কার রেন্টাল, রেন্ট-এ-কার, কার সার্ভিস, লং ড্রাইভ

 

আপনার প্রতিদিনের যাতায়াতে কত খরচ পড়ে?

যদি একটু ঘুরে আসতে চান পরিবার প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে তাহলে তো যাতায়াত খরচের কথাই নেই! সাথে আছে ঝামেলা আর বাড়তি খরচের চিন্তা!

জীবনটা আসলে খুব ছোট, কোন দিক দিয়ে সময় ফুরিয়ে যায়, আমরা টেরও পাই না। তবে দিন শেষে সুন্দর স্মৃতি গুলো ফ্রেমবন্দী হয়ে আজীবন থেকে যায় আমাদের সাথে থাকে।

হয়ত আপনার পূর্বাচলের মিষ্টি বাজারে গরম মিষ্টির স্বাদ এখনো নেয়া হয়নি, হয়ত উত্তরার দিয়াবাড়িতে গরম কাকরা লবস্টার এখনো খাওয়া বাকি, অথবা পুরান ঢাকায় লালবাগ, আহসান মঞ্জিলে বাচ্চাদেরকে কখনো ঘুরিয়ে আনা হয়নি।

ব্যস্ততা আমাদের কাউকেই রেহাই দেয় না, আপনাকেও দিবে না। বরং সময়ের সাথে তা বাড়তেই থাকবে। তাই বলে কেন ভালো জমে থাকা শখগুলো পূরণ করবেন না?

এমন ছোট ছোট যা শখ জমা আছে, তা ফেলে না রেখে আজই পূরণ করে ফেলুন।

জন্ম বা বিবাহবার্ষিকীতে প্রিয়জনদের জন্য লং ড্রাইভের চেয়ে ভাল সারপ্রাইজ আর কি হতে পারে? আর বন্ধুদের পেলে তো কথাই নেই!

কয়েকজন বন্ধুবান্ধব মিলে প্ল্যান করে ফেলুন রোডট্রিপ। জীবনে যতই প্রেসার টেনশন ক্লান্তি থাকুক, দেখবেন একটা ছোট্ট ট্রিপ কিভাবে আপনার চিন্তাধারাই পাল্টে দিবে।

আগের চেয়ে অনেক বেশি চাঙ্গা হয়ে উঠবেন আপনি।

আর যদি আসে প্রয়োজনের কথা, তাহলে আপনার পুরো পরিবারের সাশ্রয়ে সাচ্ছ্যন্দে নিরাপদে যাতায়াতের বেশ দারুণ ব্যবস্থা হতে পারে Sheba.xyz এর রেন্ট-এ-কার।

এক গাড়িতেই বাচ্চাদের স্কুলে নামিয়ে আপনি অফিস হয়ে আরও যা যা জরুরী ছুটোছুটি করার তা সেরে ফেলুন এক প্যাকেজেই!

ঢাকা ঠাসাঠাসির শহর হলেও কিন্তু এই শহরে নেই ঐতিহ্যের অভাব। বরং ঝামেলার কথা ভেবে বা আলসেমি করে আমাদের বেড়ানো হয়ে উঠে না।

কিন্তু আমাদের মন তাও চায় একটু পরিবর্তন, একটু ভিন্নতা। ভিন্নতা আনতে ঘুরাঘুরির উপর কোন কথা নেই।

তাই ঘরে কিংবা বাইরে, যখন যেখানেই থাকুন, ফোনের Sheba.xyz অ্যাপে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় সিটসংখ্যা অনুযায়ী রেন্ট-এ-কার সার্ভিস।

সারাদিনের জন্য গাড়ি নিয়ে, নিজের গাড়ি মনে করেই প্রিয়জনদের সাথে যত স্বাদ আহ্লাদ সব একসাথে পূরণ করে ফেলুন। আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নিয়ে আসুন ভিন্নতা ও নতুন আনন্দ।

 

 

 

 

 

 

 

Leave a comment