বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন? বিয়ের কেনাকাটার জন্য ঢাকায় সাশ্রয়ী জায়গা খুঁজছেন? বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব ধরনের জিনিসপত্রের দাম যেন আকাশ ছোঁয়া। তবে বিয়ের মতো একটি বিশেষ দিনের কেনাকাটার জন্য এখনো ঢাকায় এমন অনেক জায়গা আছে যেখানে সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য পাওয়া যায়। 

নিউ মার্কেট, চাঁদনী চক, গাউছিয়া মার্কেট, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সহ আরো অনেক শপিং মল বা মার্কেট রয়েছে যেখানে আপনারা সাশ্রয়ী মূল্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন। আজকের সেবা ব্লগের আলোচনায় আমরা বিয়ের কেনাকাটায় ঢাকায় সেরা সাশ্রয়ী জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো।

১. নিউ মার্কেট

বিয়ের কেনাকাটায় ঢাকার সেরা ও সাশ্রয়ী জায়গার মধ্যে অন্যতম হলো নিউ মার্কেট। ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই নিউ মার্কেট পোশাক, মেকআপ, আনুষঙ্গিক, ঐতিহ্যবাহী বিয়ের পোশাক ইত্যাদির জন্য বেশ সুপরিচিত ও বিখ্যাত। কম বাজেট বা সাশ্রয়ী মূল্যে এখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পাওয়া যায়। 

বিয়ের পোশাকের পাশাপাশি সকল ধরনের আনুষঙ্গিক আপনারা নিউ মার্কেটে পেয়ে যাবেন। তাই আপনার বিয়ের কেনাকাটার বাজেট যদি মিডিয়াম বা কম হয়ে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় নিউ মার্কেটে যেতে পারেন এবং সাশ্রয়ী বাজেটে বিয়ের কেনাকাটা সম্পন্ন করতে পারেন।

২. বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স

ঢাকার মধ্যে বিয়ের কেনাকাটা করার জন্য আরও একটি জনপ্রিয় জায়গা হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এটি একটি বৃহৎ শপিং মল যা ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। এই শপিংমলে আপনারা পোশাক, আনুষঙ্গিক, গহনা, মেকআপ সহ বিয়ের কেনাকাটার সকল ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। 

আপনার বাজেট যদি কিছুটা বেশি হয়ে থাকে এবং আপনি যদি বিয়ের কেনাকাটার জন্য ভালো মানের পণ্য কিনতে চান তাহলে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আপনার জন্য হবে একটি উপযুক্ত জায়গা।

৩. চাঁদনী চক মার্কেট

চাঁদনী চক মার্কেট হলো ঢাকার আরেকটি জমজমাট বাজার যেখানে আপনারা সাশ্রয়ী মূল্যে বিয়ের ঐতিহ্যবাহী পোশাক সহ মেকআপ, আনুষঙ্গিক ইত্যাদি সকল জিনিস পেয়ে যাবেন। বিয়ের কেনাকাটার ক্ষেত্রে আপনার বাজেট যদি কম বা মিডিয়াম হয়ে থাকে তাহলে চাঁদনী চক মার্কেট আপনার জন্য একটি দুর্দান্ত স্থান হতে পারে। 

এখানে বিয়ের পোশাক-আশাক থেকে শুরু করে সকল ধরনের জিনিসপত্র খুবই সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয় এবং ভালো মানের পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় বলেই চাঁদনী চক মার্কেট এতটা বিখ্যাত ও জনপ্রিয়। তাই সাশ্রয়ী বাজেটে বা মূল্যে বিয়ের কেনাকাটা সম্পন্ন করার জন্য আপনারা নির্দ্বিধায় চাঁদনী চক মার্কেটে চলে যেতে পারেন।

৫. গাউসিয়া মার্কেট

বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকার মধ্যে আরও একটি সাশ্রয়ী জায়গা হলো গাউছিয়া মার্কেট। গাউছিয়া মার্কেট বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, বিশেষ করে শাড়ি, সেলোয়ার কামিজ, লেহেঙ্গা ইত্যাদির জন্য বিখ্যাত। এই মার্কেটে প্রায় প্রতিটি আইটেমই যুক্তিসঙ্গত দামে পাওয়া যায় এবং এই মার্কেটের পণ্যের মান অন্যান্য মার্কেটের তুলনায় বেশ ভালো। 

নানা ধরনের ডিজাইন, রঙ ও বৈচিত্র্যময় ট্রেন্ডি কালেকশন আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন। গাউছিয়া মার্কেটে বিয়ের কেনাকাটার সকল ধরনের আনুষঙ্গিক পাওয়া যায় এবং প্রায় প্রতিটি পণ্যের মূল্য যুক্তিসঙ্গত ও বাজেটের মধ্যে হয়ে থাকে। আপনারা যারা সাশ্রয়ী বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা সম্পন্ন করতে চাচ্ছেন তারা অবশ্যই গাউছিয়া মার্কেটটি ঘুরে দেখবেন।

