সুন্দর ঠোঁটে, সুন্দর হাসি ! শীতকালে বৈরী আবহাওয়ায় ত্বকের সাথে ঠোঁট ও প্রাণহীন হয়ে পড়ে। অতিরিক্ত শুষ্কতা থেকে ঠোঁটের কোণায় ঘা, ঠোঁট ফেটে যাওয়া, রক্ত পড়া সহ নানা রকম সমস্যার উৎপত্তি ঘটে । তাই নিয়মিত ঠোঁটের যত্ন নিন আর ঠোঁটে নিয়ে আসুন সুন্দর গোলাপী আভা।

বিভিন্ন কারনে ঠোঁট শুষ্ক হতে পারে । অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার ও প্রয়োজনীয় যত্নের অভাবে ঠোঁট শুষ্ক হয়ে পড়ে । শুষ্ক ঠোঁটের যত্ন নিতে জেনে রাখুন কিছু ঘরোয়া টিপস ।

  • রাতের বেলা ঘুমানোর আগে অলিভ অয়েলের সাথে গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ঘুমান । শুধু গ্লিসারিন ব্যবহারেও ঠোঁট নরম ও কোমল হতে সাহায্য করবে।
  • গোসলের আগে কটন বলে কয়েক ফোঁটা লেবুর রস লাগিয়ে ঠোঁটে ব্যবহার করুন । নিয়মিত ব্যবহার করলে ঠোঁট গোলাপি হবে ।
  • কটন বল কুসুম গরম পানিতে ভিজিয়ে বা লিপ ব্রাশের সাহায্যে নিয়মিত স্ক্রাব করলে ঠোঁটের ব্ল্যাকহেডস দূর হয় ও শুষ্ক ভাব অনেকটা কমে আসে ।
  • ঠোঁট ফাটা দূর করতে ভালো ব্র্যান্ডের ভ্যাসলিন, লিপ ক্রীম বা চ্যাপস্টিক ব্যবহার করতে পারেন ।
  • শুষ্ক ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার পরিহার করে ক্রীম বা গ্লসি লিপস্টিক ব্যবহার করুন। যে কোন ফেসপ্যাক বা ক্রীম মুখের পাশাপাশি ঠোঁটেও লাগানো বর্জন করুন। এতে ঠোঁট কালো হয়ে যায় ।

সুন্দর হাসি বজায় রাখতে সুন্দর ঠোঁটের প্রয়োজন । এই শীতে আপনার ঠোঁট থাকুক সুরক্ষিত । আপনার সৌন্দর্যবিষয়ক যে কোন সেবা ঘরে বসে নিতে আপনার স্মার্টফোন থেকে ভিজিট করতে পারেন Sheba.xyz এর অ্যান্ড্রয়েড অ্যাপ ।

Sheba.xyz app Appliance Repair service

Leave a comment