বিশ্ব টয়লেট দিবস ২০১৯ উপলক্ষ্যে দর্শনার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-এর সব টয়লেট পরিষ্কার করলো Finis এবং Sheba.xyz।

প্রতি বছরের মতো এবারও আজ ১৯ নভেম্বর ‘বিশ্ব টয়লেট দিবস’ পালিত হচ্ছে সারা বিশ্বে। জাতিসংঘের ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল’-এর ৬ষ্ঠ লক্ষ্যমাত্রা (নিরাপদ পানি ও স্যানিটেশন) এর আওতায় জনসচেতনতার জন্য দিনটি পালিত হয়ে থাকে, যার মূল লক্ষ্য ২০৩০ নাগাদ সবার জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা। এ বছর দিনটির প্রতিপাদ্য হিসেবে নিরাপদ টয়লেট ও স্যানিটেশনের অভাবে ইউরিন ইনফেকশনের মতো মারাত্মক শারীরিক অবস্থার জন্য জনসচেতনতা চলছে।

সেই লক্ষ্যে Finis এবং Sheba.xyz জনসচেতনতার অংশ হিসেবে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রায় ২০০টি টয়লেট পরিষ্কার করেছে। এক্ষেত্রে টয়লেট পরিষ্কারের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে Finis এবং Sheba.xyz ক্লিনিং সার্ভিস-এর প্রায় ৩০ জন ক্লিনিং এক্সপার্ট কাজটি সম্পন্ন করেছে।

‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল’-এর আওতায় ১৭তম লক্ষ্যমাত্রা (পার্টনারশিপ ফর গোলস) এর জন্য Sheba.xyz এর বিভিন্ন গৃহীত পদক্ষেপের একটি অংশ এই কার্যক্রম। ভবিষ্যতেও ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’-এর বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে Sheba.xyz-এর পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a comment