৬. ইস্টার্ন প্লাজা

ঢাকার বড় বড় শপিংমল গুলোর মধ্যে আরও একটি বৃহৎ ও সাশ্রয়ী জায়গা হলো ইস্টার্ন প্লাজা যেখানে জামা, কাপড়, জুতা থেকে শুরু করে সকল ধরনের আনুষঙ্গিক পাওয়া যায়। এটি একটি বড় শপিংমল এবং এই শপিং মলের প্রতিটি ফ্লোরেই আলাদা আলাদা জিনিসপত্র পাওয়া যায়। বিয়ের কেনাকাটার সকল ধরনের আইটেম আপনারা এই শপিং মলটিতে পেয়ে যাবেন। 

এটি একটি বড় শপিংমল হলেও এখানে আপনারা খুবই সাশ্রয়ী মূল্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন যা অন্যান্য বড় বড় শপিং মল থেকে তুলনামূলকভাবে খুবই কম। কম বাজেটের মধ্যে ভালো গুণগত মান সম্পন্ন জিনিসপত্র কেনার জন্য আপনাদের অবশ্যই ইস্টার্ন প্লাজায় ঘুরে দেখা উচিত।

৭. রাপা প্লাজা

ঢাকার বড় বড় শপিংমল গুলোর মধ্যে আরও একটি সাশ্রয়ী জায়গা হল রাপা প্লাজা যা ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। কম বাজেটে বা সাশ্রয়ী মূল্যে যারা বিয়ের কেনাকাটা সম্পন্ন করতে চাচ্ছেন তাদের জন্য রাপা প্লাজা হলো আরও একটি উপযুক্ত জায়গা। এখানে ঐতিহ্যবাহী বিয়ের পোশাক থেকে শুরু করে সকল ধরনের আনুষঙ্গিক পাওয়া যায়। 

এখানে কেবলমাত্র বিয়ের পোশাকই নয় বরং আমাদের প্রতিদিনের ব্যবহৃত সকল ধরনের পোশাক-আশাক, জুতা, আনুষঙ্গিক এখানে পাওয়া যায়। এই শপিংমলে আপনারা সাশ্রয়ী দাম থেকে শুরু করে অনেক ভালো মানের পণ্যও পেয়ে যাবেন। সাশ্রয়ী মূল্যের পাশাপাশি এই শপিংমলে বিয়ের কেনাকাটায় আপনারা ভিন্ন ভিন্ন কালেকশন পেয়ে যাবেন। তাই সাশ্রয়ী মূল্যে ট্রেন্ডি কালেকশন কেনার জন্য রাপা প্লাজা একটি উপযুক্ত জায়গা।

৮. সীমান্ত স্কয়ার

সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য কেনার জন্য আরও একটি বড় শপিংমল হলো সীমান্ত স্কয়ার যা ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি এমন একটি শপিং কমপ্লেক্স যেখানে আপনি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের মিশ্রণ খুঁজে পাবেন। এখানে জামা, কাপড়, জুতা, আনুষঙ্গিকসহ বিয়ের কেনাকাটার সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের দেশি বিদেশি কালেকশনও পাওয়া যায়। 

স্থানীয় ও আন্তর্জাতিক ব্র‍্যান্ডের সংমিশ্রণ হলেও অন্যান্য বড় বড় শপিংমলের তুলনায় এখানে সাশ্রয়ী মূল্যে সকল ধরনের কেনাকাটা করা যায়। বিয়ের কেনাকাটার ক্ষেত্রে  নানা ধরনের ট্রেন্ডি কালেকশন পাওয়া যায় বলে এটি বর্তমানে বেশ সুপরিচিত একটি জায়গা। তাই বিয়ের কেনাকাটার ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে ভিন্ন ধরনের কালেকশন পেতে হলে আপনাদের অবশ্যই সীমান্ত স্কয়ারে আসতে হবে।

শেষ কথা

বিয়ের কেনাকাটার ক্ষেত্রে সবাই কম বাজেটের মধ্যে বা সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য কিনতে চায় আর তাই ভালো মানের পণ্য সাশ্রয়ী মূল্যে পেতে হলে আপনাদের অবশ্যই উপরোক্ত জায়গা গুলো ঘুরে দেখতে হবে। তবে মনে রাখতে হবে যেকোনো পণ্য কেনার আগে অবশ্যই তার গুণগতমান পরীক্ষা বা যাচাই বাছাই করে নিতে হবে। এরকম ব্লগ আরও পেতে সর্বদা সেবা ব্লগের সাথে থাকুন। 

Service app in Bangladesh- Sheba.xyz

Leave a comment