বাসাবাড়ি বা অফিসে,
ভাইরাস ডিসইনফেকশন করে থাকুন নিশ্চিন্তে

বিশ্বাস নিয়ে সমস্যা নেই, সমস্যা হলো বিশ্বাসীদের নিয়ে।

উপরের কথাটা বলেছিলেন কফি আনান, জাতিসংঘের সাবেক মহাসচিব। করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারির এই সময়ে এসে কথাটি পেয়েছে সম্পূর্ণ এক ভিন্নমাত্রা। এখন আমাদের বিশ্বাসেই সমস্যা ঢুকে গেছে। যে মানুষটা সামনে থেকে এগিয়ে আসছে, সে করোনা আক্রান্ত নয়তো? বা যে দরজাটা খুলছি, যে চেয়ারটাতে বসছি, যে গ্লাসে পানি খাচ্ছি- তাতে করোনা ভাইরাস লেগে নেই তো? এমন প্রশ্নই আমাদের কুরে কুরে খাচ্ছে গত বছরের মার্চ মাস থেকে। ভ্যাক্সিন পাবার পর মাঝখানে কিছুদিন এই ভয়টা আমাদের ভেতর কম ছিলো। কিন্তু এই বছরের এপ্রিল থেকে আবার করোনা নিয়ে ভয়, আতংক বেড়ে গেছে। ঘরে বা অফিসে কোথাও পরম বিশ্বাস নিয়ে থাকতে পারছি না আমরা। আবার করোনা থেকে রাতারাতি যে মুক্তি পাবো, তেমন আশাও দেখতে পাচ্ছি না চোখের সামনে। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধই আমাদের বেছে নিতে হবে। সবচেয়ে ভালো হয় নিজেদের সতর্ক থাকা। আর যে ঘরে বা অফিসে থাকছি, সেই পরিবেশটাকে জীবাণুমুক্ত রাখা। এক্ষেত্রে Sheba.xyz এর হোম এন্ড অফিস ভাইরাস ডিজইনফেকশন সার্ভিসটি হতে পারে আপনার জন্য সবচেয়ে কার্যকর একটি সমাধান।

ভাইরাস ডিসইনফেকশন কি?

স্বাস্থ্যসম্মত, পরিস্কার পরিচ্ছতা, স্যানিটাইজেশন- এই শব্দগুলো কিন্তু বছরের পর বছর আমাদের কাছে পরিচিত ছিলো, কিন্তু কখনোই অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। যে শব্দগুলো এতোদিন ছিলো আর দশটা শব্দের মতোই সাধারণ, সেই শব্দগুলোই এখন আমাদের কাছে হয়ে উঠেছে অপরিহার্য, অনমনীয়, আপোষহীন। জীবাণু এখন একটা আতঙ্কের নাম। আর এই আতঙ্ক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আমরা স্যানিটাইজেশনের ওপর নির্ভর করি। তবে স্যানিটাইজেশন কিন্তু পুরোপুরি জীবাণুমুক্ত করে না। কিছু ব্যাকটেরিয়া থেকেই যায়। যে জীবাণুগুলোকে স্যানিটাইজ করেও নির্মূল করা যায় না, ভাইরাস ডিজইনফেকশন সার্ভিসের মাধ্যমে সেই কাজটাই করা যায় সূচারুভাবে।

স্যানিটাইজেশন বনাম ডিসইনফেকশন: কোনটা ভালো?

স্যানিটাইজেশনের মাধ্যমে আপনি কেবল জীবাণুদের সরিয়ে দিতে পারবেন। অর্থাৎ সাবান পানি হোক বা তরল স্যানিটাইজার- এসবের মাধ্যমে আপনি কেবল জীবাণুদের তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু ধ্বংস করতে পারবেন না পুরোপুরি। ডিসইনফেকশন সেই কাজটাই করে। অর্থাৎ জীবাণুদের একেবারে মেরে ফেলা। যে কারণে জীবাণু থেকে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই করোনা বিশেষজ্ঞরা এখন জোর দিচ্ছেন নিয়মিত স্যানিটাইজেশন চালু রাখার জন্য, আর একটা নির্দিষ্ট সময় পর পর নিজস্ব বাসা বা অফিসে ভাইরাস ডিসইনফেকশন করার দিকে।

হোম এন্ড অফিস ভাইরাস ডিসইনফেকশন সার্ভিস কি?

