শীতকালে কী ধরনের প্রসাধনী ব্যবহার করা উচিত তাই নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পরেন। ধরনভেদে, বিভিন্ন ধরনের ত্বকের যত্নে বিভিন্ন ধরনের প্রসাধনীর ব্যবহার হয়ে থাকে । তবে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের প্রসাধনী ব্যবহার করতে । আপনার ত্বকের সুরক্ষায় প্রয়োজনীয় প্রসাধনীটি কাছেই যে কোন দোকান বা সুপারশপে পেয়ে যাবেন ।

মুখের যত্নে ক্রীম

শীতকালে মুখে খসখসে ভাব, জারকাটা পড়া, মুখ কালো হয়ে যাওয়া, ব্ল্যাকহেডস, পিম্পলসহ নানা ধরনের সমস্যা দেখা দেয় । তাই, এ সময় ভালো মানের ডে ও নাইট ক্রীম ব্যবহার করুন । রং ফর্সাকারী ক্রিমের চেয়ে ভালো মানের ময়েশ্চারাইজার সমৃদ্ধ ক্রীম ব্যবহারের প্রতি গুরুত্ব দিন বেশি করে । ভালো মানের ক্রীমের জন্য Pond’s, L’oreal, The Body Shop, Olay, Nivea, Dove ইত্যাদি ব্র্যান্ডের ক্রীম ব্যবহার করতে পারেন । ত্বক বেশি শুষ্ক হলে রাতে ব্যবহার করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল ।

ত্বকের যত্নে ময়েশ্চারাইজার

পুরো ত্বকে অর্থাৎ হাত, পা, ঘাড় ও গলায় ব্যবহারের জন্য ভিটামিন ই সমৃদ্ধ উন্নতমানের বডি লোশন ব্যবহার করুন । Vaseline, Himalaya Herbals, Garnier, Dove ইত্যাদি ব্র্যান্ডের লোশন বেশি জনপ্রিয় । কসমেটিকস ব্যবহারের সময় অবশ্যই উৎপাদনের স্থান, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্নের তারিখ দেখে কিনুন।

ঠোঁট ফাটা দূর করতে লিপ ক্রীম

ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে চাইলে শীত আসার আগে থেকেই ঠোঁটের প্রয়োজনীয় যত্ন নেয়া প্রয়োজন । Revlon, Maybelline, Nivea ইত্যাদি ব্র্যান্ডের লিপ বাম ও ঠোঁটের সুরক্ষায় কার্যকরী। এছাড়া, সুন্দর গোলাপী ঠোঁটের জন্য বিভিন্ন দেশী ব্র্যান্ডের চ্যাপস্টিক, লিপক্রিম, লিপ বাম ও লিপ অয়েলও ব্যবহার করতে পারেন ।
উন্নতমানের প্রসাধনীর ব্যবহার আপনার ত্বকের সুরক্ষা নিশ্চিত করবে । এছাড়া আপনার ত্বকের সম্পূর্ণ যত্নে ঘরে বসে বা পার্লারে যেয়ে করতে পারেন স্পা থেরাপি, ফেসিয়াল বা বডি মাসাজ । যে কোন সৌন্দর্য বিষয়ক সেবা ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারেন Sheba.xyz এর অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে।

Sheba.xyz Beauty Service at home

Leave a comment