সময়ের সাথে সাথে এসিতে যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি। আর এই প্রযুক্তির কল্যাণে এখন বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরন ও রকমের এসি। সেন্ট্রাল এবং ডাক্টলেস মিনি স্প্লিট এসি এর মধ্যে অন্যতম। বেশিরভাগ ইউজার এই দুই ধরনের এসিই বেশি ব্যবহার করে।

পার্ফরমেন্সের দিক দিয়ে সেন্ট্রাল এসি অসাধারণ হলেও সকল ক্ষেত্রে এটি আদর্শ এসি নয়। সেন্ট্রাল এসি’র পরিবর্তে যেই এসি ব্যবহার করা হয় তা ডাক্টলেস স্প্লিট এসি কিংবা ওয়াল এসি। বাসাবাড়িতে স্প্লিট এসি বলতে সচরাচর ডাক্টলেস স্প্লিট এসিই বোঝানো হয়। এই এসি মূলত কম আয়তন, কম সময় এবং অল্প সংখ্যক মানুষের প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়।

স্প্লিট এসিতে ছোট কনডেনসার ব্যবহার করা হয়। এর একটি অংশ বাইরে ইন্সটল করা হয়। এই কনডেনসার এর মধ্যে এটি একাধিক এয়ার হ্যান্ডেলার সাপোর্ট করে। অন্যদিকে ওয়াল এসি অনেকটা উইন্ডো এসির মতো কিন্তু এটি ওয়ালের মধ্যে ছিদ্র করে বা ওয়াল কেটে ইন্সটল করা হয়। চলুন জেনে নেওয়া যাক স্প্লিট এসি ও ওয়াল এসি এর মধ্যে পার্থক্য এবং বিস্তারিত।

স্প্লিট এসি

এই এসি’র নাম যেমন ফাংশন তেমন। স্প্লিট এসির মূল অংশ দুই ভাগে বিভক্ত। একটি ইউনিট ঘরের ভেতরে ইনস্টল করা হয়। অপর অংশটি থাকে ঘরের বাইরে। বিশেষ নল এবং তারের মাধ্যমে উভয় ইউনিটের মাঝে সংযোগ স্থাপন করা হয়। ইনডোর ইউনিটটিতে ইভাপোরেটর কয়েল থাকে যা আবার রেফ্রিজারেন্টের সাথে যুক্ত থাকে। রুম থেকে আসা গরম হাওয়া এতে থাকা মেকানিক্যাল সিস্টেমে শুষে নেওয়া হয়। এরপর ভিতরে থাকা সকল হিট রেফ্রিজারেন্ট আউটডোর ইউনিটে ট্রান্সফার করে দেয়। সহজে বলতে গেলে, স্প্লিট এসি’র দুটি পার্ট থাকে। একটি রুমের ভেতরে এবং অপরটি রুমের বাইরে। উভয় পার্ট আবার নিজেদের মধ্যে সংযুক্ত থাকে। এরপর এরা মিলে আপনার রুমকে ঠাণ্ডা করে বা রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

ওয়াল এসি/সেন্ট্রাল এসি

এই এসি’র নাম শুনেই বুঝা যায় এর ধরন ও রকম কেমন হবে। ওয়াল এসি মূলত কোনো বিল্ডিং এর ওয়ালের মধ্যে ইন্সটল করা হয়। ওয়াল এসি ওয়ালের ভেতর পাশ থেকে শুরু করে ওয়ালের বাইরের পাশ পর্যন্ত অবস্থান করে। ইন্সটলের পর সার্ভিসিং বা রিপ্লেসমেন্ট ছাড়া ওয়াল এসি সরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। এসি’র সকল যন্ত্র একটি কাঠামোর মধ্যেই থাকে। এটা বিভক্ত (স্প্লিট) থাকেনা।

এই হলো সেন্ট্রাল এসি ও স্প্লিট এসি’র প্রাথমিক ধারনা। এবার চলুন দেখে নেওয়া যাক এর সুবিধা অসুবিধা।

সেন্ট্রাল এসি’র সুবিধা

উইন্ডো এসি যেমন জানালা দিয়ে আসা লাইট বা ভিউল ব্লক করে, ওয়াল এসিতে এমন সমস্যা বা জটিলতা নেই। এছাড়া ওয়াল এসি অনেক নিরাপদ। কারণ, এটি সাইজে বড়ো ও ভারি হওয়াতে চুরি হওয়ার ভয় থাকে না। এটি বাড়ির বাইরে এমনভাবে ইন্সটল করা হয় যা চুরি করা প্রায় অসম্ভব বলা চলে। যেহেতু এই এসি ঠান্ডা বাতাস নিচের দিকে প্রবাহিত করে তাই ওয়াল এসি রুমে থাকা এক্সট্রা হিট সহজেই বের করে দিতে পারে। এই এসি’র দামও অন্যান্য এসির তুলনায় কম। যেহেতু এই এসি বাজারে বহুদিন ধরে আছে তাই অনেক কারিগরি এই এসি’র কাজ জানে। তাই এই এসি’র মেরামত বা সার্ভিসিং করানোও খুব সহজ।