নিজের ঘর হোক বা অফিস, ভাইরাস ডিসইনফেকশন করা সবখানেই সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এই জটিল কাজটি ব্যক্তিগত উদ্যোগে করাটা কঠিন। আর এই কঠিন কাজটাই দক্ষভাবে করে থাকে Sheba.xyz । ভাইরাস ডিসইনফেকশন সার্ভিসের সময় আমরা নানা ধরনের নন-টক্সিক ও ইকো ফ্রেন্ডলি ক্যামিকেল ব্যবহার করে আপনার ঘর বা অফিসের সবচেয়ে বেশি ব্যবহৃত স্পটগুলো সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করি। ফলে আপনি থাকেন নিশ্চিন্ত ও নিরাপদ।

বাসা বা অফিসের জন্য ভাইরাস ডিসইনফেকশন কেন অত্যন্ত জরুরী?

বাসার ক্ষেত্রে:

আমাদের দেশে করোনা হানা দিয়েছে বছরখানেকের মতো। এই সময়ের ভেতর আমরা অনেকেই উপসর্গ নিয়ে বা উপসর্গ ছাড়া করোনায় আক্রান্ত হয়েছি। যাদের শরীরে করোনা রোগের উপসর্গ ছিলো, তাদেরকে থাকতে হয়েছে আইসোলেশনে। সুস্থ হবার পর করোনা আক্রান্ত মানুষ স্বস্তির শ্বাস ফেলেছেন। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না- যে ঘরে তারা আইসোলেশনে ছিলেন সেই ঘরটাকে সম্পূর্ণভাবে ডিসইনফেকশন না করলে সেটা সুপ্ত আগ্নেয়গিরির মতো বিপদজনক। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস বিভিন্ন সারফেসে অনেকদিন টিকে থাকে। তাই ঠিকমতো ঘরকে ডিসইনফেকশন না করা হলে সেই ঘরে থেকে যাওয়া জীবাণু পরিবারের অন্যান্য সুস্থ সদস্যদের দেহে প্রবেশ করে তাদেরকেও নতুন করে আক্রান্ত করতে পারে। তাই বাসাবাড়ির ক্ষেত্রে তারাই এই সার্ভিসটি নেবেন:

  • যারা করোনাক্রান্ত হবার পর সুস্থ হয়েছেন
  • যারা নতুন বাসায় উঠেছেন/কিনেছেন
  • যাদের বাসায় নিয়মিত মেহমান বা বাইরের লোক আসা-যাওয়া করেন
  • যারা নিজের এবং পরিবারের মানুষদের প্রতি সচেতন

অফিসের ক্ষেত্রে:

অফিসের ক্ষেত্রে ভাইরাস ডিসইনফেকশন এই সময়ে এসে একেবারে অপরিহার্য হয়ে গিয়েছে। কারণ অফিস এমন একটা কমন প্লেস যেখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের লোক আসে। এদের ভেতর যেমন আছেন অফিসের নিয়মিত কর্মী, তেমনই আছেন ক্লায়েন্টরা। কিন্তু করোনা ভাইরাসের জীবাণু কে বহন করছেন, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় না। ফলে অফিসের ডেস্ক থেকে শুরু করে কমন টয়লেট, লিফটের বাটনসহ বিভিন্ন জায়গায় থেকে যায় অদৃশ্য জীবাণু। তাই অফিসে নিয়মিত ভাইরাস ডিসইনফেকশন করার কোনো বিকল্প নেই। যে সব ব্যবসার জন্য ভাইরাস ডিসইনফেকশন আবশ্যক:

  • কর্পোরেট অফিস
  • সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান
  • রেস্টুরেন্ট
  • সুপার শপ
  • জিমনেশিয়াম
  • আবাসিক হোটেল
  • পেট্রোল পাম্প
  • এটিএম বুথ

কেন Sheba.xyz এর ভাইরাস ডিসইনফেকশন সার্ভিস নেবেন?

সার্টিফায়েড ও হসপিটাল-গ্রেড ডিসইনফেকটেন্টসের ব্যবহার: ভাইরাস ডিসইনফেকশনের সময় আমাদের প্রশিক্ষিত কর্মীরা সার্টিফায়েড ও হসপিটাল-গ্রেডের ডিসইনফেকটেন্ট ব্যবহার করেন, যা আপনার ঘরবাড়ি ও অফিসকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে। পাশাপাশি এমন সব নন-টক্সিক ও ইকো-ফ্রেন্ডলি কেমিক্যাল ব্যবহার করা হয় যা সাধারণ মানুষের জন্য সহনশীল।
প্রয়োজন অনুযায়ী সার্ভিস প্রদান: বাসাবাড়ি বা অফিসের প্যাটার্ন একেক জায়গায় একেক রকম। তাই আমাদের অভিজ্ঞ কর্মীরা আপনার বাসা বা অফিসের প্যাটার্ন বুঝে সঠিক সার্ভিসটি প্রোভাইড করেন।

