ব্যাস্ততার এই শহরে কাজের ও রাস্তায় গাড়ির চাপে যেমন কোথায় যাওয়ার জো নেই। তেমনি নেই পর্যাপ্ত সময় জামাকাপড় নিয়ে লন্ড্রির জন্য এদিক সেদিক যাওয়ার। দৈনন্দিন জীবনে কাপড় যদিও একটি গুরুত্বপূর্ণ যায়গা জুড়ে আছে তবুও সেটির পরিষ্কারের দায়িত্বটুকু সবাই একটু এড়িয়েই যেতে চান। সাথে কাপড় আয়রন করার ধকল তো আছেই। এজন্যই রয়েছে প্রয়োজন লন্ড্রি সার্ভিসের। তবে ব্যাস্ততার জীবনে লন্ড্রি সার্ভিসের জন্য কোন সার্ভিস সেন্টারের দ্বারপ্রান্ত হওয়া যেমন কষ্টকর তেমনি সময়সাপেক্ষ ও বটে।

Laundry
লন্ড্রি করানোর জন্য চাই শহরের সেরা লন্ড্রি প্রোভাইডারদের। তাই তাদের কাছ থেকে পিক এন্ড ড্রপ লন্ড্রি সার্ভিস নেয়ার জন্য আজই ক্লিক করুন এখানে

কিছু দাগ রয়েছে যা দূর করা খুবই কষ্টকর। কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে সহজেই কঠিন দাগ বা ময়লা দূর করা যায়। চলুন আজ জেনে নেই কঠিন দাগ বা ময়লা দূর করার কিছু টিপস। দৈনন্দিন জীবনে অনেক ধরণের দাগ অসাবধানতাবশত লেগে যায় আমারদের শখের কাপড়ে। হতে পারে তা যে কোন দাগ।

সসের দাগ বা খাবারের দাগঃ ধরুন আপনি দাওয়াতে গিয়েছেন বেশ পরিপাটি হয়ে। হঠাত করে অসাবধান হওয়ায় আপনার জামায় লেগে গেল খাবারের ঝোল বা সসের দাগ। কোন সমস্যা নেই, হাতের কাছে থাকা সোডা লাগিয়ে রাখুন দাগের উপর কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন দেখবেন দাগ চলে গেছে।

কলারের ঘামের দাগঃ শার্টের কলারে ঘামের ফলে কালো হয়ে দাগ হয়ে যায়। সেই দাগ দূর করা অনেক বেশি কষ্ট সাধ্য যদিও অনেকের কাছে। তবে একটি সহজ পদ্ধতি অবলম্বন করেই এই দাগ দূর করতে পারেন।

কলমের দাগঃ এমনটি অনেকেরই হয়েছে যে বুক পকেটে রাখা কলম থেকে কালি বের হয়ে নষ্ট হয়ে গেছে দামী শার্টটি। আর যদি সেটা শুকিয়ে যেত তাহলে তা ওঠানো হত অসম্ভব। কিন্তু এখন আর দাগ ওঠানো নিয়ে ঝামেলা নেই। তরল দুধ নিয়ে সেটি কালির দাগের অপর ঢেলে রেখে দিতে হবে ঘন্টাখানেক, তারপর তা ধুয়ে ফেলতে হবে পানি দিয়ে। আপনি চাইলে তুলা দিয়ে দাগটি ওঠাতে পারবেন।

চায়ের দাগঃ চা একটি জনপ্রিয় পানীয় আমাদের জন্য। কিন্তু এই চা কাপড়ে পড়লে তার দাগ দূর করা খুবই কষ্ট সাধ্য। তবে মজার বিষয় হলো এই দাগের যম হলো চিনি। একটু পানিতে চিনি মিশিয়ে চায়ের দাগের উপর লাগালে চায়ের দাগ সম্পূর্ণরুপের দূর করা সম্ভব। মনে রাখবেন মিশ্রণে চিনির পরিমান যত বেশি হবে দাগও তত তাড়াতাড়ি উঠবে।

গ্রীজের দাগঃ গ্রীজের দাগ তৈলাক্ত বিধায় সহজে তা ওঠানো যায় না। তাই এই দাগ দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কর্ণ ফ্লাওয়ার। কর্ণ ফ্লাওয়ার দাগের উপর দিলে তা গ্রীজ শুষে নেয়। এটিই সবচেয়ে সহজ উপায় গ্রীজ জাতীয় দাগের দূরীকরণে।

কেমন হত, যদি আপনি বাসায় বসেই লন্ড্রি সংক্রান্ত সকল সার্ভিস উপভোগ করতে পারতেন। তাতে বাঁচত আপনার মূল্যবান সময় এবং কমে লন্ড্রি করানো নিয়ে ধকল অনেকাংশে। তবে সুবিধামত স্থানে সার্ভিস প্রোভাইডার পাওয়া যেমন দুষ্কর তেমনি তাদের কোয়ালিটি নিয়ে মনে থেকে যায় নানা প্রশ্ন।

Sheba.xyz এর মার্কেটপ্লেস আপনাকে দিবে এই সকল ঝঞ্ঝাট থেকে একদম মুক্তি। শুধুমাত্র অ্যাপ থেকে অর্ডার করবেন এবং আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে আমাদের ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার। তাতে যেমন বাঁচবে আপনার মূল্যবান সময়, তেমনি কাপড়ের যত্ন নেয়ার ঝামেলা থেকে মুক্তি। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আপনি পাবেন লন্ড্রি রিলেটেড সকল সার্ভিস একটি অ্যাপেই।

2 Comments

  • Mayesha Hauqe
    Posted July 20, 2019 11:36 am 0Likes

    Good Post. কলমের দাগ উঠাতে টুথপেস্ট ও ভালো কাজ করে।

    • Junaina Hoque
      Posted July 28, 2019 12:13 pm 0Likes

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। 🙂

Leave a comment