যারা ভাড়া বাড়িতে থাকেন তাঁদের জন্য বাসা বদলানো একটি বিশাল ঝামেলার ব্যাপার যা নিয়ে অনেকেই টেনশনে থাকেন । এ কাজটি ঝামেলার মনে হলেও আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিলে, বাসা বদলের সময় ভুল কম হয় ও মুল্যবান জিনিসপত্র হারানোর ভয় ও কম থাকে । কিছু নিয়ম মেনে কাজ করলে অবশ্য কিছুটা হলেও ঝামেলা কম মনে হবে । তেমনই কিছু টিপস দিলাম যা আপনার বাসা পরিবর্তনের সময় কাজে লাগতে পারে:

  • প্রথমেই আপনার মুল্যবান জিনিসপত্র আলাদা করে গুছিয়ে রাখুন কারন অন্য জিনিসের সাথে মিলে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । গয়না গাটি, টাকা পয়সাসহ মুল্যবান কাগজপত্র প্যাকিং এর সময় আগে থেকেই নিজের কাছে রাখুন ।
  • আপনার প্রয়োজনীয় জিনিসগুলোর একটি তালিকা তৈরী করে রাখতে পারেন যাতে তালিকা দেখে সব ঠিকমতো পেয়েছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেন ।
  • নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো সম্ভব হলে একসাথে প্যাকিং করতে পারেন যাতে প্রয়োজনের সময় একসাথে পান ।
  • ছোটখাটো খুচরা জিনিস গুলো বড় জিনিসের সাথে না রেখে আলাদা করে রাখুন । তাহলে প্রয়োজনের সময় আর খুঁজতে হবে না, পেয়ে যাবেন সহজেই হাতের কাছে ।
  • সময় নিয়ে আগের দিন থেকে প্রয়োজনীয় জিনিস ছাড়া সব ধরনের কাপড়-চোপড়, বই-খাতা/ম্যাগাজিন প্যাক করা শুরু করতে পারেন তাহলে ভুল হবার সম্ভাবনা কম থাকে।
  • আপনার ব্যবহৃত মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা যে কোন স্মার্ট ডিভাইস প্রয়োজনীয় চার্জ দিয়ে আপনার সাথেই রাখুন নিরাপদে ।
  • ইলেক্ট্রিক্যাল জিনিসগুলো যেগুলোর ব্যবহার কম হয়, সেগুলো আগে থেকেই খুলে নিরাপদে প্যাক করে রাখতে পারেন ।

Best Home shifting service by Sheba.xyz

বাসা বদলানো মোটেই সহজ ব্যাপার নয় ! সম্ভব হলে আগে থেকেই আত্নীয় -স্বজন বা পরিচিতজনদের সাহায্য নিতে পারেন । এছাড়া ও আপনার পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, হোম শিফটিং, ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মাউন্টিং, ডিসমাউন্টিং করতে পারেন Sheba.xyz অ্যাপের মাধ্যমে। 

Leave a comment