প্রটেক্টিভ গিয়ার পরিহিত কর্মীর মাধ্যমে সার্ভিস প্রদান: ভাইরাস ডিসইনফেকশন সার্ভিস প্রদানের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। তাই আমাদের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা যখন আপনার কাছে সার্ভিসটি নিয়ে হাজির হন, তখন তাদের সবাই বিশেষ প্রটেক্টিভ গিয়ার পরে নেন। এই বিশেষ প্রটেক্টিভ গিয়ারগুলোর ভেতর আছে- গ্লাভস, ফেস মাস্ক, গগলস, শু কাভার ইত্যাদি। আর এই সব ইকুইপমেন্টই আন্তর্জাতিক মানসম্মত, যার ফলে আপনি ও আমাদের কর্মীবাহিনী উভয়ই থাকেন সুরক্ষিত।

সর্বাধিক ব্যবহৃত স্থানসমূহ সম্পূর্ণভাবে ডিসইনফেকশন করা: ভাইরাস ডিসইনফেকশন সার্ভিস প্রদানের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞ কর্মীরা আপনার বাসা বা অফিসের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এমন স্পটগুলো খুঁজে বের করেন। কারণ এই স্পটগুলো থেকেই ভাইরাসগুলো মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। তাই কমন স্পটগুলোকে যত্ন নিয়ে ডিসইনফেকশন করা হয়।
করোনা সংক্রান্ত সতর্কতা অবলম্বন: প্রতিটা সার্ভিস প্রদানের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকি। করোনার আবির্ভাবের পর সেই সতর্কতা বেড়ে গেছে আরো বহুগুন। সার্ভিস শুরুর আগে ও শেষ করার পর ঠিকমতো স্যানিটাইজ করা, মুখে মাস্কের ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখা- ইত্যাদি নিয়মকানুন কঠোরভাবে মেনে আমরা করোনা সংক্রান্ত সতর্কতা অবলম্বন করি।

দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে সার্ভিস প্রদান: যারা আমাদের সার্ভিস নিয়েছেন, তারাই ভালো জানেন, সবচেয়ে সেরা সার্ভিসটি দেয়ার জন্য আমরা কতটা আন্তরিক। তাই আমাদের কর্মী বাছাই, তাদের ব্যাকগ্রাউন্ট চেক করা, প্রশিক্ষণ প্রদান- ইত্যাদি সব ধাপ পেরিয়ে চুড়ান্ত পর্যায়ে যাদের বাছাই করে থাকি, তারাই দক্ষতা ও অভিজ্ঞতার ঝুলি সাথে নিয়ে আপনার দরজায় হাজির হয়। যে কারণে আমরা শতভাগ গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছি।

করোনা আসার আগে কেউ যদি এমন একটা কুঁকড়ে থাকা পৃথিবীর কথা বলতো, আপনি হয়তো হেসেই উড়িয়ে দিতেন। বা বলতেন, এইসব গল্প হরর মুভিতেই মানায়, বাস্তবে না। কিন্তু ২০২০ সালের পর আপনি জানেন চারপাশের পৃথিবী কতটা বদলে গেছে। স্বাধীনভাবে চলাফেরাটাকে আপনি এখন অনেকবেশি মিস করেন। বারবার হাত স্যানিটাইজ করা বা সামাজিক দুরত্ব বজায় রাখাতে আপনি হয়তো এখন ব্যাস্ত হয়ে পড়েন। কিন্তু মানুষ বদলে যাওয়া কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে বলেই সে সৃষ্টির সেরা জীব। তাই অকারণে ভয় পাবেন না, ভেঙ্গে পড়বেন না। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বুকে সাহস রাখুন। আর প্রয়োজনীয় যে কোনো সার্ভিসের জন্য Sheba.xyz তো আছেই আপনার পাশে দিন রাত সবসময়।

যেভাবে Sheba.xyz এর সার্ভিস অর্ডার করতে পারবেন:

আমাদের হট লাইন নম্বর 16516 এ কল করতে পারেন (২৪/৭)
অথবা নিচের লিংক-এ ক্লিক করে সরাসরি অ্যাপ থেকে সঠিক তথ্য দিয়ে বুক করে ফেলুন ভাইরাস ডিসিনফেকশন সার্ভিস
লিংক – https://wf2xy.app.goo.gl/694

ভয় নেই, চাই সচেতনতা। করোনা ভাইরাস মোকাবেলায় নিরাপদ থাকি ও নিরাপদ রাখি।

Leave a comment