Rainy Day AC_Care

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাবধান ! বজ্রপাতের সময় বন্ধ করুন এসি !

বজ্রপাত যে আপনার বাসাতেই পড়বে এমন কোন কথা নেই । কিন্তু যদি একবার পড়ে, তার মানে ১ কোটি ভোল্টের কারেন্ট আপনার ঘরের বৈদ্যুতিক কানেকশনে পৌঁছে যাবে এবং এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আপনার এসি। কোটি ভোল্টের কারেন্ট আপনার এসিতে পৌঁছালে তা শুধু ক্ষতিগ্রস্ত হবে না, এ থেকে আগুনও লেগে যেতে পারে। তাই নিরাপদে থাকুন, নিশ্চিতে থাকুন, বজ্রপাতের সময় এসির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখুন।

আরো কিছু তথ্য বৃষ্টির দিনে এসির যত্ন নিয়ে :

১. যেকোনো রকমের এসি সার্ভিসিং বৃষ্টি ও ঝড়ের শেষে করুন ।

২. এসি বন্ধ রাখুন এবং জানালা খুলে বৃষ্টি এনজয় করুন ।

৩. বৃষ্টি শেষ এসি পরিষ্কার এবং সার্ভিসিং প্রয়োজন হলে সার্ভিস প্রোভাইডার ডেকে ঠিক করিয়ে নিন ।

আর আলসেমি না করে টিপসগুলো আজই প্রয়োগ করুন, আর নিশ্চিন্তে থাকুন সারা বছর।যে কোন সময় এসির মেকানিক ডাকতে ডাউনলোড করুন Sheba.xyz অ্যাপ।যেখানেই থাকুন না কেন, মেকানিক পৌঁছে যাবে আপনার বাসায়।

Leave a comment