামের উপর রাখতে হবে কিছুক্ষণ। এরপর অবশিষ্ট অংশ ছুরি দিয়ে চেঁছে নিতে হবে।

৩. তেল বা চর্বির দাগ

কার্পেটে তেল বা চর্বির দাগ তোলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শেভিং ক্রিমের ব্যবহার। এছাড়া তেল বা চর্বির উপর একটি সাদা তোয়ালে রেখে তার উপর গরম আয়রন দিয়ে কিছুক্ষণ ইস্ত্রী করলেই দেখা যাবে তোয়ালের উপর তেল বা চর্বির দাগ উঠে আসছে।

৪. চকলেট

চকলেট একটু আঠালো টাইপের হওয়ায় এর দাগ তোলা আসলে একটু কঠিনই। তবে একটু চেষ্টাতেই এই দাগ তোলা সম্ভব। এজন্য সবার আগে লাগবে একটা চামচ অথবা ভোতাঁ ছুরি। চামচ বা ছুরি দিয়ে যতটা সম্ভব লেগে থাকা চকলেট চেঁছে নিতে হবে। তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কার্পেটের তন্তুগুলোতে কোনো আঘাত না লাগে এবং দাগ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত চকলেট মুছে নেয়ার পর একটা ভেজা পরিষ্কার কাপড় নিয়ে দাগের উপর ঘষেঘষে মুছে ফেলতে হবে। এটা বেশ কয়েকবার করতে হবে যতক্ষণ না দাগ পুরোপুরি উঠে যায়।

৫. দুগ্ধজাতীয় খাবার

দুগ্ধজাতীয় খাবার কার্পেটে লেগে গেলে বাজে গন্ধের উদ্ভব ঘটে। এই দাগ অপসারণের জন্য দরকার একটা পরিষ্কার ভেজা তোয়ালে। এই তোয়ালে দাগ উপর ঘষেঘষে মুছে নেয়া উচিৎ বেশ কয়েকবার। এরপরও দাগ পুরোপুরি না গেলে ভিনেগার ও বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করা যায়।

৬. এ্যালকোহল

ওয়াইনের দাগ তোলা একটু কঠিন হলেও যদি দাগ লাগার সাথে সাথে এটি ভেজা কাপড় বা তোয়ালে দিয়ে মুছে নিতে পারেন তবে অনায়াসেই এই দাগ উঠে আসবে।

৭. সস বা কেচাপ জাতীয় খাবার

কার্পেট থেকে সস বা কেচাপ জাতীয় খাবার লেগে গেলে একটা চামচ বা ছুরি দিয়ে চেঁছে যতটা সম্ভব তুলে নিতে হবে। এরপর পরিষ্কার তোয়ালে বা কাপড় পানিতে ভিজিয়ে যতটা সম্ভব দাগের উপর লাগিয়ে বারবার করে মুছে নিতে হবে। এরপর এক চা চামচ লিকুইড ডিশ সোপ এবং দুই কাপ ঠান্ডা পানির মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণে একটি কাপড় বা তোয়ালে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে দাগযুক্ত স্থানে মুছতে হবে। যতক্ষণ পর্যন্ত দাগ কাপড়ে উঠে না আসছে ততক্ষণ এটা চালিয়ে যেতে হবে। এরপর কার্পেটে শুকনো তোয়ালে দিয়ে ভালো করে চেপে চেপে পানি শুকিয়ে নিতে হবে।

৮. অজানা খাবারের দাগ

যদি এমন হয় যে কার্পেটে কিসের দাগ লেগেছে তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না তাহলে সাথে সাথে ৩ চামচ হাইড্রোজেন পার-অক্সাইড এর সাথে নন জেল টুথপেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি নরম কাপড়ে লাগিয়ে দাগের উপর আলতোভাবে ঘষতে হবে। এরপর পানি দিয়ে মুছে নিলেই যেকোনো দাগই হালকা হয়ে যাবে।

আশা করি এখন যেকোন দাগ লাগুক না কেন আপনি আর চিন্তিত হবেন না। আর প্রফেশনাল সার্ভিস হিসাবে Service app in Bangladesh- Sheba.xyz তো আছেই আপনার পাশে। ধন্যবাদ।

Leave a comment