ড্যাম্প রুম বা স্যাঁতস্যাঁতে ঘর হতে পারে আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেই সাথে দেখা যেতে পারে বিভিন্ন রোগের উপসর্গ। এজন্য আমাদের জানা উচিত স্যাঁতস্যাঁতে ঘরের ক্ষতিকর দিক সমূহ। তাই চলুন আমরা জেনে নেই সেই সকল দিক গুলো।

Damp Wall
ড্যাম্প ওয়াল হতে পারে বিভিন্ন রোগের কারন। রিপেয়ার এর জন্য ক্লিক করুন এখানে

১. গর্ভবতী মায়ের সর্দি, কাশি, অ্যাজমা, জ্বর জ্বর অনুভব করা, মাথা ব্যথাঃ গর্ভবর্তী মায়েদের মধ্যে সবচেয়ে বেশি সমস্য দেখা দেয় স্যাঁতস্যাঁতে ঘরে থাকলে। তারা সাধারণত সর্দি, কাশি, অ্যাজমা, মাথা ব্যাথা ও জ্বর অনুভব করেন এছাড়াও গর্ভে থাকা সন্তানের ও ক্ষতি হয়।

২. কাঠ বা বোর্ড এর ফার্নিচার দ্রুত নষ্ট হওয়াঃ স্যাঁতস্যাঁতে ঘরে থাকা ফার্নিচার ও আসবাবপত্রে এক প্রকার শ্যাওলা জন্মে যা ফার্নিচারকে দ্রুত ক্ষতিগ্রস্থ করে এবং এর স্থায়িত্ব কমিয়ে ফেলে। এছাড়াও বিভিন্ন রকমের পোকামাকড়ের উদ্ভব হয় স্যাঁতস্যাঁতে ঘরে যা কাঠের ক্ষতিসাধন করে। 

৩. ছারপোকা, উইপোকা বৃদ্ধি পাওয়াঃ স্যাঁতস্যাঁতে ঘরে জন্ম নিতে পারে বিভিন্ন পোকামাকড় যেমন ছারপোকা, উইপোকা ইত্যাদি। যা আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য তৈরী করতে পারে না ধরণের রোগ বালাই। 

৪. এ্যালার্জী বৃদ্ধি পাওয়াঃ যাদের এলার্জী জনিত সমস্যা রয়েছে তারা বিরুপভাবে ক্ষতিগ্রস্থ হয় স্যাঁতস্যাঁতে ঘরে। যাদের এ্যালার্জী আছে তাদের শ্বাস প্রশ্বাসে বাধা প্রদান করে যা তাদের এ্যালার্জীকে বাড়িয়ে দেয়। যার ফলস্বরুপ তাদের এ্যাজমা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। 

৫. শরীর চুলকানোঃ স্যাঁতস্যাঁতে দেয়ালে জন্ম নেয়া জীবানু থেকে ত্বকে র‍্যাশ ও বিভিন্ন ধরণের চর্মরোগ হতে পারে। যার ফলে চুলকানি জাতীয় সমস্যার বৃদ্ধি হতে পারে। 

৬. কাপড়ে ফাংগাস পড়াঃ স্যাঁতস্যাঁতে ঘরে রাখা কাপড়ে সৃষ্টি হতে পারে বিভিন্ন রকমের ফাংগাস বা শ্যাওলা। যার ফলে নষ্ট হতে পারে আপনার মূল্যবান কাপড়। আর শ্যাওলা জন্মানো কাপড় থেকে হতে পারে বিভিন্ন রকমের চর্মরোগ। 

৭. মানুষিক অশান্তিঃ  স্যাঁতস্যাঁতে ঘর শুধু যে শরীরের জন্য ক্ষতিকর তাই নয় দৃষ্টিকটুও বটে। সেজন্য মানসিক আশান্তি অনুভব করাও স্বাভাবিক।

স্যাঁতস্যাঁতে ঘর কারোরই কাম্য নয়। তাই যতটুকু সম্ভব আপনার ঘর রাখুন শুকনো ও পরিষ্কার। তাতে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের যেমন নিশ্চিত হবে শারীরিক সুস্থতা তেমনি সুন্দর থাকবে আপনার বাসস্থান। 

ভাবছেন ঘরের দেয়াল নতুন করে রঙ করে সাঁজাতে অনেক খরচ? চিন্তার কোন কারন নেই, এখন আপনি চাইলেই দেশের সেরা ড্যাম্প ওয়াল রিপেয়ার সার্ভিস প্রোভাইডারদের পাবেন Sheba.xyz প্ল্যাটফর্মে। রেটিং এবং দাম যাচাই করে বেঁছে নিন আপনার প্রয়োজন অনুযায়ী সার্ভিস প্রোভাইডার। 

Leave a comment