অনেকেই আছেন যারা তেলাপোকা, মাকড়সা, টিকটিকি দেখলে আৎকে উঠেন। সেই সাথে যদি ছারপোকা আর পিঁপড়া থাকে তাহলে তো সোনায় সোহাগা। টুটুলদের অফিসেও এমন অবস্থা ছিল কদিন আগে। কোনভাবেই ছাড়পোকা দমন করা যাচ্ছিলনা। তেলাপোকা আর ইদুর এসে সব জরুরী কাগজপত্র শেষ করে দিচ্ছিল দেদারসে। অডিটের সময় জরুরী কাগজ ইদুরে কাটায় কি যে একটা বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছিল। ভাগ্যিস অডিটর এর সামনেই ব্যাপারটা ধরা পরে, তাই কোনমতে সেবার বেচে গেছেন বড় ধরনের বিপদের হাত থেকে। কিন্তু যে জায়গাটিতে দিনের অধিকাংশ সময় ব্যয় করবেন সেখানে  যদি এমন যন্ত্রণাদায়ক কীট ও প্রাণীদের সাথে বসবাস করতে হয় তাহলে এর থেকে দুঃখের আর কিছু হতে পারেনা।

বাসা বা অফিসে এই সব প্রানীর উপস্থিতি কেবল মাত্র নিজেদেরকে কষ্ট দেয় না, নষ্ট করে সম্মানও। কাজের ক্ষতি তো বুঝতেই পারছেন কেমনটা হয়। কাজের ক্ষতি থেকেও বড় ঝামেলা হয়ে দেখা দিতে পারে এই সব কীটপতঙ্গ ও প্রাণী থেকে ছড়ানো ব্যাধি। অতীতে ইঁদুর থেকেই অনেক ভয়াবহ রোগ মহামারী আকার ধারণ করেছে, তাই ঘরে বা অফিসে এদের নিয়ে বসবাস কে অবহেলা করা উচিত হবেনা। কোন ভাবেই এই সব প্রানীর বংশ বিস্তার আপনি রোধ করতে পারবেন না, যদি যথাসময়ে প্রতিরোধক ব্যবহার না করেন। আমার ধারনা এগুলো আলোর গতির চাইতে বেশি দ্রুত নিজেদের বাহিনি হিসেবে জানান দেয়। অনেক সময় এগুলো এতটাই বেড়ে যায় যে রোদ, চক, স্প্রে কিছুই কাজ করে না। বাসা বা অফিস পরিস্কার করলেও দেখা যায় এগুলো বাড়তে পারে। ঠিক তখনই আপনার দরকার পড়বে প্রফেশনাল পেস্ট কন্ট্রোল। কোথায় পাবেন ? আপনার এলাকায় নিশ্চই এমন কোন প্রতিষ্ঠান আছে। একটু খোঁজ নিয়ে তাদের সহযোগীতা নিতে পারেন।

আর যদি সেভাবে খুঁজে না পান, তবে অবশ্যই সাহায্য নিতে পারেন Sheba.xyz অ্যাপ এর। অথবা কল করুন ১৬৫১৬ এ। কারন এখানে আপনি পাবেন দক্ষ পেষ্ট কন্ট্রোল সাভিসের প্রফেশনাল সমাধান। পেষ্ট কন্ট্রোলের সাভিস প্রোভাইডার, যারা জানে আপনার ঠিক কি কি সহযোগীতা প্রয়োজন তারা রয়েছে আপনার অপেক্ষায়।   

Leave a comment