সেন্ট্রাল এসি’র সমস্যা

এই এসি নিয়ে প্রায় সবারই অভিযোগ থাকে, এই এসিতে বিকট শব্দ হয়। এর ইন্সটলেশন প্রসেসটাও বেশ জটিল, দেয়াল ভাঙতে হয়। যেহেতু দেয়াল ভাঙতে হয় তাই নিরাপত্তা বা দুর্ঘটনার প্রশ্ন চলে আসে। এই এসি ইন্সটল করতে দক্ষ টেকনিশিয়ান লাগে এবং এই ইন্সটলেশন বেশ সময়সাধ্য। যেহেতু ওয়াল এসি’র বেশ ওজন হয় তাই দেয়ালে এই এসি প্লেস করতে একটি মেটাল ডিভাইসের প্রয়োজন হয়। এটি মূলত স্লাইড-আউট চেসিস বা ওয়ালের মধ্যে ইন্সটল করতে হয়। যদি ঘরের আয়তন ছোট হয় তাহলে সেন্ট্রাল এসি ইন্সটল করা বেশ ঝামেলার ব্যাপার।

AC-servicing at Sheba.xyz

স্প্লিট এসি’র সুবিধা

স্প্লিট এসিতে তুলনামূলক শব্দ কম হয়। দামেও এই এসি বেশ সুলভমূল্যে পাওয়া যায়। এই এসি ইন্সটল করাও সহজ এবং ঘরের যেখানে খুশি সেখানে ইন্সটল করা যায়। সেন্ট্রাল এসি এর চেয়ে ডাক্টলেস স্প্লিট এসি অধিক এনার্জি এফিসিয়েন্ট। ডাক্টলেস এসি এর ক্ষেত্রে প্রায় ৩০% পর্যন্ত এনার্জি সাশ্রয় হয়। দেখা যায় অনেক সময় এসি ইন্সটল করার পর অন্য রুমে এসি শিফট করার প্রয়োজন হয়, এক্ষেত্রে স্প্লিট এসি এক রুম থেকে আরেক রুমে শিফট করা খুবই সহজ। আবার কিছু কিছু স্প্লিট এসি এনার্জি স্টার সার্টিফাইড, মানে এই এনার্জি স্টার সার্টিফাইড এসি ব্যবহারে সাশ্রয় হবে বিদ্যুৎ। এই ধরণের এসি প্রায় যেকোনো স্থানে ইন্সটল করা যায়। অর্থাৎ ডাক্টলেস স্প্লিট এসি ইন্সটলের স্থান সম্পর্কে কোনো লিমিটেশন নেই। ডাক্টলেস স্প্লিট এসি ব্যবহারের দীর্ঘমেয়াদী খরচ অনেক কম। শুরুর দিকে কিছুটা বেশি খরচ হলেও লম্বা সময় ধরে ব্যবহার করতে চাইলে ডাকলেস এসি অনেক সাশ্রয়ী।

স্প্লিট এসি’র অসুবিধা

স্প্লিট এসি’র তেমন কোন অসুবিধা নেই। তবে এই এসি’র রিসেল ভেল্যু বেশ কম পাওয়া যায়। বিবেচনা করলে সেন্ট্রাল এসি’র চেয়ে স্প্লিট এসি বেশি লাভজনক।

সব দিক বিচার বিবেচনা করে আমরা বলতে পারি যে, আপনার ঘরটি যদি ছোট হয় এবং আপনার বাজেটও কম হয়, তাহলে Window AC কিনতে পারেন। যদিও সেক্ষেত্রে বিদ্যুৎ বিল নিয়েও আপনাকে ভাবতে হতে পারে। অন্য দিকে আপনার রুম যদি বড় হয়, বাজেট ভাল হয়, কোনও আওয়াজ ছাড়া শান্তিতে একটি শীতল পরিবেশ উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য Split AC ভাল অপশন হতে পারে।

তবে এসি যেটাই ঘরে আনেন না কেন, এসি’র চাই সঠিক যত্ন। আর দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি’র সঠিক সার্ভিসিং করাতে আপনার জন্য আছে Sheba.xyz! Sheba.xyz-এ পছন্দমতো এক্সপার্ট টেকনিশিয়ানকে আপনার সুবিধামতো শিড্যুল দিলে সে সময়মতো এসে হাজির হবে আপনার ঘরে। এখন আর এসি সার্ভিসিং করাতে গলিতে গলিতে খুঁজতে হবে না পাতি মেকানিক। ঘরে বসে সব হবে Sheba.xyz-এ।

Expert Ac Servicing by Sheba.xyz

Leave a comment