শীতকালে ত্বক সতেজ ও সজীব রাখতে একটু বেশিই যত্ন করতে হয় । তবে তা যদি হয় ফল দিয়ে, তাহলে! ত্বক ফ্রেশ রাখতে Fruit facial ই ১৮ থেকে ২৫ বছরের তরুনীদের প্রথম পছন্দ। ত্বক নরম ও কোমল রাখতে ব্যবহার করুন বিভিন্ন ধরনের ফল । জেনে নিন সব ধরনের ত্বকের যত্নে উপোযোগী কিছু ফ্রুটস ফেসপ্যাক সম্পর্কে:

  • ব্ল্যাকহেডস দূর করতে আঙুর ও মধু একসাথে মিশিয়ে পেস্ট করে মুখে লাগান । ১০/১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
  • কমলালেবু ত্বকের যত্নে অনেক উপকারী । কমলালেবুর জুসের সাথে অ্যালোভেরার জেল মিশিয়ে মুখে লাগান, এতে ত্বকের শুষ্কতা দূর হবে ।
  • ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করুন কলার প্যাক । ১ টি কলা পেস্ট করে তার সাথে ১ চা চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট, এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
  • স্কিনে গ্লো বাড়াতে চাইলে ডিমের সাদা অংশের সাথে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট । শুকিয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করুন ।
  • ব্রণ দূর করতে স্ট্রবেরী অনেক কার্যকরী । পাকা স্ট্রবেরী ব্লেন্ড করে টক দইয়ের সাথে মিশিয়ে ত্বকে লাগান, ব্রণ দূর হবে ।
  • টমেটোর পাল্প সাহায্য করবে ত্বক ফ্রেশ রাখতে । টমেটোর পাল্পের সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগান, নিয়মিত ব্যবহার করলে ব্রণ থেকেও মুক্তি পাবেন ।
  • কয়েক টুকরো পাকা পেঁপে পেস্ট করে মুখে লাগিয়ে নিন । এরপর শুকালে ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন । নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ।

শীতকালে মৌসুমি ফল সহজেই পাওয়া যায়, তাই এসময় আপনার ত্বকের যত্ন নিন আপনার হাতের কাছেই থাকা মৌসুমি ফল দিয়ে । এছাড়া ঘরে বসে ফ্রুটস ফেসিয়াল করতে চাইলে ‍Sheba.xyz থেকে সহজেই বুক করতে পারেন অনলাইনে বিউটি সার্ভিস

Home salon service from Sheba.xyz

Leave a comment